শক্ত দানে প্রতিপক্ষকে বেঁধে রাখা দাবার মতো খেলায় অত্যন্ত কঠিন। কিন্তু হাল ছাড়েননি কোনেরু হাম্পি। নিজের দৃঢ়প্রতিজ্ঞ মানসিক লড়াই দিয়েই ভারতকে প্রথমবারের জন্য দাবা অলিম্পিয়াডের ফাইনালে নিয়ে গেলেন এই দাবাড়ু।
শনিবারই ২-১ গেমে পোলান্ডকে হারিয়ে এই সাফল্য অর্জন করেছেন হাম্পি। এর আগে ২০১৪ সালে অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেলও জিতেছিলেন তিনি। নিজের দাবাড়ু জীবনে এই প্রথমবারের জন্য সোনা কিংবা রূপো জিততে চলেছেন কোনেরু হাম্পি। রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোনজন রবিবার তাঁর প্রতিপক্ষ হন সেটাই দেখার।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/pic.jpg)
প্রথম থেকেই যে দারুণ অবস্থানে ছিল টিম ইন্ডিয়া তেমনটা নয়। ফার্স্ট রাউন্ডে পরাজয় ও হয়েছিল। কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে মোড় ঘুরে যায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন