Advertisment

Women’s Asia Cup: এশিয়া কাপে বিধ্বংসী মেজাজে ভারতীয় মেয়েরা, ৮২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ

India vs Nepal: ভারতীয় মহিলা দল গ্রুপ এ-এর সব ম্যাচই জিতে সেমিফাইনালে উঠল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Nepal, ভারত, নেপাল

India-Nepal: এশিয়া কাপের ম্যাচে মঙ্গলবার নেপালের বিরুদ্ধে ব্যাট করছেন শাফালি ভার্মা। (ছবি- টুইটার)

Women’s Asia Cup T20 2024: মহিলাদের এশিয়া কাপে বিধ্বংসী মেজাজে নেপালকে ৮২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় মেয়েরা। এশিয়া কাপে মঙ্গলবার ভারত-নেপাল ম্যাচ হয়েছে শ্রীলঙ্কার ডাম্বুলা শহরের রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ এ-এর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক স্মৃতি মান্ধানা। ভারতের হয়ে আগুন ঝরানো ব্যাটিং করেন শাফালি ভার্মা। তিনি ৪৮ বলে করেন ৮১ রান। যাতে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। তাঁকে সঙ্গ দেন দয়ালান হেমলতা। তিনি ৪২ বলে করেন ৪৭ রান। মারেন ৫টি চার এবং ১টি ছক্কা। যার সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ভারত তোলে ১৭৮ রান। সঞ্জীবন সঞ্জনা করেন ১০ রান, জেমিমা রডরিগেজ ২৮ এবং রিচা ঘোষ করেন অপরাজিত ৬ রান।

Advertisment

মুখ থুবড়ে পড়ছে নেপাল

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারানো শুরু করে নেপাল। ৮ রানে তাদের প্রথম উইকেটের পতন হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রানে থেমে যান সমঝনা খাড়কা, সীতারানা মগর, কবিতা কুনওয়ারদের নেপাল মহিলা দল। ভারতের হয়ে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব নেন ২টি করে উইকেট। রেণুকা সিং নেন ১ উইকেট। তার মধ্যেই নেপালের হয়ে রুবিনা ছেত্রী ১৬ বলে ১৫ রান করেন। সীতা রানা মগর করেন ২২ বলে ১৮ রান। ইন্দু বর্মা করেন ১৮ বলে ১৪ রান।

আরও পড়ুন- আইপিএলে গুজরাটের সঙ্গে নেহরার বিচ্ছেদ ঘিরে জোর জল্পনা! নতুন কোচ আন্তর্জাতিক তারকা?

ভারতীয় মহিলা দল গ্রুপ এ-এর সব ম্যাচই জিতে সেমিফাইনালে উঠল। এই গ্রুপেই রয়েছে পাকিস্তান। গ্রুপপর্বের ম্যাচে স্মৃতি মান্ধানারা পাকিস্তানকেও হারিয়েছেন। টি২০ বিশ্বকাপে রোহিতদের কাছে বাবর আজমদের হারের পর এশিয়া কাপে ভারতীয় মেয়েরা পাকিস্তানকে হারানোয় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল পাকিস্তান। এবার ভারত আর পাকিস্তান উভয় দলই সেমিফাইনালে জয়ী হলে ফাইনালে মুখোমুখি হবে।

Asia Cup Indian Cricket Team Sri Lanka Cricket News
Advertisment