Advertisment

Harry Singh in England Test vs Sri Lanka: বাবা টিম ইন্ডিয়ার তারকা, ছেলে মাঠে নামল ইংল্যান্ডের জার্সিতে! বেনজির দৃশ্য ক্রিকেট দুনিয়ায়

England vs Sri Lanka 1st Test: তারকা ভারতীয় ক্রিকেটারের পুত্র ইংল্যান্ডের জার্সিতে মাঠে নেমে চমকে দিলেন ক্রিকেট বিশ্বকে, চিনে নিন পিতা-পুত্রকে

author-image
IE Bangla Sports Desk
New Update
England, Sri Lanka 1st Test, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, প্রথম টেস্ট,

England-Sri Lanka 1st Test: হ্যারি সিং, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলে। (ছবি- টুইটার)

Harry Singh, England vs Sri Lanka test: বাবা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ছেলেকে দেখা গেল ইংল্যান্ডের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে। যার দৌলতে ইতিহাসে ঢুকে পড়লেন হ্যারি সিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন হ্যারি। ইংল্যান্ডের জাতীয় দলে প্রথম একাদশে স্থান পাননি। হ্যারি, দ্বাদশতম খেলোয়াড়। তবে, পরিবর্ত হিসেবে মাঠে নামায় ইতিহাস তৈরি হল।

Advertisment

হ্যারির পাশাপাশি ইংল্যান্ডের রিজার্ভে রয়েছেন চার্লি বার্নাড এবং কেশ ফনসেকাও। প্রথম ম্যাচে ইংল্যান্ড বোলিং নিয়েছিল। তার সুবাদেই হ্যারি পরিবর্ত হিসেবে ফিল্ডিং করার সুযোগ পান। হ্যারিকে দু'বার মাঠে নামতে দেখা গিয়েছে। প্রথমবার পরিবর্ত হিসেবে কাজ সেরে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু, হ্যারি ব্রুক প্রথম ইনিংসের ৩৭তম ওভারে মাঠ ছাড়তেই ফের ফিল্ডিংয়ে ফেরেন হ্যারি সিং।

আরও পড়ুন: BCCI ছাড়ছেন জয় শাহ, বোর্ডে ফেরার রাস্তা বন্ধ সৌরভের! বড় খবরে ঝড় উঠল আচমকাই

তিন ম্যাচের এই ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট ময়দানে। হ্যারির বাবা আরপি সিং ছিলেন ভারতীয় জাতীয় দলের ফাস্ট বোলার। বামহাতি বোলার আরপি সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮৬ সালে একদিনের ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে আরপি সিং ৫০ ম্যাচে ১৫০ উইকেট নিয়েছিলেন। ব্যাটটাও মন্দ করতেন না। ১,৪১৩ রান করেছেন। তার মধ্যে সেঞ্চুরিও আছে।

আরও পড়ুন- রিজওয়ানকে নিশ্চিত দ্বিশতরানে বাধা পাক ক্যাপ্টেনের! বাংলাদেশ টেস্টে বেনজির ঘটনা পিন্ডিতে, কোন্দল প্রকাশ্যে?

হ্যারি অবশ্য তাঁর বাবার মত পেস বোলার নন। তিনি স্পিন বোলার কাম অলরাউন্ডার। ২০ বছর বয়সি এই ক্রিকেটার দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পরিচি মুখ। ইংল্যান্ড এ দলের হয়ে চলতি বছরেই একদিনের ম্যাচে তাঁর অভিষেক হয়েছে। ওয়ান ডে কাপের সাতটা ম্যাচ খেলেছেন হ্যারি। তবে, বিশেষ কিছু করতে পারেননি। ২ উইকেট নিয়েছেন। আর, ৮৭ রান করেছেন।

হ্যারি, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে তিনি জাতীয় দলে ছিলেন। বছর তিনেক আগে ল্যাঙ্কাশায়ারে সই করেছেন। তারপর ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের যাত্রাপথ সম্পর্কে ইন্টারভিউও দিয়েছেন। সেখানে হ্যারি বলেছেন, 'আমি চার বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করি। যখন আট বছর বয়স, ল্যাঙ্কাশায়ারের ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে যোগ দিই। ১৫ বছর বয়স থেকে ল্যাঙ্কস ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। সেই জন্য বলতে হয় যে এই জায়গায় আসতে আজ আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।'

England Cricket Team Sri Lanka Cricket Team Test cricket Cricket News
Advertisment