রোহিত-হার্দিক জুটির পরাক্রমে ব্রিস্টলে ব্রিটিশ ব্রেকফাস্ট ভারতের

India-England 3rd T20I: সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ম্যাঞ্চেস্টারে দুরন্ত জয় দিয়েই শুরু করেছিলেন। কিন্তু কার্ডিফে মর্গ্যানরা ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ করে দিয়েছিলেন।

India-England 3rd T20I: সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ম্যাঞ্চেস্টারে দুরন্ত জয় দিয়েই শুরু করেছিলেন। কিন্তু কার্ডিফে মর্গ্যানরা ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ করে দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড ১৯৮/৯ (২০ ওভার) | ভারত ২০১/৩ (১৮.৪ ওভার)

৭ উইকেটে জয়ী ভারত, তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতল ভারত

India-England 3rd T20I: ব্রিস্টলে ব্রিটিশ ব্রেকফাস্টটা সেরে নিলেন বিরাটরা। এরপর ভরা গ্রীষ্মে লাঞ্চ আর ডিনার বাকি রয়েছে টিম ইন্ডিয়ার।

Advertisment

'মর্নিং শোজ দ্য ডে' এই প্রবাদ বাক্যটা হয়তো কিছুটা হলেও অক্সিজেন দেবে ইংল্যান্ডে সফররত টিম ইন্ডিয়াকে। টি-২০ সিরিজ জিতেই বিরাট কোহলিদের শুভ মহরত হল ইংরেজ তল্লাটে। প্রতিকূল আবহাওয়ার জল-বায়ুতে নিজেদের মানিয়ে নিলেন তাঁরা।

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ম্যাঞ্চেস্টারে দুরন্ত জয় দিয়েই শুরু করেছিলেন। কিন্তু কার্ডিফে মর্গ্যানরা ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ করে দিয়েছিলেন। ফলে রবিবাসরীয় ব্রিস্টলের ম্যাচটা হয়ে গিয়েছিল ফয়সলার। এদিন কাউন্টি গ্রাউন্ডে রোহিত শর্মার সেঞ্চুরি এবং হার্দিক পণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ভারত সিরিজ ২-১ জিতে পকেটে পুরে নিল।

Advertisment

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান বিরাট। জেসন রয় (৩১ বলে ৬৭), জস বাটলার (২১ বলে ৩৪) এবং এক্সেল হেলসের (২৪ বলে ৩০) দৌলতে ইংল্যান্ড নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ তোলে। চার ওভার হাত ঘুরিয়ে পাণ্ডিয়া নেন ৪ উইকেট।

জবাবে সাত উইকেট এবং আট বল বাকি থাকতেই কার্যসিদ্ধি হয়ে যায় ভারতের। এদিন রোহিতের ব্যাট ঝলসে উঠল। ৫৬ বলে ১০০ রান করলেন ভারতের মারকুটে ব্যাটসম্যান। ১১টি চার ও ৫টি ছয়ে নিজের ইনিংস সাজালেন মুম্বইকর। রোহিতকে সঙ্গ দেওয়ার কাজটায় চূড়ান্ত ব্যর্থ হলেন দলের আরেক ওপেনার শিখর ধাওয়ান। তিন বলে পাঁচ রান করে ফিরে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলও ১৯ বলে ১০ করে ফিরে যান। ড্যামেজ কন্ট্রোল করতে আসেন ক্যাপ্টেন কোহলি। ২৯ বলে ৪৩ করে ফেরেন তিনি। এরপর পাণ্ডিয়া নেমে ১৪ বলে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলে বাকি কাজটা করে দেন।

cricket India England