আর কয়েক ঘণ্টা পরেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্য়াচে মুখোমুখি বিরাট কোহলি ও কায়রন পোলার্ডরা।
ম্যাচে নামার আগে বিরাট-রোহিত শর্মাদের পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বৃহস্পতিবার সন্ধ্য়ায় একটি বইপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্য়ে শহরের এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন সৌরভ।
আরও পড়ুন-তরুণ প্রতিভাদের রক্ষা করতে হবে নাহলে শকুনের দল তুলে নিয়ে যাবে: পোলার্ড
ভারতের টি-২০ ক্রিকেট নিয়ে সৌরভ সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, “আমরা টি-২০ ক্রিকেটে খুব ভাল রান তাড়া করি। আমাদের এটাই করতে হবে যখন প্রথমে ব্য়াট করব। আমার কিছু ভাবনা চিন্তা আছে এই নিয়ে সেটা বিরাট (কোহলি), রবি (শাস্ত্রী) আর টিম ম্য়ানেজমেন্টের সঙ্গে আলোচনা করব। সেঅর্থে আমরা আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলিনি। আমি আশাবাদী বিশ্বকাপের আগে আমরা একদম প্রস্তুত হয়ে যাব।”
সৌরভ বিশ্বকাপের পরিকল্পনার কথা মাথায় রেখেই আরও বললেন, "আমাদের দু'টো বিষয় ফোকাস করতে হবে প্রথমে ব্য়াট করা আর কম রান ডিফেন্ড করা। ওয়ানডে এবং টি-২০-র তুলনায় টি-২০ ক্রিকেটে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করা যায়। তরুণদেরও সুযোগ দিতে হবে আমাদের। র্যাঙ্কিং নিয়ে আমাদের ভাবলে চলবে না। মাঠে সেরা দল নিয়েই নামতে হবে। আমাদের শক্তিশালী এগারোজনই বিশ্বকাপ খেলবে।”
আরও পড়ুন-ঋষভ ম্য়াচ-উইনার, আমরা ওর পাশেই আছি : বিরাট কোহলি
টি-২০ ক্রিকেট নিয়ে কথা বললেও সৌরভ জানিয়ে দিলেন যে, ভারতের প্রধান লক্ষ্য় বিশ্বের সেরা টেস্ট দল হয়ে ওঠা। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, "আমরা গতবছর অস্ট্রেলিয়ায় ভাল করেছি। আমাদের এই দল নিউজিল্য়ান্ডে ও ফের অস্ট্রেলিয়ায় ভাল করতে পারে। বিশ্বের সেরা টেস্ট দল হওয়াই আমাদের লক্ষ্য।”