বাংলাদেশের সঙ্গে ড্র, র‌্যাঙ্কিংয়ে দু-ধাপ নামল ভারত

ভারত র‌্যাঙ্কিংয়ে পিছোলেও বাংলাদেশ আবার ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছে। ১৮৭ থেকে বাংলাদেশ আপাতত সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১৮৪ নম্বরে।

ভারত র‌্যাঙ্কিংয়ে পিছোলেও বাংলাদেশ আবার ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছে। ১৮৭ থেকে বাংলাদেশ আপাতত সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১৮৪ নম্বরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian football team

অনুশীলনে জাতীয় ফুটবল দল (এআইএফএফ)

ক্রমতালিকায় অনেক নিচুতে থাকা বাংলাদেশের বিপক্ষে ড্র। এরই প্রভাব পড়ল ভারতের ফিফা র‌্যাঙ্কিংয়ে। ১০৪ থেকে ভারতের বর্তমান র‌্যাঙ্কিং ১০৬। দু-ধাপ পিছোল ভারত। চলতি মাসের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। সেই ম্যাচেই ০-১ এ পিছিয়ে থেকে শেষ মিনিটে আদিল খানের গোলে কোনওরকমে মুখ বাঁচে ভারতের। তারপরেই র‌্যাঙ্কিংয়ে ক্রমাবনতি।

Advertisment

বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে ভারত অবশ্য শক্তিশালী কাতারে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে এসেছিল। এতেই ভারতীয় ফুটবলকে নিয়ে আলাদা করে আকর্ষণ তৈরি হয়েছিল। নজর কেড়ে নিয়েছিলেন গোলকিপার গুরপ্রীত সিং। যদিও বাংলাদেশ ম্যাচেই আবার দলকে ডুবিয়েছেন গুরপ্রীত। ঘটনাচক্রে, এর আগে ভারতের র‌্যাঙ্কিং ছিল ১০৩। ওমানের কাছে হার এবং কাতারের সঙ্গে ড্র করার পরে ভারত একধাপ নিচে নেমে ১০৪ নম্বরে পৌঁছেছিল। সেখান থেকেও এবার অবনমন দু-ধাপ।

আরও পড়ুন ভারতের মান বাঁচালেন আদিল খান

Advertisment

ভারত র‌্যাঙ্কিংয়ে পিছোলেও বাংলাদেশ আবার ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছে। ১৮৭ থেকে বাংলাদেশ আপাতত সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে রয়েছে ১৮৪ নম্বরে।

আরও পড়ুন India vs Bangladesh Highlights: শেষ মুহূর্তের গোলে ড্র করল ভারত

সবমিলিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তারপরে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ব্রাজিল। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী প্রথম দশে থাকা দলগুলির মধ্যে ক্রমতালিকায় উন্নতি হয়েছে উরুগুয়ে (পঞ্চম, উন্নতি একধাপ), ক্রোয়েশিয়া (সপ্তম, উন্নতি একধাপ) এবং আর্জেন্টিনার (নবম, উন্নতি একধাপ)। উরুগুয়ে, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার আগে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

Read the full article in ENGLISH

FIFA World Cup Indian Football