India-Australia ICC Champions Trophy Semi-Final: Fans in Varanasi Offer Special Prayers: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় চাই। তার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। শোধ নিতে হবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের। এজন্য পারফরম্যান্স কম পড়লে ভরসা মহাদেব। যিনি অসহায়ের সহায়। এই লক্ষ্যে সোমবার দেশজুড়ে মেন-ইন-ব্লুর জন্য প্রার্থনায় মগ্ন হলেন ভক্তরা। সঙ্গে চলল, মাঝে মধ্যে খেলার রেজাল্ট জেনে নেওয়া। প্রিয় দল একটু বিপাকে পড়ছে মনে হলেই প্রার্থনার গতি বাড়িয়ে দিলেন টিম ইন্ডিয়ার অনুরাগী, মন্দিরে জড় হওয়া ভক্তরা।
সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ল, সেই সব প্রার্থনার ছবি। এক ভিডিওতে দেখা গেছে, বারাণসীর সারাঙ্গনাথ মন্দিরে ক্রিকেটপ্রেমীরা ভারতের জয়ের জন্য বিশেষ পূজা করছেন। শিবলিঙ্গে দুধ ঢালছেন। ভক্তরা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির মত ভারতীয় তারকা ক্রিকেটারদের পোস্টারও সঙ্গে এনেছিলেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করে মন্ত্রপাঠের মাধ্যমে দেবাদিদেবের পুজো করলেন মন্দিরের পুরোহিতরাও। মন্দিরের দেওয়ালে ২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মভাবে জয়ী অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও সনৎ জয়সুরিয়ার পোস্টার এবং শিবের ছবিও টাঙিয়ে দিয়েছিলেন ভক্তরা।
এব্যাপারে, এক ক্রিকেট ভক্ত বললেন যে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ফাইনালে উঠবেই। তিনি আরও বলেন, 'আমরা সারাঙ্গনাথ শিব মন্দিরে ভারতের জয়ের জন্য বিশেষ প্রার্থনা করেছি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ওপর আমাদের অনেক আশা। বিরাট কোহলিও যেন পাকিস্তানের বিরুদ্ধে খেলা দুর্দান্ত ইনিংসের মত আবারও একটা দুর্দান্ত ম্যাচ খেলেন, এই প্রার্থনা করেছি। আমাদের বিশ্বাস, ভারত অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছবে।'
আরও পড়ুন- অস্ট্রেলিয়া ১০ উইকেটে ৪৯.৩ ওভারে ২৬৪
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে চলা এই বহু প্রতীক্ষিত ম্যাচটি ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম একদিনের লড়াই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে, অন্যদিকে অস্ট্রেলিয়া শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে, বৃষ্টির কারণে তাদের দুটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। মঙ্গলবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। তুলেছে ১০ উইকেটে ৪৯.৩ ওভারে ২৬৪ রান।