FIFA World Cup Qualifier: আগামী ১৫ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় ম্য়াচ খেলবে সুনীল ছেত্রী অ্যান্ড কোং। সেই ম্য়াচের জন্য় ২৯ সদস্যের সম্ভাব্য় দল ঘোষণা করলেন ইগর স্টিম্য়াচ। ফের একবার সুনীলদের হেডস্য়ার দলে রাখলেন না এটিকে-র স্ট্রাইকার জবি জাস্টিনকে। অন্যদিকে স্টিম্য়াচ কার্ড সমস্য়ার জন্য় পাচ্ছেন না মিডফিল্ডার রাউলিন বর্জেসকে।
-->
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ফ্য়ানেদের যুবভারতী ভরানোর আবেদন স্টিম্য়াচের
২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্য়াচেই হারতে হয়েছিল ভারতকে। শেষ মুহূর্তের গোলে ওমান ২-১ ম্য়াচ জিতে নিয়েছিল। কিন্তু পরের ম্য়াচেই টিম ইন্ডিয়া দুরন্ত ঘুরে দাঁড়িয়েছিল। দোহারে গিয়ে কাতারকে রুখে দিয়েছিলেন স্টিম্য়াচের শিষ্য়রা। এএফসি এশিয়ান কাপ জয়ী কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। ওমান ও কাতারের বিরুদ্ধে দলে ছিলেন না রেনিয়ার ফার্নান্ডেস, হোলিচরন নার্জারি, জেরি লালরিনজুয়ালার মতো ফুটবলাররা। মনে করা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে তাঁদের মাঠে দেখা যেতে পারে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পুরো দল:
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও কমলজিত সিং
ডিফেন্ডার: প্রীতম কোটাল, নিশু কুমার, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, নরেন্দর, স্বার্থক গোলুই, আনাস এডাথোডিকা, আনওয়ার আলি জুনিয়র, মন্দার রাও দেশাই, শুভাশিস বসু ও জেরি লালরিনজুয়ালা
-->
মিডফিল্ডার: উদান্ত সিং, নিখীল পুজারি, বিনীত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল সহল, রেনিয়ার ফার্নান্ডেজ, ব্র্য়ান্ডন ফার্নান্ডেস, হলিচরন নার্জারি, লালরিনজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, বলবন্ত সিং, মনবীর সিং ও ফারুক চৌধুরি