Advertisment

৪১ বছরের প্রতীক্ষার অবসান! টোকিওয় ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল

Tokyo Olympic 2020: প্রতিপক্ষ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন মনপ্রীতরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Tokyo Olympic, Mens Hockey, Bronze Medal

টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় পুরুষ হকি দল। সৌজন্য: ট্যুইটার

Tokyo Olympic 2020: ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে দেশকে পদক এনে দিল পুরুষ হকি দিল। প্রতিপক্ষ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন মনপ্রীতরা। দলগত ইভেন্ট হলেও টোকিও অলিম্পিকে নিশ্চিত হল ভারতের চতুর্থ পদক। যদিও এদিন খেলার শুরুতেই পিছিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে তারা। এরপর আবার জার্মানি এগিয়ে গেলেও মনোবল হারায়নি দেশের হকি দল। এই অলিম্পিকে পদক জেতাই তাঁদের লক্ষ্য। এই মানসিকতায় হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচে ফেরে তারা। দ্বিতীয় কোয়ার্টারের দাপট শেষ দুটি কোয়ার্টারে রেখে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ভারত।  

Advertisment

এদিকে, এক সময় ১-৩ গোলে পিছিয়ে ছিল ভারত। কিন্তু দুই গোল শোধ করে ফিরে আসেন তাঁরা।  দ্বিতীয় কোয়ার্টার দুই দল মিলিয়ে পাঁচ গোল করে। এরপর তৃতীয় কোয়ার্টারে পাওয়া পেনাল্টিকে গোলে রূপান্তরিত করেন রূপিন্দর পাল সিং। ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ভারত।

publive-image
গোল করে উচ্ছ্বাস! ছবি: ট্যুইটার

কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান মনপ্রীতরা।  চার কোয়ার্টার শেষে জার্মানদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেদের পক্ষে ৫-৪ গোলে ম্যাচ শেষ করে ভারত। ১৯৮০ সালে শেষবার অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। ei এই পদক কোভিড যোদ্ধা এবং ফ্রন্টলাইন কর্মীদের উৎসর্গ করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে জানান ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।এদিনের জয়কে টোকিও ২০২০ অলিম্পিক থেকে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই। ম্যাচ শেষে এমন বিশ্লেষণ করেছেন প্রাক্তনীরা। এদিকে, টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের পদক নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী থেকে রাহুল গান্ধী শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মনপ্রীতদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Germany Tokyo Olympic 2020 Bronze Medal India in Olympic Today
Advertisment