Advertisment

খালি পায়ে মাঠে নামল কোহলির টিম ইন্ডিয়া! কারণ চমকে যাওয়ার মত

অস্ট্রেলিয়া যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে। টসে জিতে সিডনিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খালি পায়ে মাঠে নামল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যোগ দিল অস্ট্রেলিয়ানরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামার আগেই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল সিডনির মাঠে। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের সম্মান প্রদর্শনের জন্য এমন কীর্তি। এরাই অজি মুলুকের আসল বাসিন্দা।

Advertisment

জনজাতিদের সম্মান দেখানোর জন্যই দুই দেশের ক্রিকেটাররা খালি পায়ে বৃত্তাকরে দাঁড়ালেন। যাকে পোশাকি ভাষায় বলা হয় বেয়ারফুট সার্কেল। কী এই বেয়ারফুট সার্কেল তা বোঝাতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, "এই দেশের যারা প্রথাগত মালিক তাদের ক্রিকেটীয় শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশে এমন করা হয়েছে। এর উদ্দেশ্য তাদের এবং এই দেশকে সম্মান জানানো। খালি পায়ে করার তাৎপর্য হল, আমরা প্রত্যেকেই মাটির কাছাকাছি। সকলেই সমান। প্রত্যেকের পাশে আমাদের দাঁড়াতে হবে। বৃত্তাকার হওয়া জাতি বিদ্বেষ হটিয়ে পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী হওয়ার বার্তা দেয়।"

আরো পড়ুন: মারাদোনার সঙ্গে একটাও ছবি নেই! আক্ষেপ নিয়েই কফিনবন্দি দিয়েগোর ‘শিক্ষক’

অতিমারীর পর এই প্রথম খেলতে নামছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে। টসে জিতে সিডনিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মনীশ পান্ডে, শুভমান গিল, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর এবং নটরাজনকে বাইরে রেখে প্রথম একাদশ সাজানো হয়েছে। শেষ খবর অনুযায়ী, প্রথম ব্যাট করতে নেমে বিনা উইকেটে অস্ট্রেলিয়া ১৩ ওভারে ৬৩ তুলেছে।

ভারতের প্রথম একাদশ:

মায়াঙ্ক আগারওয়াল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চাহাল

অস্ট্রেলিয়া প্রথম একাদশ:

ডেভিড ওয়ার্নার, ফিঞ্চ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস স্টোয়িনিস, ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাম্পা, জোশ হ্যাজেলউড

Follow Live Updates HERE

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment