Advertisment

Eid al-Fitr 2018: মাঠেই পবিত্র দিন উদযাপন রশিদ খান, আসগর স্ট্যানিকজাইদের

Eid al-Fitr 2018: খেলা শুরুর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশেষ দিন উদযাপন করলেন রশিদ খান এবং আসগর স্ট্যানিকজাই। সাদা জার্সি গায়ে চাপানোর আগে ট্র্যাডিশনল পাঠানি কুর্তা-পাজামা পরেই ঈদ সেলিব্রেট করলেন আসগর অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Afghanistan: Rashid Khan, Asghar Stanikzai celebrate Eid in Bangalore

Eid al-Fitr 2018: মাঠেই ঈদ উদযাপন রশিদ খান, আসগর স্ট্যানিকজাইদের

Eid al-Fitr 2018: অতিথি হয়ে এদেশে এসেছে আফগানিস্তান। দেশের প্রতিবেশী রাষ্ট্রটির টেস্ট অভিষেক হল ভারতের বিরুদ্ধে খেলেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-আফগানিস্তান ঐতিহাসিক টেস্ট।

Advertisment

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন। আর এদিনই পবিত্র ঈদ। খেলা শুরুর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশেষ দিন উদযাপন করলেন রশিদ খান ও আসগর স্ট্যানিকজাই। সাদা জার্সি গায়ে চাপানোর আগে ট্র্যাডিশনল পাঠানি কুর্তা-পাজামা পরেই সেলিব্রেট করলেন আসগর অ্যান্ড কোং। বিসিসিআই-এর থেকেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

টেস্টের দ্বিতীয়  দিনের প্রথম ইনিংসে কার্যত ব্য়াটিং বিপর্যয়ের মুখে পড়ল আফগানিস্তান। ২৭.৫ ওভারে মাত্র ১০৯ রানে থেমে গেল আফগানিস্তান । ৩৬৫ রানে এগিয়ে থেকে আফগানদের ফলো-অন করাল টিম রাহানে। ব্য়াট হাতে তেমন কেরামতি দেখাতে না পারলেও বল হাতে কিছুটা চমক দেখিয়েছে টেস্ট ক্রিকেটের এই নবাগত দল। ভারতের দুই ওপেনার মুরলী বিজয় (১৬৩ বলে ১০৫) ও শিখর ধাওয়ানের (৯৬ বলে ১০৭) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৭৪ রান তুলেছিল টিম ইন্ডিয়া।

India vs Afghanistan
Advertisment