India vs West Indies: ক্যারিবিয়ান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাদ পড়লেন তারকা ক্রিকেটার

India vs West Indies Test Series 2025: টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করলেন অজিত আগারকার। ফিরলেন দেবদত্ত পাডিক্কল ও নীতীশ রেড্ডি। দেখুন পুরো লিস্ট।

India vs West Indies Test Series 2025: টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করলেন অজিত আগারকার। ফিরলেন দেবদত্ত পাডিক্কল ও নীতীশ রেড্ডি। দেখুন পুরো লিস্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Test Squad 2025

India Test Squad 2025: এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জেতার পর কুলদীপ যাদব।

India Test Squad 2025: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অবশেষে (India Test Squad 2025 vs West Indies) সিরিজের দল ঘোষণা করল। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার স্পষ্ট করে দিয়েছেন যে এবার টিমে নতুন কিছু এক্সপেরিমেন্টের বদলে ধারাবাহিকতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এই ঘোষণায় কয়েকটি বড় চমক রয়েছে।

Advertisment

দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে ফিরলেন কর্ণাটকের বাঁ-হাতি ব্যাটার দেবদত্ত পাডিক্কল। ইংল্যান্ড সফরে তিনি ফর্মে থাকলেও দলে সুযোগ পাননি। তবে এবার করুণ নায়ারের জায়গায় পাডিক্কলকে প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। আগারকার বলেন, 'আমরা করুণ নায়ারের কাছ থেকে আরও ধারাবাহিকতা আশা করেছিলাম। শুধু একটি ইনিংস দিয়ে জায়গা ধরে রাখা সম্ভব নয়। পাডিক্কল বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারে, তাই আমরা ওকে সুযোগ দিতে চাই।'

আরও পড়ুন- একেবারে জঘন্য ফিল্ডিং! লজ্জার তকমা নিয়েই এশিয়া কাপ ফাইনালে ভারত

Advertisment

নায়ার কেন বাদ?

আরও পড়ুন- ব্যাটিং, বোলিংয়ে ইন্ডিয়ার দাপট, দুবাইয়ে ৪১ রানে টাইগার বধ!

ইংল্যান্ড সিরিজে কয়েকটি ভালো শুরু করলেও বড় রান করতে ব্যর্থ হন করুণ নায়ার। শেষ ম্যাচে একটি হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না। তাই নির্বাচকরা তাঁর জায়গায় নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন। এই স্কোয়াডে সবচেয়ে বড় খবর হল অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে সহ-অধিনায়ক করা হয়েছে। নতুন অধিনায়ক শুভমন গিলের পাশে জাডেজা থাকবেন অভিজ্ঞতার ভরসা হিসেবে। দীর্ঘদিন ধরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ঘরোয়া সিরিজে কম খেলেছেন জসপ্রিত বুমরা। তবে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে রাখা হয়েছে। নির্বাচকরা জানালেন যে এশিয়া কাপের পর যথেষ্ট রেস্ট নেওয়ায় তিনি পুরোপুরি ফিট।

আরও পড়ুন- টাইগার বধ করেই 'হুঙ্কার' সূর্যের, বলে দিলেন মারাত্মক এই কথা!

এবারের টেস্ট স্কোয়াডে রয়েছেন শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, নীতীশকুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর প্যাটেল ও এন. জগদীশান। দলে জায়গা হয়নি অভিমন্যু ঈশ্বরন ও মানব সুতরের। আগারকার বলেছেন, '১৫ জনের স্কোয়াডে তৃতীয় ওপেনারের দরকার নেই।' একইসঙ্গে শারীরিক সমস্যার কারণে সরফরাজ খানের নামও তালিকায় নেই।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে ভারত প্রথম টেস্ট খেলবে আহমেদাবাদ, ২ অক্টোবর থেকে। দ্বিতীয় টেস্ট খেলবে দিল্লিতে ১০ অক্টোবর থেকে। একদিকে বুমরাহর ফিটনেস টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্যের চাবিকাঠি, অন্যদিকে পাডিক্কলের জন্য এটি নিজেকে প্রমাণ করার বড় সুযোগ। সিরিজে তাই ভারতীয় সমর্থকদের নজর থাকবে বুমরার পারফরম্যান্স ও পাডিক্কলের ব্যাটিংয়ের দিকে। 

squad India