Advertisment

Asia Cup 2025: ক্রিকেটের মহাযজ্ঞ বসছে ভারত-বাংলাদেশে! আগামী বছরেই তুলকালাম টুর্নামেন্টের আয়োজক দুই দেশ

Asia Cup 2025: মেগা টুর্নামেন্ট একসঙ্গে আয়োজন করবে ভারত-বাংলাদেশ

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN, t20 World Cup 2024

India vs Bangladesh: ভারতের কাছে টি২০ বিশ্বকাপে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ (টুইটার)

India Bangladesh to host Asia Cup: টি২০ ফরম্যাটে এশিয়া কাপ ২০২৫ আয়োজন করবে ভারত। স্পনসরশিপ অধিকারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (আইইওআই) বা দরপত্র অনুসারে এশিয়া কাপের পরবর্তী দুই সংস্করণের আয়োজক হিসেবে ভারত ও বাংলাদেশের নামে সিলমোহর পড়েছে।

Advertisment

এশিয়া কাপের ইতিহাসে ভারত, আটটি শিরোপা নিয়ে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। পাশাপাশি, শেষবারের চ্যাম্পিয়নও। এর আগে ভারত মাত্র একবার এই টুর্নামেন্টের আয়োজন করেছে। ১৯৯০ সালে সেবার মেন-ইন-ব্লু ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

২০১৬ সাল থেকে, আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে সঙ্গতি রেখে এশিয়া কাপ টি২০ ফরম্যাটেও হচ্ছে। ২০২৬ সালে একটি টি২০ বিশ্বকাপ আছে। পাশাপাশি, এশিয়া কাপের ২০২৫ সংস্করণ টি২০ ফরম্যাটে খেলা হবে। একইভাবে, বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সংস্করণটি একদিনের ফরম্যাটে হবে। কারণ একই বছরে দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। দুটি সংস্করণেই ১৩টি করে ম্যাচ হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ছাড়াও একটি বাছাইপর্বের টুর্নামেন্টের মাধ্যমে এশিয়া কাপের ষষ্ঠ প্রতিযোগী দলকে বাছাই করা হবে।

আরও পড়ুন- বিরাট বৈঠকে বসছেন জয় শাহরা, নিলামের আগেই ভবিষ্যৎ চূড়ান্ত হবে KKR সহ সব ফ্র্যাঞ্চাইজির

৩৪ বছর পর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ভারতে ফেরায় যথারীতি খুশি বিসিসিআই। তার ওপর আবার ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। তার আগে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ আয়োজন করে স্বভাবতই তাক লাগাতে চাইছে বিসিসিআই। তবে পাকিস্তান এশিয়া কাপ খেলতে ভারতে আসবে কি না, সেটা এখনও নিশ্চিত নয়। কারণ, আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে এখনও পর্যন্ত ভারত অনড়।

অতি সম্প্রতি আবার মহিলাদের এশিয়া কাপ শেষ হয়েছে। সেখানে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রথমবার কাপ জিতেছে ভারতকে পরাজিত করে। পরবর্তী মহিলা এশিয়া কাপ হবে দুই বছর পর ২০২৬ সালে। সেটাও টি২০ ফরম্যাটেই। পাশাপাশি, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে পুরুষদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চারবার হবে। তার প্রতিটি সংস্করণে ১৫টি করে ম্যাচ হওয়ার কথা।

Asia Cup Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment