বাবর আজম এবং বিরাট কোহলি এবার খেলবেন একই দলের জার্সিতে। দুই পড়শি দেশই নামবে কাঁধে কাঁধ মিলিয়ে বাইশ গজে। এমন অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই আফ্রো-এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। মহাদেশীয় সেই টুর্নামেন্টের লড়াইয়েই ভারত-পাক দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যাবে। শেষবার এমন ইভেন্ট খেলা হয়েছিল ২০০৭-এ। পরের বছরেই ফিরতে চলেছে এই ইভেন্ট।
ফোর্বস.কম-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-এর মাঝামাঝি এই ইভেন্ট আয়োজিত হতে চলেছে। টি২০ ফরম্যাটে খেলা হবে। এখনও সরকারিভাবে বিষয়টি চূড়ান্ত নয়। তবে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: একসময় KKR মাতানো তারকাই এবার জাতীয় দলে প্ৰথমবার! সুযোগ পেয়েই মুখ খুললেন তারকা
ফোর্বস.কম-কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কমার্শিয়াল হেড প্রভাকরণ থানরাজ জানিয়েছেন, "বোর্ডের তরফে এখনও কনফার্মেশন মেলেনি। এখনও চূড়ান্ত পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পুরো বিষয়টি দু দেশের বোর্ডকে জানানো হবে। তবে এশিয়া একাদশের হয়ে ভারত-পাকিস্তানের সেরা ক্রিকেটাররা যাতে অংশ নেন, সেটাই আমরা চাইছি। পুরো বিষয়টি চূড়ান্ত হওয়ার পরে সম্প্রচার এবং স্পনসরশিপের বিষয়ে ঠিক করা হবে। নিঃসন্দেহে বড় একটা ইভেন্ট হতে চলেছে।"
২০০৭ সালে যে ইভেন্ট হয়েছিল সেই সময় এশিয়া একাদশের হয়ে ধোনি, সৌরভ, হরভজন, শেওয়াগ, জাহির খানের মত ভারতীয় তারকাদের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের।
বর্তমানে রাজনৈতিক জটিলতার কারণে দুই দেশ একমাত্র আইসিসি ইভেন্টেই মোকাবিলা করে। গত বছর টি২০ বিশ্বকাপে ভারত-পক মুখোমুখি হয়েছিল। ২০১২/১৩-এর পর থেকে দু দেশ এখনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। একদশক আগে পাকিস্তান ভারতে এসেছিল সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে। ভারত-পাকিস্তান শেষ বার টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৭-এ। চলতি বছরের টি২০ বিশ্বকাপে ভারত-পাক দুই দল পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ পর্বে, ২৩ অক্টোবর।