/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/india-women-759.jpg)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ছবিসূত্র- টুইটার
ইতিহাস রচনা হল অস্ট্রেলিয়ায়। এক বল না খেলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের জন্য ফাইনালে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার বৃষ্টির জেরে বাতিল হয়ে যায় ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ। ফলে গ্রুপ তালিকায় শীর্ষে থাকা হরমনপ্রীত কউর দল সরাসরি পৌঁছে গেল ফাইনালে৷ গ্রুপ এ-তে ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্টে শীর্ষে ছিল ভারত৷
আরও পড়ুন: ওয়ান ডে সিরিজ জিতলেও, টি-২০ তে ফর্ম খুঁজছে ভারতীয় মহিলা ক্রিকেট দল
The #INDvENG semifinal is called off due to rain. #TeamIndia ???????????????? make it to their maiden #T20WorldCup final. pic.twitter.com/y4rfDWjzFi
— BCCI Women (@BCCIWomen) March 5, 2020
বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল দেখতে সিডনি স্টেডিয়ামে নজর ছিল সকলেরই৷ কিন্তু সকাল থেকে তুমুল বৃষ্টিতে ভেস্তে যায় টসও। এদিকে আইসিসি-র নয়া নিয়ম অনুযায়ী, এই ধাপে ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে ম্যাচ করতেই হত। কিন্তু বৃষ্টির দাপট সে সুযোগও দেয়নি। এদিকে গ্রুপ বি-তে থাকা ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে হারের পর পয়েন্টের তালিকায় পিছিয়ে পরে তাঁরা। বৃষ্টির দৌলতেই প্রথমবারের জন্য ইতিহাস তৈরি হল ভারতীয় ক্রিকেটে।
আরও পড়ুন: মহিলাদের টি-টুয়েন্টিতে ভারতের শাফালি এখন আইসিসি-র বিশ্বসেরা
Match abandoned without a ball being bowled.
A gutting way for our #T20WorldCup journey to end.#WeAreEnglandpic.twitter.com/xXROAIU9j4
— England Cricket (@englandcricket) March 5, 2020
এদিকে ভাগ্যের এই অদ্ভুত পরিহাসে ক্ষুব্ধ ইংল্যান্ড মহিলা দলের অধিনায়ক হেদার নাইট। কিছুটা ক্ষোভ, কিছুটা দুঃখ নিয়ে তিনি বলেন, "এটা খুবই হতাশাজনক। আমরা যেভাবে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলাম সেটা হল না। কোনও রিজার্ভ ডে নেই। খেলার সুযোগটাই তো পেলাম না। দক্ষিণ আফ্রিকার ম্যাচে হারটাই সব শেষ করে দিল"। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত বলেন, "দুর্ভাগ্যবশত আমরা খেলাটা খেলতে পারিনি। কিন্তু নিয়ম রয়েছে সেখানে। আর আমাদের সেটাই মানতে হবে। তবে ভবিষ্যতে রিজার্ভ ডে রাখা উচিত"।
অন্যদিকে, ফাইনালের দ্বিতীয় দল হিসেবে এখনও লড়াই জারি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে। এই দুই দেশের মধ্যে যে জিতবে রবিবার মেলবোর্নে ফাইনালে ভারতের সঙ্গে লড়াই হবে তাঁদের।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন