scorecardresearch

অস্ট্রেলিয়ার পর এই ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করল ভারত

সবচেয়ে বেশি ওয়ান-ডে জয়ী দেশের তালিকায় অস্ট্রেলিয়া-ভারতের পর রয়েছে পাকিস্তান (৪৭৯), ওয়েস্ট ইন্ডিজ (৩৯০), শ্রীলঙ্কা (৩৭৯), দক্ষিণ আফ্রিকা (৩৭৪), ইংল্যান্ড (৩৬২) ও নিউজিল্যান্ড (৩৪২)।

India record 500th ODI win, second to milestone after Australia
অস্ট্রেলিয়ার পর এই ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করল ভারত (ছবি-টুইটার/বিসিসিআই)

নাগপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধুই পাঁচ ম্যাচের চলতি ওয়ান-ডে সিরিজে ২-০ এগিয়ে গেল না ভারত, বাইশ গজে এক অনন্য রেকর্ড করল টিম ইন্ডিয়া। ওয়ান-ডে ক্রিকেটে ৫০০ তম জয় ছিনিয়ে আনল তারা। এর আগে বিশ্বক্রিকেটে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যারা ৫০০টি ওয়ান-ডে জয়ের স্বাদ পেয়েছে। এখনও পর্যন্ত ৯২৩টি ম্যাচের মধ্যে ৫৫৮টি ওয়ান-ডে ম্যাচ জিতেছে ক্যাঙারুর দেশ। দু’নম্বরে থাকল ভারত।

আরও পড়ুন: বিশ্বকাপ অনেক দূরে, বললেন বিজয় শঙ্কর

সবচেয়ে বেশি ওয়ান-ডে জয়ী দেশের তালিকায় অস্ট্রেলিয়া-ভারতের পর রয়েছে পাকিস্তান (৪৭৯), ওয়েস্ট ইন্ডিজ (৩৯০), শ্রীলঙ্কা (৩৭৯), দক্ষিণ আফ্রিকা (৩৭৪), ইংল্যান্ড (৩৬২) ও নিউজিল্যান্ড (৩৪২)। ভারত ৫০০বার ওয়ান-ডে জিতেছে। ৪১৪ বার হেরেছে তারা। ন’বার ম্যাচ টাই হয়েছে। ১৯৭৯-২০১৭ সালের মধ্যে ভারত পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সবচেয়ে বেশিবার খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০-র বেশি ওয়ান-ডে খেলেছে টিম ইন্ডিয়া। ঘটনাচক্রে অজিদের বিরুদ্ধে ভারতের শতকরা জয়ের হার সবচেয়ে খারাপ। পরিসংখ্যান বলছে ৩৯.৮৩ শতাংশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের হার সবচেয়ে ভাল। শতকরার হিসেবে ৬১.৫৬ শতাংশ।


নাগপুরে টস হেরে প্রথমে ব্যাট করে ২৫০ রান তুলেছিল ভারত। সৌজন্যে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি (১১৬)। জবাবে ২৪২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এদিন ব্যাট হাতে (৪৬) কামাল দেখিয়ে বল হাতেও (২/১৫) ঝলসালেন বিজয় শঙ্কর। আট রানে ম্যাচ জিতে নেয় ইন্ডিয়া।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India record 500th odi win second to milestone after australia80666