Gautam Gambhir: 'কুৎসিত বলে দেবেন...', গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণ অভিনেতা অনুজয়ের

Gautam Gambhir Head Coach: গৌতম গম্ভীরের কোচিং নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। গত ১১ টেস্ট ম্য়াচের মধ্যে টিম ইন্ডিয়া মাত্র তিনটেয় জয়লাভ করেছে। আর হেরেছে ৭ টেস্ট ম্য়াচে।

Gautam Gambhir Head Coach: গৌতম গম্ভীরের কোচিং নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। গত ১১ টেস্ট ম্য়াচের মধ্যে টিম ইন্ডিয়া মাত্র তিনটেয় জয়লাভ করেছে। আর হেরেছে ৭ টেস্ট ম্য়াচে।

author-image
Koushik Biswas
New Update
Anujoy on Gautam Gambhir

গৌতম গম্ভীরের বিরুদ্ধে সমালোচনায় গর্জে উঠলেন অনুজয় চট্টোপাধ্যায়

India vs England: টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। একের পর এক লজ্জার হারে টিম ইন্ডিয়া কার্যত বিধ্বস্ত। এই পরাজয়ের ধারাবাহিকতা যেন কিছুতেই শেষ হতে চাইছে না। এই টানা ব্যর্থতার মাঝে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার জয় যে আপাতত অলীক কল্পনা, তা বলা যেতেই পারে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে করছেন, এই পরাজয়ের সিংহভাগ দায়ই দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।

Advertisment

দ্রাবিড়ের বিকল্প আদৌ গম্ভীর?

টি-২০ বিশ্বকাপে ভারতকে জিতিয়ে হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের সেই ফাঁকা সিংহাসনে বসানো হয়েছিল গৌতম গম্ভীরকে। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ওপেনার দায়িত্ব গ্রহণ করার পর ভারত ১১ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে জিতেছে মাত্র তিনটে টেস্ট ম্য়াচে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া টেস্ট ম্য়াচ এবং অস্ট্রেলিয়ার মাটিতে একটি। এছাড়়া অস্ট্রেলিয়াতেই একটি টেস্ট ম্য়াচে ড্র করেছিল ভারত।

Advertisment

4 Unwanted Record For Team India: একে তো লজ্জার হার, তার উপরে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৪ কলঙ্কের বোঝা!

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সাতটি টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল হেরে গিয়েছে। এরমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটে ম্য়াচ হেরে গিয়েছে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে হার দিয়েই অভিযান শুরু করল।

3 Indian Cricketers Dropped: ইংল্যান্ডের কাছে লজ্জার হারের জের, দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন এই ৩ ক্রিকেটার

কোচ হিসেবে গৌতম গম্ভীরের এই রিপোর্ট কার্ড দেখে খুশি নন সিংহভাগ ভারতীয় ক্রিকেট সমর্থকই। এবার টিম ইন্ডিয়ার এমন পারফরম্য়ান্সের বিরুদ্ধে গর্জে উঠলেন টলিউড অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় (Anujay Chattopadhyay)। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'গৌতম গম্ভীর বলছেন প্রতি টেস্টে বোলারদের বিচার করলে একটা পেস ইউনিট গড়ে উঠবে কি করে! ঠিকই তো। প্রতি টেস্টে কেন বিচার করবেন? সিরিজটা শেষ হোক। একেবারে বিচার করে কুৎসিত বলে দেবেন।' পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হেডিংলে টেস্টে ভারতীয় বোলাররা যাবতীয় সম্মান জলাঞ্জলি দিয়ে এলেন। দ্বিতীয় ইনিংসে বুমরাহ ১৯ ওভার বল করলেও, একটাও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি সিরাজের ঝুলিও একেবারে ফাঁকা। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব, যেখানে ৫ ব্যাটার সেঞ্চুরি করার পরও সেই দলকে হারতে হল।

GG GFX

আর এই কলঙ্কের দায় টিম ইন্ডিয়ার উপর এসে পড়ল। টেস্টের শেষদিন প্রথম সেশনে ভারতীয় বোলাররা একটাও উইকেট শিকার করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের জুটি টিম ইন্ডিয়ার ত্রিফলা আক্রমণ (বুমরাহ-সিরাজ-কৃষ্ণা) একেবারে চুরমার করে দেয়। আর সেইসঙ্গে কাজে লাগল না রবীন্দ্র জাদেজার স্পিন বোলিংও। সব মিলিয়ে টিম ইন্ডিয়া যে আপাতত অসহায় কৃষ্ণগহ্বরে প্রবেশ করেছে, তা বলা যেতেই পারে।

Gautam Gambhir Indian Cricket Team India vs England Anujay Chattopadhyay