Advertisment

India vs Australia Live Score: হিসেব উল্টে দিয়ে সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া

India vs Australia 1st ODI Live Score Updates: একা কুম্ভ রোহিতের ১৩৩ শেষ বিচারে মূল্যহীনই রয়ে গেল। আত্মবিশ্বাসী জয় দিয়ে সিরিজ শুরু করল ফিঞ্চের টিম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‎India vs Australia Match 1st ODI Live Cricket Score Updates: একদিনের সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হার ভারতের। অজিদের ২৮৮-৫ দুর্লঙ্ঘ্য ছিল না। রান তাড়া করায় বিখ্যাত কোহলির টিম তবু থেমে গেল ২৫৪ -৯-এ। টপ অর্ডারের তিনজন, ধাওয়ান-কোহলি-রায়াডুকে ১৫ রানের মধ্যে হারানোর ঝটকা কিছুটা সামলে টার্গেটের দিকে এগোচ্ছিলেন রোহিত-ধোনি। কিন্তু আস্কিং রেট একটা সময় নাগালের বাইরে চলে যায় ধোনির ঢিকিরঢিকির ব্যাটিংয়ে। ৯৬ বলে করা তাঁর ৫১-র মাশুল দিতে হল দিনের শেষে।

Advertisment

একা কুম্ভ রোহিতের ১৩৩ শেষ বিচারে মূল্যহীনই রয়ে গেল। আত্মবিশ্বাসী জয় দিয়ে সিরিজ শুরু করল ফিঞ্চের টিম। পরের ম্যাচগুলোয় এখন বিরাটদের ফিরে আসার লড়াই।

Ind vs Aus Live Score

3.45 pm: আর এক ওভার বাকি, ভারতের স্কোর ২৪৭/৮, বিস্তারিত নিষ্প্রয়োজন।

3.38 pm: দুরন্ত স্পেল শেষ করলেন রিচার্ডসন, দশ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট। ভারতকে ভাঙার মূল কারিগর আজ তিনিই।

publive-image আজকের হতাশ নায়ক

3.35 pm: বাকি চার ওভারের খেলা এখন নিয়মরক্ষার। টপ অর্ডারের ব্যর্থতা আর ধোনির অনাবশ্যক ডিফেন্সিভ ব্যাটিংয়ের মাশুল দিল ভারত। মাত্রাতিরিক্ত চাপ হয়ে গিয়েছিল রোহিতের উপর। যথাসাধ্য করেছেন একক বিক্রমে, কিন্তু সঙ্গী পেলেন না শেষবেলায়।

3.32 pm: আউট! রোহিত শর্মা (কট ম্যাক্সওয়েল বোল্ড স্টোইনিস, ১৩৩)

3.26 pm: পাঁচ ওভারে ৭৫ চাই। সিরিজের প্রথম ম্যাচে শেষ হাসি হাসতে চলেছে অস্ট্রেলিয়া। রোহিতের একক লড়াইয়ে শেষরক্ষা হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণতম।

publive-image আশা ছাড়েননি সিডনির ভারতীয় দর্শকরা

3.25 pm: জাদেজা ডিপ পয়েন্টে ক্যাচ তুলে আউট। একা রোহিত আর কত করবেন? অলৌকিক কিছু না ঘটলে হারতে চলেছে ভারত।

3.22 pm: আউট! জাদেজা (কট মার্শ, বোল্ড রিচার্ডসন, ৮)

3.20 pm: ম্যাচ বেরিয়ে যাচ্ছে ভারতের হাত থেকে। ৩৬ বলে ৭৬ চাই। রোহিত তবু মরিয়া চেষ্টা চালাচ্ছেন। পরপর ছয়-চার মারলেন স্তোইনিসকে।

3.15 pm: ৪৫ বলে দরকার ৮৯ রান, হাতে পাঁচ উইকেট। লায়নকে বিশাল ছক্কা রোহিতের।

3.05 pm: রোহিতের সেঞ্চুরি! একা কুম্ভ হয়ে আজ টেনেছেন ভারতকে। অনবদ্য ইনিংস, কোন প্রশংসাই যথেষ্ট নয়। সাবাশ রোহিত!

publive-image সেঞ্চুরির মুহুর্ত, মৃদু উল্লাস

3.04 pm: ওভার পিছু দশ করে চাই। খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। বাংলা হিসেব, যতক্ষণ রোহিত, ততক্ষণ ভারত।

3.02 pm: ধোনির আউট নিয়ে বিতর্ক আছে, তবে এই ম্যাচ ভারত হারলে প্রশ্ন উঠতে বাধ্য ধোনির স্ট্রাইকরেট নিয়ে। প্রায় একশো বল খেলে পঞ্চাশ করার পর, সেট হয়ে যাওয়ার পর আউট হয়ে গেলে প্রশ্ন ওঠাই উচিত।

3.00 pm: আউট! কার্তিক (বোল্ড রিচার্ডসন, ১২)

2.55 pm: চোখের নিমেষে ৯৮ রোহিতের, হতভাগ্য সিডলের ওভারে দুটো চার মেরে

2.50 pm: হিসেবটা জলের মতো সোজা। ভারতের দরকার ১২৮ রান, হাতে আছে ১৩ ওভার। রোহিতের সেঞ্চুরি হতে বাকি ১৫ রান। ঝড় উঠবে কি?

publive-image ধোনির আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক

2.35 pm: হক আইয়ের রিভিউতে পরিষ্কার, আউট ছিলেন না ধোনি, কিন্তু ভারতের আর রিভিউ অবশিষ্ট নেই, কাজেই আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া গতিও নেই।

2.30 pm: আমাদের প্রশস্তি মাঝপথে থামিয়ে দিয়েই প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন মাহি। ভারতের স্কোর ৩৩ ওভারে ১৪৪/৪

2.27 pm: আউট! এম এস ধোনি (এলবিডব্লিউ বেহরেনডর্ফ, ৫১)

2.25 pm: বলতে বলতেই পঞ্চাশে পৌঁছলেন ভারতের সম্ভবত সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান। প্রায় ১০০ টা বল খেলেছেন ঠিকই, কিন্তু একটা দিক ধরেও রেখেছেন।

publive-image মাহির পঞ্চাশ

2.20 pm: ধোনির কি স্ট্রাইক রোটেট করার ক্ষমতা কমে আসছে? ৩১ তম ওভারে উঠলো মাত্র এক রান। দলের স্কোর ১৩৪/৩

2.10 pm: বেহরেনডর্ফকে দুটো চার মেরে ব্যক্তিগত স্কোর ৬৭ তে নিয়ে এলেন রোহিত। দলের প্রয়োজনীয় রান রেট প্রায় আট।

2.00 pm: ৭৯ বলে ৪১ করে ময়দান কামড়ে পড়ে আছেন ধোনি। তাঁর বিশ্ববিখ্যাত ফিনিশিংয়ের আশায় দল। ভারতের স্কোর ১০৮/৩, ২৭ ওভারের খেলা শেষ।

1.55 pm: ইনিংসের আর অর্ধেক বাকি। ২৫ ওভারের শেষে ৯৯ ভারতের। ৬৬ বলে ৫২ রানে রোহিত।

1.50 pm: লড়াকু ইনিংস রোহিতের, চার মেরে পৌঁছে গেলেন পঞ্চাশে। আপাতত ভারতের সমস্ত আশা ভরসার ধারক বাহক।

publive-image পঞ্চাশে পৌঁছলেন রোহিত

1.45 pm: সিডল এবং স্টোইনিসের ওভারে যথাসম্ভব দ্রুত রান করার চেষ্টা করবে ভারতের ব্যাটিং জুটি। এবার বোলিংয়ে এলেন ম্যাক্সওয়েল, শুরুতেই চার ধোনির।

1.40 pm: স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গতি বাড়িয়ে ৫৭ বলে ৪০ রান রোহিতের। যথাযোগ্য সঙ্গত ধোনির।

1.30 pm: ১৯ ওভার শেষ, ভারতের স্কোর ৬৩/৩, ইনিংসে একটিও চার মারেন নি কেউ, চার চারটে ছক্কা কিন্তু মেরেছেন রোহিত এবং ধোনি মিলে, রোহিত তিন, ধোনি এক।

1.20 pm: ১৬ ওভারের পর ড্রিঙ্কস, অতি সযত্নে নতুন করে ইনিংস গড়ছেন রোহিত এবং ধোনি। ভারত ৪৭/৩

1.13 pm: আবার ছক্কা! এবার লায়নকে ধোনি! ভারতের ব্যাটিং দেবতা কি একটু হলেও মুখ তুলেছেন? ১৫ ওভারের শেষে ভারত ৪৪/৩



1.10 pm: দমবন্ধ অচলাবস্থা কাটিয়ে অবশেষে সিডলকে ছক্কা হাঁকালেন রোহিত। নড়েচড়ে বসল স্কোরবোর্ড।

1.05 pm: মেডেন ওভারের শেষে প্রশ্ন উঠছেই অবধারিত: ঋষভ পন্থের বদলে ধোনিকে সুযোগ দিয়ে কি ভুল করেছেন নির্বাচকরা?

1.00 pm: ১২ ওভার শেষ, অস্ট্রেলিয়ার বোলাররা রীতিমত জাঁকিয়ে বসেছেন ভারতের ওপর। স্কোর ২৬/৩, রোহিতের অবদান ৩৩ বলে ১২ রান, ধোনির ২৯ বলে ৬

12.45 pm: ইতিমধ্যে ভারতের হয়ে ১০,০০০ ওডিআই রান করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে এই নজির গড়েছেন স্রেফ চারজন।

publive-image ১০,০০০ রান হয়েছে ঠিকই, কিন্তু দল ভালো জায়গায় নেই

12.40 pm: আর উইকেট পড়ে নি ভারতের, সেটাই আপাতত খবর। রানের কথা ভুলে গিয়ে টিকে থাকার লড়াইয়ে রোহিত-মাহি। সাত ওভারের শেষে ১৪/৩

12.30 pm: পড়ে নিজের চোখকে বিশ্বাস না করতে পারলেও, ভারতের স্কোর পাঁচ ওভারের শেষে ১১/৩, ম্যাচের ষষ্ঠ ওভারে ময়দানে এম এস ধোনি। মিছিল করে প্যাভিলিয়নে ফিরলেন ধাওয়ান, কোহলি, রায়ুডু। সৌজন্যে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং।



12.25 pm: আউট! আউট! দুজন পরপর! কোহলি (কট স্টোইনিস বোল্ড রিচার্ডসন, ৩), রায়ুডু (এলবিডব্লিউ রিচার্ডসন, ০)

12.15 pm: স্কোর আপাতত ১/১, ময়দানে বিরাট কোহলি-রোহিত শর্মা। কষে সিট বেল্ট বেঁধে ফেলুন।

publive-image ধাওয়ানের উইকেট তুলে নিয়ে উল্লসিত বেহরেনডর্ফ

12.10 pm: আউট! ধাওয়ান (এলবিডব্লিউ বেহরেনডর্ফ, ০)

12.05 pm: শুরু হলো দ্বিতীয় ইনিংস। বিরতির সময় দেওয়া এক সাক্ষাৎকারে শন মার্শ বললেন, উইকেটের গতি কমে এসেছে, অতএব ২৮৮ যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর।

11.35 am: শেষ ওভারে বেধড়ক মার খেলেন ভুবি, বিলিয়ে দিলেন ১৮ রান, তবু ৩০০ হলো না অস্ট্রেলিয়ার। ইনিংস শেষ হলো ২৮৮ রানে। তবে শেষ দশ ওভারে উঠেছে ৯৩ রান। বলার অপেক্ষা রাখে না, ওই দশ ওভারে বুমরার অনুপস্থিতি বিলক্ষণ টের পেয়েছে ভারত।

11.20 am: দলের স্কোর ২৫৭/৫, হাতে আর মেরেকেটে দুই ওভার, এই অবস্থায় অবশেষে ময়দানে নামলেন গ্লেন ম্যাক্সওয়েল।

publive-image বিপজ্জনক হ্যান্ডসকম্বকে সরালেন ভুবি

11.18 am: আউট! হ্যান্ডসকম্ব (কট ধাওয়ান, বোল্ড ভুবনেশ্বর, ৭৩)

11.15 am: কিঞ্চিৎ বিস্ময়করভাবেই নিষ্ক্রিয় স্টোইনিস। পার্টনারের ওপর রান করার ভার দিয়েই যেন ক্ষান্ত। ম্যাক্সওয়েলের অনুপস্থিতি আরো বিস্ময়কর। তিনশোর ধারেকাছেও পৌঁছলো না অস্ট্রেলিয়া।

11.07 am: ৪৬ ওভারের শেষে ২৪০/৪, মোটামুটি একাই লড়ছেন হ্যান্ডসকম্ব। ভুবির এই ওভারে প্রাপ্তি দুটি বাউন্ডারি।

10.57 am: মহামূল্য একটি ইনিংস খেলছেন হ্যান্ডসকম্ব। কুলদীপের ওভারে পাহাড়প্রমাণ দুটি ছক্কা হাঁকালেন, দলের স্কোর পৌঁছে গেল ২২২/৪ এ, সঙ্গে নিজের পঞ্চাশটাও করে ফেললেন।

publive-image হ্যান্ডসকম্ব কি পারবেন ঝড় তুলতে?

10.55 am: শেষ বাউন্ডারি এসেছিল ৩৭ বল আগে। এখনো ৩০০ দূর অস্ত।

10.48 am: অবশেষে ২০০, যদিও ৪২ ওভার প্রায় শেষ। তিনশোর কাছাকাছি পৌঁছতে গেলে একটা ঝোড়ো ইনিংস দরকার অজিদের। শেষ দশ ওভারে অন্তত নব্বই চাই। তবেই লড়াইয়ের জায়গায় থাকবে ফিঞ্চের টিম।

10.40 am: আর দশ ওভার বাকি। ১৯৫/৪ থেকে স্কোর ৩০০ র বেশি করতে হলে দরকার ধুন্ধুমার ব্যাটিং। কেন এখনো ড্রেসিং রুমে ম্যাক্সওয়েল?

10.33 am: ৩৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার ১৮৯/৪, মার্শের উইকেট খুইয়ে এখন গ্লেন ম্যাক্সওয়েলের ভরসায়, যদিও এখনও নামলেন না তিনি।

publive-image মার্শের উইকেট হারিয়ে কতটা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া?

10.30 am: আউট! শন মার্শ (কট শামি বোল্ড কুলদীপ, ৫৪) 

10.25 am: বোলিংয়ে ভুবি-খলিল। একজনের ইকোনমি রেট ৩.৮০, একজনের ৬.৮৭

10.20 am: ৩৫ ওভারের শেষে ১৭১/৩। পঞ্চাশ ছুঁই ছুঁই মার্শ, ভুবিকে পরপর দুটি চার হ্যান্ডসকম্বের। ইনিংসের শেষ ১৫ ওভারে গতি বাড়াতে মরিয়া অস্ট্রেলিয়া।

10.10 am: ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে হলে এই উইকেটে দরকার ন্যূনতম ৩০০। সেক্ষেত্রে বড়ো ভূমিকা থাকবে মার্শ ও ম্যাক্সওয়েলের।



10.00 am: ৩২ ওভারের শেষে ১৫০ ছুঁল অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, মার্শ আপাতত আশার আলো।

9.53 am: ২৯ ওভারের শেষে ১৩৩/৩ অস্ট্রেলিয়া। ঠিক যখন পার্টনারশিপ থিতু হচ্ছিল। ব্যাট করতে নামলেন হ্যান্ডসকম্ব, কিন্তু এই অবস্থায় কি ম্যাক্সওয়েল কার্যকরী হতেন বেশি?

9.48 am: আউট! উসমান খোয়াজা (এলবিডব্লিউ জাদেজা, ৫৯)

9.40 am: ধীরগতিতে হলেও ম্যাচে ফিরছে অস্ট্রেলিয়া। ষষ্ঠ বোলারের অনুপস্থিতি টের পাচ্ছে ভারত।

publive-image খোয়াজা ও মার্শের হাত ধরে ছন্দে ফিরছে অস্ট্রেলিয়া

9.35 am: প্রায় সবার অজান্তেই ৫০ করে ফেললেন উসমান খোয়াজা। খোয়াজা-মার্শ জুটির অবদান এখন পর্যন্ত ৭৬ রান।

9.28 am: ২৩ ওভারে ১০০ অস্ট্রেলিয়ার। ইনিংস গড়ছেন খোয়াজা-মার্শ, কিন্তু অধৈর্য্য হয়ে পড়ছেন ফ্যানেরা। স্কোর ১০৪/২

9.25 am: বোলিংয়ে রায়ুডু-জাদেজা। এঁদের ওভারে রান তোলার চেষ্টা থাকবে অজিদের। পাঁচ বোলারে খেলছে ভারত। সিক্সথ বোলারের অপশন নেই আজ কোহলির। মানে দাঁড়াচ্ছে, বোলারদের ভুলচুক করার জায়গা আজ বিশেষ নেই।

9.15 am: ২০ ওভারের শেষেও ১০০ এলো না অস্ট্রেলিয়ার। টুইটার জুড়ে সমালোচনায় মুখর অনুরাগীরা।

9.10 am: ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার ৭৮/২, ধরে খেলছেন খোয়াজা এবং মার্শ। কেউ কেউ বলবেন, একটু বেশিই ধরে খেলছেন।



9.00 am: আজ শন মার্শ তাঁর কেরিয়ারের ৬১ তম ওডিআই খেলছেন। দশ বছর আগে প্রথম ওডিআই খেলেন যেদিন, তারপর থেকে অস্ট্রেলিয়া ২৪০ টি ওডিআই খেলেছে। শন খেলেছেন তার মধ্যে ৬০ টি।

8.50 am: মিডল ওভারগুলোয় একটা বড় পার্টনারশিপ চাই এখন অজিদের। লম্বা ইনিংস খেলতে হবে খোয়াজাকে, সঙ্গত দিতে হবে মার্শকে। আগামী দশ ওভারের মধ্যে আরও উইকেট পড়লে ঘোর বিপাকে পড়বে অস্ট্রেলিয়া।

8.43 am: এগারো ওভার শেষে অস্ট্রেলিয়ার ৫২/২, উসমান খোয়াজার ব্যাট থেকে বড়ো স্কোরের আশায় টিম।

publive-image নিজের প্রথম ওভারেই নিশানা খুঁজে পেলেন কুলদীপ

8.39 am: ঘাতক কুলদীপ নিজের প্রথম ওভারেই। দশ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

8.37 am: আউট! ক্যারে (কট রোহিত, বোল্ড কুলদীপ, ২৪)

8.35 am: দশম ওভারে স্পিন! বল কুলদীপের হাতে। কুলদীপ-চাহলের কুড়ি ওভার আজ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

8.32 am: আক্রমণে শামি। প্রথম ওভারে টাইট বোলিংয়ে দিলেন মাত্র দুই রান।

8.27 am: আট ওভারে ৩৫ -১, ভুবি অভ্রান্ত থাকলে কী হবে, অন্যদিকে খলিলের চার ওভারে এসেছে ২৪ রান। তরুণ পেসার বেগ পাচ্ছেন লাইন লেংথের নিয়ন্ত্রণে।

8.20 am: ছয় ওভারে ২৭/১ ব্যাগি গ্রিনদের। শুরুর ওভারগুলোয় অন্তত রানরেট আহামরি কিছু নয়।

8.17 am: এই মাঠে শেষ পাঁচটা ম্যাচে প্রথমে ব্যাট করা টিমের গড় রান ৩২৭। এই পিচে লুজ বলের কোন জায়গা নেই।

8.10 am: চার ওভারের শেষে অস্ট্রেলিয়া ২০/১, হাত খুলছেন ক্যারে। খলিলের এই ওভারে পরপর দুটি চার মারলেন তিনি।

8.07 am: ব্যক্তিগত মাইলস্টোনের সামনে আজ ধাওয়ান আর ভুবনেশ্বর। একদিনের ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করতে ধাওয়ানের চাই আর ৬৫ রান।ভুবনেশ্বরের দরকার ছিল আর একটি উইকেট, একদিনের আন্তর্জাতিকে একশো উইকেটের লক্ষ্যে পৌঁছতে। ফিঞ্চের উইকেটে লক্ষ্যপূরণ।

8.05 am: আউট! অধিনায়ক অ্যারন ফিঞ্চ (বোল্ড ভুবনেশ্বর, ৬)

8.00 am: ধীরেসুস্থে শুরু করলো অস্ট্রেলিয়া। আজ কেদার যাদবের অনুপস্থিতি কি ভোগাবে ভারতীয় বোলারদের? হর্ষ ভোগলে তাই মনে করেন।



7.45 am: 'কফি উইথ করণ' অনুষ্ঠানে বেফাঁস মন্তব্যের জন্য হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল সাসপেন্ড হওয়ায় অলরাউন্ডার হিসাবে জাদেজার অন্তর্ভুক্তি নিশ্চিত ছিল, কিন্তু কেদারের বাদ পড়া অবাক করেছে অনেককেই।

7.40 am: ভারতের এগারো থেকে বাদ কেদার যাদব!

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ুডু, এম এস ধোনি (উইকেট), দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেট), শন মার্শ, উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, জে রিচার্ডসন, নাথান লায়ন, পিটার সিডল, জেসন বেহরেনডর্ফ

7.25 am: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। সিডনিতে পাটা উইকেট। রানের ঠিকানা লেখা বাইশ গজ। বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে।

publive-image টসের মুহুর্ত। ব্যাট করছে অস্ট্রেলিয়া

6.00 am: যাঁরা সকাল সকাল উঠে পড়েছেন ম্যাচের হালহকিকতের খোঁজে, তাঁদের জন্য সুখবর।আবহাওয়া অফিস জানাচ্ছে, রোদের দাপট থাকবে দিনভর। সিডনি টেস্টে যেভাবে ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি, তার সম্ভাবনা আজ নেই বললেই চলে। ঝড়জল নয়, আজকের ক্রিকেটে ভরপুর রোদ্দুর।

একদিকে সদ্য ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ওঠা টগবগে টিম ইন্ডিয়া, অন্যদিকে টিমে বহু অদলবদল ঘটানো অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। চার ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ সিডনিতে মুখোমুখি দুই দল। তার পরেই ফেব্রুয়ারি মাসে আবার ভারতে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে তারা। আর কয়েক মাস পরেই ইংল্যান্ডে বিশ্বকাপ। তার মহড়া হিসাবেই এই দুটি সিরিজকে দেখছে ভারত।

cricket Cricket Australia
Advertisment