Advertisment

সিরিজ খুইয়েও টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইন্ডিয়া

ইংল্যান্ডের মাটিতে ৪-১ সিরিজ হেরেও টেস্টের এক নম্বর আসনটা ধরে রাখল ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি অ্যান্ড কোং মগডালেই বিরাজমান ১১৫ পয়েন্ট নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kohli celebration

বিরাট কোহলি (ছবি টুইটার)

ইংল্যান্ডের মাটিতে ৪-১ সিরিজ হেরেও টেস্টের এক নম্বর আসনটা ধরে রাখল ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি অ্যান্ড কোং মগডালেই বিরাজমান ১১৫ পয়েন্ট নিয়ে।

Advertisment

অন্যদিকে জো রুটের ইংল্যান্ড এক ধাপ উঠে চারে এল। নিউজিল্যান্ডকে টপকে গেল তাঁরা। কিউয়িদের সংগ্রহে ১০২ পয়েন্ট। ইংরেজরা পেল ১০৫ পয়েন্ট। ঘরের মাঠে সিরিজ জিতে ইংল্যান্ড আট পয়েন্ট পেয়েছে। তারা সিরিজ শুরুর আগে ৯৭ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় পাঁচে ছিল। ভারতের সিরিজ হারের প্রভাব পড়েছে পয়েন্টে। তারা ১২৫-এ শুরু করেছিল। ১০ পয়েন্ট খুইয়েছে।

আরও পড়ুন: শুধু ৬০০ উইকেটই নয়, কুম্বলেকেও টপকাক অ্যান্ডারসন, বললেন ম্যাকগ্রা

ইংল্যান্ড প্রথম টেস্ট জেতে মাত্র ৩১ রানে। দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড জয় পায়। ইনিংস ও ১৫৯ রানে জিতে নেয়। এরপর তৃতীয় টেস্টে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২০৩ রানে জেতে। কিন্তু চতুর্থ (৬০ রানে জয়ী ইংল্যান্ড) ও পঞ্চম টেস্টে (১১৮ রানে জয়ী ইংল্যান্ড) ফের ভারত হারে। ইংল্যান্ডের আগে এখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী নভেম্বরে দ্বীপরাষ্ট্রে উড়ে যাচ্ছে ইংল্যান্ড। সেখানেই টেস্ট খেলবে তারা।

অন্যদিকে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৪ অক্টোবর রাজকোটে প্রথম টেস্ট ভারতের।  নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতে আসছে ইন্ডিজ। দু’টি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচ হবে দু’দলের মধ্যে।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ভারত- ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। এই শহরের জন্য সুখবর যে, তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ৪ নভেম্বর টোয়েন্টি-টোয়েন্টির স্বাদ নিতে চলেছে ক্রিকেট মক্কা।

India ICC
Advertisment