হোয়াইটওয়াশে বিধ্বস্ত করে লঙ্কা-জয়! WTC-এর পয়েন্ট তালিকায় কোথায় রইল টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কা সিরিজের আগে ভারত পঞ্চম স্থানে ছিল। হোয়াইটওয়াশ করে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে।

শ্রীলঙ্কা সিরিজের আগে ভারত পঞ্চম স্থানে ছিল। হোয়াইটওয়াশ করে ভারত চতুর্থ স্থানে উঠে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

হোয়াইটওয়াশ করে দুর্ধর্ষ জয়। আর লঙ্কানদের বিধ্বস্ত করে জয়ের পরেই ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একধাপ এগিয়ে গেল। অলরাউন্ড পারফরম্যান্সে ভারত মাত্র আড়াই দিনে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম টেস্টে মোহালিতে ইনিংস এবং ২২২ রানে জয় পেয়েছিল।

Advertisment

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ভারত পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে ছিল। অসাধারণ জয়ের পরে ভারত চতুর্থ স্থানে উঠে এল। ভারতের জয়ের শতকরা হার এখন ৫৮.৩৩।

আরও পড়ুন: রোহিতের ছক্কায় রক্তারক্তি কাণ্ড! নাক ভেঙে হাসপাতালে দর্শক

Advertisment

করাচি টেস্ট জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। অজিরাই আপাতত শীর্ষে। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা। আর ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা, যাদের জয়ের শতকরা হার ৫০-এর নিচে।

publive-image

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে নেমে গিয়েছে, বাংলাদেশেরও নীচে। এন্টিগুয়া টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও স্লো ওভার রেটের জন্য ক্যারিবিয়ানদের দু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ক্রেগ ব্রেথওয়েটের নেতৃত্বাধীন দল নির্দিষ্ট সময়ের মধ্যে দু-ওভার কম করে। তারপরেই শাস্তির কবলে পড়তে হয় তাঁদের।

ম্যাচ ফি-র ৪০ শতাংশ কেটে নেওয়ার সঙ্গেও দু-পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই শাস্তির কবলে পড়েছে ভারত, ইংল্যান্ডও। ভারতেরও তিন পয়েন্টের শাস্তি জুটেছে।

Sri Lanka Indian Cricket Team Indian Team