Advertisment

বাংলাদেশকে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়ন ভারত

পেনাল্টি শুটআউটে ভারতে গোলকিপার অদৃজা বাংলাদেশের প্রথম স্পট-কিক বাঁচিয়ে দেন। ভারতের ক্য়াপ্টেন শিলকি দেবীর গোলে ভারত ৫-৩ ম্য়াচ জিতে নেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
India Pip Bangladesh to Clinch SAFF U-15 Women's Championship

বাংলাদেশকে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়ন ভারত (ছবি-টুইটার/ইন্ডিয়ান ফুটবল টিম)

মঙ্গলবার রাতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্য়াচে ভারত-বাংলাদেশ ১-১ ড্র করেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু প্রায় একই সময় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম অ্যান্ড আর্চারি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল এই দুই দেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৫ সাফ চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ভারত পেনাল্টি শুটআউটে ৫-৩ হারিয়ে দিল বাংলাদেশকে।

Advertisment

নির্ধারিত সময় পর্যন্ত খেলা গোলশূন্য় থাকায় ম্য়াচের ভাগ্য় নির্ধারিত হয় টাইব্রেকারে। ভারত এদিন শুরুটা ভাল করেছিল। মাঝমাঠে প্রিয়াঙ্কা সুজেশ ও ডান প্রান্তে আমিশা বাক্সলা দুরন্ত ফুটবল খেলছিল। অন্যদিকে বাংলাদেশও প্রতি আক্রমণ গড়ে তুলেছিল। একটা সময় ভারতের গোলকিপার অদৃজা সরখেলকে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন: India vs Bangladesh Highlights: শেষ মুহূর্তের গোলে ড্র করল ভারত

Football India Bangladesh
Advertisment