দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে হৃৎকম্প ভারতীয় শিবিরে। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে গেছে। প্যাভিলিয়নে ফিরে গেছেন বিরাট কোহলি। মাত্র ১১২ রান তুলতেই পাঁচ উইকেট পড়ে গেছে ভারতের। ভারতকে হার এড়াতে গেলে করতে হবে আরও ১৬৫ রান। পার্থের পিচে যা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
সোমবার ২৪৩ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। লোকেশ রাহুল ইনিংসের চতুর্থ বলে মাইকেল স্টার্কের বলে বোল্ড হন। টেঁকেননি চেতেশ্বর পুজারাও। তিনি হ্যাজেলউডের বলে ৪ রানে আউট হন। অন্য ওপেনার মুরলী বিজয়ের সঙ্গে বিরাট কোহলি ধাক্কা সামলাবেন আশা করেছিল ভারতীয় শিবির। কিন্তু নাথান লিয়ঁর সোজা বলে ব্যক্তিগত ১৭ রানের মাথায় উসমান খোয়াজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্যাপ্টেন। ঠিক তার পরের ওভারেই খোয়াজার বলে আউট হন মুরলী বিজয়। অজিঙ্ক রাহানে এবং হনুমাঁ বিহারী যখন প্রতিরোধ গড়ে তুলবেন বলে মনে হচ্ছিল, তখনই, খেলা শেষ হওয়ার ঠিক আগে আউট হন রাহানে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৩০ রান।
আরও পড়ুন, কেরিয়ারের সেরা বোলিং শামির, পার্থে ভারতের টার্গেট ২৮৭
এদিন অস্ট্রেলিয়া ইনিংসের সময়ে ফের বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন দুই দলের অধিনায়ক। স্টাম্প মাইকে একে অপরের দিকে ছুড়ে দেওয়া বাক্যবাণ ধরাও পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার ক্রিস গ্যাফানি। দুজনকেই ডেকে খেলায় মন দেওয়ার নির্দেশ দেন আম্পায়ার।
অস্ট্রেলিয়া এ টেস্টের প্রথম ইনিংসে ৩২৬ রান তুলেছিল। উত্তরে ভারত করে ২৮৩ রান। চার ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে।
এদিকে সিরিজের বাকি দুটি টেস্টে আর খেলতে পারবেন না পৃথ্বী শ। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ময়াঙ্ক আগরওয়ালকে। তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দলে এসেছেন হার্দিক পাণ্ডিয়াও। তৃতীয় টেস্ট খেলা হবে মেলবোর্নে এবং শেষ টেস্ট হবে সিডনিতে।
দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্র্যাকটিস ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পান পৃথ্বী শ। পরের দুটি টেস্টে মুরলী বিজয় বা লোকেষ রাহুলের জায়গায় তাঁরই ওপেন করার কথা ভাবা হচ্ছিল। কর্নাটকের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালকে তাঁর জায়গায় ডাকা হয়েছে।
এ ছাড়া দলে ফিরলেন হার্দিক পাণ্ডিয়াও। কোমরে চোটের জন্য এশিয়া কাপের পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি রণজি ট্রফিতে বরোদার হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৭ উইকেট নিয়েছেন হার্দিক, করেছেন হাফ সেঞ্চুরিও।