শ্রীলঙ্কায় কি খেলবেন বিরাটরা! জানাল বোর্ড

কেন্দ্রীয় সরকার ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। অন্যদিকে চলতি মাসের শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সমস্ত উড়ানও বাতিল করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় সরকার ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। অন্যদিকে চলতি মাসের শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সমস্ত উড়ানও বাতিল করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত কী শ্রীলঙ্কা সফরে যাবে? বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা জানিয়ে রাখছেন, আন্তর্জাতিক উড়ানের বিষয়ে নিয়মাবলী কী হবে, তা জানার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত।

Advertisment

জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে করে টি টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা টিম ইন্ডিয়ার। তবে করোনা সংক্রমণের পরিস্থিতিতে সেই সফর ঘিরে সংশয় তৈরি হয়েছে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "কোনো কিছুই চূড়ান্ত হয়নি। কারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে কীনা, তা আমরা এখনো জানি না। এই বিষয়ে কোনো নির্দেশ আপাতত আসেনি। তাই সেই জন্য অপেক্ষা করার পরেই সিদ্ধান্তে আসতে পারব আমরা।"

কেন্দ্রীয় সরকার ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। অন্যদিকে চলতি মাসের শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সমস্ত উড়ানও বাতিল করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই-আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের।

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে জানিয়েছেন, "বাংলাদেশের ভ্রমণ নিয়ে কি নিষেধাজ্ঞা জারি রয়েছে তা দেখতে হবে। দুই দেশের কোয়ারেন্টাইন প্রটোকল কি, সেটাও খতিয়ে দেখার কথা। ক্রিকেটাররা প্রস্তুত কীনা সেটা জিজ্ঞাসা করতে হবে। সফর নিয়ে বাকি সবকিছু তলিয়ে দেখতে হবে।"

বিশ্বজনীন স্বাস্থ্য সংকটের মুখে শ্রীলঙ্কা ইতিমধ্যেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে।

BCCI