Shahid Afridi on Indian vs Pakistan Cricket: ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ একসময় উত্তেজনার সঞ্চার করত। শিহরণ জাগাত গোটা ক্রিকেট বিশ্বের। জাভেদ মিয়াঁদাদ বনাম কিরণ মোরে, ভেঙ্কটেশ প্রসাদ বনাম আমির সোহেল হোক বা শোয়েব আখতার বনাম বীরেন্দ্র শেওয়াগ- বহু স্মরণীয় ডুয়েল উপহার দিয়েছেন ইন্দো-পাক বাইশ গজের মহারণ।
তবে গত কয়েক বছর ধরেই এই শিহরণের স্রোত সীমিত। আর উত্তেজনা সঞ্চার করে না এই মহারণ। ধারে-ভারে ভারত কয়েক যোজন এগিয়ে গিয়েছে প্রতিবেশী দেশের ক্রিকেটের সামর্থ্যের তুলনায়। এতেই কার্যত একপেশে লড়াই থেকে মুখ ফিরিয়েছে ক্রিকেট জনতার একাংশ।
শাহিদ আফ্রিদির এক পুরোনো ভিডিও হঠাৎ ভাইরাল। যেখানে ইন্দো-পাক দ্বৈরথ নিয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তানের প্রাক্তন এই সুপারস্টার। কীভাবে এতটা এগিয়ে গেল ভারত? আফ্রিদি এক টক শো-য়ে জানিয়েছেন, ভারতের থেকেও পাকিস্তানের হয়ত প্রতিভা বেশি রয়েছে তবে বিসিসিআই প্রতিভাকে পরিচর্যা করার জন্য পরিকাঠামো আমূল বদলেছে। এই ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে পাকিস্তান।
আরও পড়ুন: ‘দাদা’ পাকিস্তানের কাছে হেরে মুখ পুড়ল ‘ভাই’ বাংলাদেশের! থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকেই ছুটি টাইগারদের
আফ্রিদি বলেছেন, "ভারতের মাঠের ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বকাপেই আমরা দেখেছি। তৃণমূল স্তরে পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। এর সুফল পাচ্ছে ভারত।"
ভারত আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলে সাম্প্রতিক অতীতে বহু ম্যাচ বের করেছে। এমনকি পাকিস্তানের বিরুদ্ধেও আসল সময়ে কখনও বিরাট কোহলি-রোহিত শর্মা, কখনও আবার হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংরা জ্বলে ওঠা পারফরম্যান্স করেছে। আফ্রিদি এক্ষেত্রেও দুই দেশের ক্রিকেটারদের মানসিকতার ফারাক তুলে ধরেছেন। জানিয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেটাররা মানসিক কাঠিন্য দিয়ে চাপ সহজ করে ফেলছে। জানাচ্ছেন, আমাকে ভালো খেলতে হবে এবং আমি ভালো খেলব- দুই শব্দ বন্ধনীর মধ্যে ফারাক যতটা, ততটাই মানসিকভাবে তফাৎ হয়ে যাচ্ছে বাবর-কোহলিদের!
এই টক শোয়ে আফ্রিদি বাংলাদেশের ক্রিকেট নিয়েও মুখ খুলেছেন। বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ বরাবর উপভোগ করেছেন তিনি। বাংলাদেশিরা তাঁকে বরাবর সম্মান, ভালোবাসা দিয়েছে, এমনটাও জানান তিনি।