Advertisment

১৯ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান, দেখে নিন এশিয়া কাপের সম্পূর্ণ সূচি

ফের একবার সময় এসে গিয়েছে। বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়া কাপ দেখবে চিরাচরিত ইন্দো-পাক প্রতিদ্বন্দ্বীতা।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Pakistan

বোর্ডের কাছে ৭০ মিলিয়ন ডলারের দাবি পিসিবি-র, খারিজ আইসিসি-র (ছবি টুইটার)

ফের একবার সময় এসে গিয়েছে। বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়া কাপ দেখবে চিরাচরিত ইন্দো-পাক প্রতিদ্বন্দ্বীতা। গতবছর শেষবার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। ২০১৭-র ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল এই দুই দেশ। লন্ডনের কেনিংটন ওভালে বিরাট কোহলির ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরজ আহমেদের পাকিস্তান।

Advertisment

গতবার ২০১৬-তে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। সেবার টি-২০ ফর্ম্যাটে খেলা হয়েছিল। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজক দেশ বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এশিয়া কাপে ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতবার টোয়েন্টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হয়েছিল। এবার পঞ্চাশ ওভারের খেলা।

আরও পড়ুন: ফকরের দ্বি-শতরানে ওয়ান-ডে ক্রিকেটে ইতিহাস পাকিস্তানের

আইসিসি-র পাঁচ পূর্ণ সদস্য-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। কোয়ালিফায়ার খেলে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করবে আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ওমান, নেপাল, মালয়েশিয়া, ও হংকং। গ্রুপ ‘এ’-তে ভারত, পাকিস্তান, ও কোয়ালিফায়ারে খেলা দলগুলো রয়েছে। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে শীর্ষস্থানাধিকারী দুটি করে দল সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে। ২৮ সেপ্টেম্বর দুবাইতে হবে ফাইনাল।

আরব আমির শাহিতে হবে এবারের টুর্নামেন্ট। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের যবনিকা উঠবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। ১৮ সেপ্টেম্বর কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ভারত। এর পরদিনই হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলবে কোহলি অ্যান্ড কোং।

২০১৫-র ২৯ অক্টোবর এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সিঙ্গাপুরে বৈঠকে বসেছিল। তখন বিসিসিআই-এর  প্রাক্তন সচিব অনুরাঠ ঠাকুর বলেছিলেন যে, ২০১৮-তে ভারতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। কিন্তু চলতি বছর এপ্রিলে এসিসি-র বৈঠকে সিদ্ধান্ত হয় যে, টুর্নামেন্ট ভারত থেকে সরে আরব আমিরশাহিতে চলে আসে। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখে নিন এশিয়া কাপের পূর্ণ সূচি:

গ্রুপ পর্যায়:

১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)

১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার (দুবাই)

১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবু ধাবি)

১৮ সেপ্টেম্বর-ইন্ডিয়া বনাম কোয়ালিফায়ার (দুবাই)

১৯ সেপ্টেম্বর- ইন্ডিয়া বনাম পাকিস্তান (দুবাই)

২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আহু ধাবি)

সুপার ফোর

২১ সেপ্টেম্বর- গ্র্প ‘এ’-র বিজয়ী বনাম গ্র্প ‘বি’-র রানার্স (দুবাই)

২১ সেপ্টেম্বর- গ্র্প ‘বি’-র বিজয়ী বনাম গ্র্প ‘এ’-র রানার্স (আবু ধাবি)

২৩ সেপ্টেম্বর- গ্র্প ‘এ’-র বিজয়ী বনাম গ্র্প ‘এ’-র রানার্স (দুবাই)

২৩ সেপ্টেম্বর- গ্র্প ‘বি’-র বিজয়ী বনাম গ্র্প ‘বি’-র রানার্স (আবু ধাবি)

২৫ সেপ্টেম্বর- গ্র্প ‘এ’-র বিজয়ী বনাম গ্র্প ‘বি’-র বিজয়ী (দুবাই)

২৬ সেপ্টেম্বর- গ্র্প ‘এ’-র রানার্স বনাম গ্র্প ‘বি’-র রানার্স (আবু ধাবি)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর (দুবাই)

Advertisment