মঙ্গলবার রাতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্য়াচে ভারত-বাংলাদেশ ১-১ ড্র করেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু প্রায় একই সময় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম অ্যান্ড আর্চারি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল এই দুই দেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ভারত পেনাল্টি শুটআউটে ৫-৩ হারিয়ে দিল বাংলাদেশকে।
Advertisment
নির্ধারিত সময় পর্যন্ত খেলা গোলশূন্য় থাকায় ম্য়াচের ভাগ্য় নির্ধারিত হয় টাইব্রেকারে। ভারত এদিন শুরুটা ভাল করেছিল। মাঝমাঠে প্রিয়াঙ্কা সুজেশ ও ডান প্রান্তে আমিশা বাক্সলা দুরন্ত ফুটবল খেলছিল। অন্যদিকে বাংলাদেশও প্রতি আক্রমণ গড়ে তুলেছিল। একটা সময় ভারতের গোলকিপার অদৃজা সরখেলকে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
While the boys fight it out in Kolkata, our U-15 girls have won the penalty shootout, to win the #SAFFU15Women's ???? Championship! ????????