Advertisment

সীমান্তে সেনা গলা ফাটাচ্ছে ভারতের জন্য, মাঠে রয়েছেন রণবীর, টিভি-র সামনে কিং

রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান মহারণ। বাইশ গজের শ্রেষ্ঠ ক্রীড়া বিনোদনের জন্য মুখিয়ে থাকে গোটা পৃথিবী। উত্তেজনা আর উন্মাদনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। আর দেশের সুরক্ষায় রয়েছেন যে মানুষগুলি তাঁরাও মেতেছেন ইন্দো-পাক ম্যাচের মৌতাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Indiam army cheering for India-Pakistan Worldcup match

সীমান্তে সেনা গলা ফাটাচ্ছে ভারতের জন্য, মাঠে রয়েছেন রণবীর, টিভি-র সামনে কিং

রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান মহারণ। বাইশ গজের শ্রেষ্ঠ ক্রীড়া বিনোদনের জন্য মুখিয়ে থাকে গোটা পৃথিবী। উত্তেজনা আর উন্মাদনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। আর দেশের সুরক্ষায় রয়েছেন যে মানুষগুলি তাঁরাও মেতেছেন ইন্দো-পাক ম্যাচের মৌতাতে। সংবাদসংস্থা এএনআই টুইট করেছে জম্মু-কাশ্মীরে সীমান্তরক্ষী বাহিনীদের উচ্ছ্বাসের ছবি। হাতে দেশের পতাকা নিয়ে এখনই বিরাট কোহলিদের জন্য গলা ফাটাচ্ছেন দেশের জওয়ানরা।

Advertisment

অন্যদিকে বলিউড বাদশা শাহরুখ খানও আজ চোখ রাখবেন এই ম্যাচের দিকে। সকালবেলাই নিজের আর তাঁর ছেলে আরিয়ানের একটি গ্রাফিক্স ছবি পোস্ট করেছেন। সেখানে শাহরুখের গায়ে যে জার্সি রয়েছে তাতে লেখা রয়েছে মুফাসা। আরিয়ানের জার্সিতে লেখা সিম্বা। 'দ্য লায়ন কিং' ছবির জনপ্রিয় দুই চরিত্রই বেছে নিয়েছেন কিং।

আরও পড়ুন: ICC World Cup 2019, India Vs Pakistan live cricket score: টস জিতে প্রথমে বল করবে পাকিস্তান

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চলে এসেছেন রণবীর সিং। স্পোর্টস ড্রামা 83-তে অভিনয় করছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ী প্রথম ক্যাপ্টেন কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণকে। সেই ছবিরই প্রমোশন করছেন তিনি। সেলফি তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে। ছবি টুইট করল বিসিসিআই।

Advertisment