Advertisment

বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ জিতল ভারত

আগামিকাল বিরাট কোহলির ভারত নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ধরমশালায় টি-২০ সিরিজে মুখোমুখি দুই দল। ঠিক তার আগের দিনই কোহলির উত্তরসূরীরা রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল এশিয়া কাপ ফাইনালে।

author-image
IE Bangla Web Desk
New Update
U19 Asia Cup Final: India pips Bangladesh in low-scoring thriller

বাংলাদেশকে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ জিতল ভারত

আগামিকাল বিরাট কোহলির ভারত নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ধরমশালায় টি-২০ সিরিজে মুখোমুখি দুই দল। ঠিক তার আগের দিনই কোহলির উত্তরসূরীরা রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল এশিয়া কাপ ফাইনালে।

Advertisment

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশকে পাঁচ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ধ্রুব জুরেলের টিম ইন্ডিয়া। এই নিয়ে ভারতের ছোটরা সপ্তমবার এই টুর্নামেন্টে চ্য়াম্পিয়ন হল।

এদিন টস জিতে ভারত ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্য়াটিং ভরাডুবিতে ৫০ ওভারের ম্য়াচে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া। ৩২.৪ ওভারই ব্য়াট করতে পেরেছে ধ্রুব অ্যান্ড কোং। ভারতের টপ অর্ডারের মিলিত সংগ্রহ ছিল মাত্র ৬ রান।

আরও পড়ুন: টেস্টে রোহিতের সাফল্য দলের জন্যই গুরুত্বপূর্ণ, বলছেন বাঙ্গার

চারে ব্য়াট করতে এসে ক্য়াপ্টেন ধ্রুব খানিকক্ষণ ক্রিজে ছিলেন। ৫৭ বলে ৩৩ রান করলেন তিনি। ধ্রুব ছাড়াও রানের দেখা পেয়েছেন আটে ব্যাট করতে নামা করণ লাল। ৪৩ বলে ৩৭ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে মৃত্য়ুঞ্জয় চৌধুরি ও শামিম হোসেন তিন উইকেট করে পেয়েছেন। বাকি দু'টি উইকেট তানজিম হাসান শাকিব ও শাহিন আলমের। ভারতের দুই ব্য়াটসম্য়ান রান আউট হয়েছেন।

এই রান তাড়া করতে নেমে ভারতের থেকেও শোচনীয় অবস্থা হয় বাংলাদেশের। ৪০ রানে পাঁচ উইকেট চলে যায় তাদের। ভারতের হয়ে বল হাতে আগুন জ্বালালেন অথর্ব আনকোলেকার। দু'টি মেডেন-সহ আট ওভারে তিনি ২৮ রান দিয়ে পেলেন পাঁচ উইকেট। আকাশ সিং পেয়েছেন তিন উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক আকবর আলির। ৩৬ বলে ২৩ রান করেছেন তিনি। বাংলাদেশের লড়াই থামে ১০৬ রানে। হাতে ছিল ১৭ ওভার।

India Bangladesh
Advertisment