Advertisment

পাঁচ উইকেট হারিয়ে ৩৪৬ রানের লিড ভারতের

ভারতের প্রথম ইনিংসের ৪৪৩ রানের জবাবে এদিন মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়  অস্ট্রেলিয়া। যসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতে পারেননি অজি ব্যাটসম্যানরা। বুমরাই একাই ছ’উইকেট তুলে অস্ট্রেলিয়াকে শেষ করে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Australia

পাঁচ উইকেট হারিয়ে ৩৪৬ রানের লিড ভারতের (ছবি-টুইটার)

শুক্রবার মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে দাপট দেখালেন বোলাররা। ১৫টি উইকেট পড়ল সারা দিনে। শুরুতে ভারতের হয়ে আগুন জ্বেলেছিলেন যসপ্রীত বুমরা। শেষটায় কামাল দেখালেন প্যাট কামিন্স।

Advertisment

ভারতের প্রথম ইনিংসের ৪৪৩ রানের জবাবে এদিন মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়  অস্ট্রেলিয়া। যসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত দাঁড়াতে পারেননি অজি ব্যাটসম্যানরা। বুমরাই একাই ছ’উইকেট তুলে অস্ট্রেলিয়াকে শেষ করে দেন। বুমরা ছাড়াও ইশান্ত শর্মা ও মহম্মদ শামি পেলেন একটি করে উইকেট। রবীন্দ্র জাদেজা পেলেন দু’উইকেট। ২৯২ রানে এগিয়ে থেকেও ভারত ফলো-অন না-করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্তই নেয়। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলল ইন্ডিয়া।

আরও পড়ুন: বুমরা বিস্ফোরণে তছনছ অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স একাই তুলে নিলেন চার উইকেট। হনুমা বিহারী (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০) ও অজিঙ্ক রাহানে (০) তাঁর শিকার হন। জোশ হ্যাজেলউড পাঁচ রানে ফেরালেন রোহিত শর্মাকে। ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের (২৮) সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৬)। ৩৪৬ রানের লিড ভারতের। সব ঠিক থাকলে মেলবোর্নে ভারতের জয় প্রত্যাশিত। এমনটা বলাই যায়।

Cricket Australia India Australia
Advertisment