Advertisment

৪ বছর পর র‌্যাঙ্কিংয়ে সিংহাসন হারালো ভারত

ওয়ানডেতে দুই নম্বরে থাকা ভারতের থেকে নিজেদের পার্থক্য আরো বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। বর্তমানে ইংল্যান্ডের পয়েন্ট ১২৭।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL
চার বছর পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ভারতকে সরিয়ে একনম্বর দল আপাতত অস্ট্রেলিয়া। ২০১৬ র অক্টোবরের পর ভারত টেস্টের একনম্বর দল হিসেবে বিস্বক্রিকেট শাসন করেছিল। অস্ট্রেলিয়া টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিতেও পাকিস্তানকে সরিয়ে একনম্বরে উঠে এসেছে। ওডিআইতে একনম্বর ইংল্যান্ড।
Advertisment
ভারত টেস্টে শীর্ষস্থান থেকে নেমে এসেছে তিনে। অস্ট্রেলিয়ার (১১৬) পর দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড (১১৫)। ক্রমতালিকায় তিন নম্বরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪।
মাত্র ১ পয়েন্টের ফারাকেই তিন দলের ক্রমতালিকা। ২০০৩ সালের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে এত তুল্যমূল্য লড়াই আর হয়নি। ২০১৬-১৭ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ১২টি টেস্ট জিতেছে। হার মাত্র একটিতে। সাম্প্রতিক সংযোজনে এই পরিসংখ্যান মুছে ফেলার পরেই বিপত্তি। এতেই ক্রমতালিকায় নেমে গিয়েছে ভারত।
আইসিসির ক্রমতালিকায় নেমে গেলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত একনম্বরে। সেরা নয় দলের মধ্যে হোম ও আওয়ে সিরিজের ভিত্তিতে ফাইনাল ও চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে।
ওয়ানডেতে দুই নম্বরে থাকা ভারতের থেকে নিজেদের পার্থক্য আরো বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। বর্তমানে ইংল্যান্ডের পয়েন্ট ১২৭। ইন্ডিয়ার সঙ্গে ছয় পয়েন্টের ফারাক মুছে আপাতত ৮ পয়েন্টে এগিয়ে ইংরেজরা।
২০১১ সালে টি টোয়েন্টির র‍্যাংকিং অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথমবার শীর্ষস্থানে পৌঁছালো অস্ট্রেলিয়া। তাদের সংগৃহীত রেটিং পয়েন্ট ২৭৮। বিগত ২৭ মাস ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল পাকিস্তান। তাদের পয়েন্ট আপাতত ২৬০। ২৬৮ পয়েন্ট নিয়ে দু-নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের থেকে মাত্র দু-পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে ইন্ডিয়া।
ICC ICC Ranking
Advertisment