Advertisment

অস্ট্রেলিয়ায় ছাপ রেখে আসতে চাই আমরা: রোহিত

অতিরিক্ত গতি আর বাউন্সের জন্যই বাইশ গজে সুনাম অস্ট্রেলিয়ার। যা উপমহাদেশের ঠিক বিপরীত। কিন্তু অস্ট্রেলিয়ার এই পিচেও খেলার জন্য প্রস্তুত ভারত। জানিয়ে দিলেন রোহিত শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma

রোহিত শর্মা (ছবি-টুইটার)

অতিরিক্ত গতি আর বাউন্সের জন্যই বাইশ গজে সুনাম অস্ট্রেলিয়ার। যা উপমহাদেশের ঠিক বিপরীত। কিন্তু অস্ট্রেলিয়ার এই পিচেও খেলার জন্য প্রস্তুত ভারত। জানিয়ে দিলেন রোহিত শর্মা। এবার ক্যাঙ্গারুর দেশে ভারত ছাপ রেখে আসতে চায় বলেই মত টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটসম্যানের।

Advertisment

আগামী বুধবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম ম্যাচ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে মুখোমুখি হবে এই দুই দল। গাবার ব্রিসবেনে ইন্দো-অজি দ্বৈরথ। সোমবার রোহিত সাংবাদিকদের বললেন, “এই একটা জায়গায় আমরা ছাপ রেখে যেতে যাই। শেষবার পারিনি। কিন্তু এবার তিন ফর্ম্যাট মিলিয়ে আমরা ভাল করতে চাই। জেতাই আমাদের লক্ষ্য়। অস্ট্রেলিয়ার মাটিতে ভাল খেলতে পারলে বিশ্বকাপের আগে আমরা আত্মবিশ্বাসী হয়ে যাব।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় কী হবে রোহিতের ব্যাটিং অর্ডার! বিরাটকে আগাম টিপস সৌরভের

গাবাই অস্ট্রেলিয়ার দ্রুততম পিচ, এখানে কোনও টেস্ট ম্যাচ নেই। কিন্তু পার্থে রোহিতদের টেস্ট খেলতে হবে। সেখানেও ফাস্টবোলার সহায়ক পিচ। এরপর মেলবোর্ন ও সিডনিতে রোহিতদের শেষ দু’টো টেস্ট। রোহিত এ প্রসঙ্গে জানালেন, “ ভারত হয় পার্থে নয় ব্রিসবেনে খেলেছে। এবার আমরা পার্থ খেলব, ব্রিসবেনে নয়। গতবার ব্রিসবেনে খেলেছিলাম, পার্থে খেলিনি। অবশ্যই এখানে খেলা ভীষণ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার অধিকাংশ বোলাররাই লম্বা। এই পিচ থেকে বাউন্সের অ্যাডভান্টেজটা নেয়। ভারতীয় ব্যাটসনম্যানরা সাধারণত এতটা লম্বা নয়। ফলে কাজটা আমাদের জন্য সহজ নয়। কিন্তু প্রত্যেকেই বদ্ধপরিকর ভাল খেলার জন্য। এই চ্যালেঞ্জ মোকবিলার জন্য প্রস্তুত ভারত।”

অস্ট্রেলিয়ার মাটিতে সীমিত ওভারের ম্যাচে রোহিত প্রচুর রান করেছেন। তাঁর ব্যাকফুট ভীষণ শক্তিশালী। আর এই কারণেই ভারতীয় টেস্ট দলে ফের একবার তিনি সুযোগ পেয়েছেন। আর রোহিত বলছেন বাউন্ডি পিচে খেলাটা তাঁর ধাতে আছে। তিনি জানালেন, “ভাল বাউন্স পেলে আমার খেলতে সুবিধা হয়। আমি অতীতে দেশে সিমেন্টের পিচে খেলেছি। সীমিত ওভারের ক্রিকেটে আমি ভাল করেছি। কিন্তু এবার লাল বলের ক্রিকেটে ভাল পারফর্ম করাটাই চ্যালেঞ্জের।  কিন্তু এই মুহূর্তে টেস্ট নিয়ে ভাবছি না। সামনে টি-২০, সেখানেই ফোকাস করতে চাই।"

Cricket Australia BCCI India Rohit Sharma
Advertisment