Advertisment

হাইপের ধারেকাছেও পৌঁছয় না ভারত-পাক ম্যাচ! মুখ খুলে বিস্ফোরণ সৌরভের

ভারত-পাক ম্যাচ নিয়ে বিষ্ফোরক মন্তব্য সৌরভের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি বছরে দু-দুবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাক। প্রথমে এশিয়া কাপ। তারপর বিশ্বকাপের মহারণ। শেষবার টি২০ ওয়ার্ল্ড কাপে দুই দল মোকাবিলা করেছিল। বিরাট কোহলির অতিমানবিক ইনিংসে ভর করে ভারত হারিয়েছিল পাকিস্তানকে।

Advertisment

সেই ম্যাচের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুই দেশের ক্রিকেট সমর্থকদের সামনে হাজির হতে চলেছে দুই দল। টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ভারতকে একবার মাত্র হারিয়েছে পাকিস্তান। তবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ভারত এখনও অপরাজেয়। এমন অবস্থায় সমর্থকদের উৎসাহ আকাশছোঁয়া।

সৌরভ অবশ্য এমন মনে করেন না। স্টার স্পোর্টস-কে সৌরভ সাফ জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ নিয়ে অনেক হাইপ থাকে। তবে দীর্ঘদিন এই ম্যাচের মান সেরকম স্তরে পৌঁছয়নি। কারণ ভারত তো একতরফা ভাবে ম্যাচ জিতছে। পাকিস্তান বিশ্বকাপের ইতিহাসে প্ৰথমবার ভারতকে হারিয়েছে দুবাইয়ে। ভারত মোটেই সেই টুর্নামেন্টে ভালো খেলতে পারেনি। তবে আমার মতে ভারত-পাক ম্যাচের থেকেও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ অনেক বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।"

ঘটনাচক্রে এশিয়া কাপে ভারত-পাক দুই দলের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে। লিগ পর্বে একটি ম্যাচের পর সুপার ফোর পর্বে ফের বাবর আজম বনাম বিরাট কোহলি দ্বৈরথ দেখা যেতে পারে। তারপর ফাইনালে দুই দল পৌঁছলে, তিন নম্বরবার দেখা যেতে পারে দুই দলকে।

বিশ্বকাপে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান খেলবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই প্ৰথমবার সম্পূর্ণ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। অস্ট্রেলিয়া বিরুদ্ধে ভারত টুর্নামেন্ট অভিযান শুরু করছে।

Read the full article in HINDI

Sourav Ganguly Indian Cricket Team Pakistan Cricket
Advertisment