India tour of New Zealand 2020: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নতুন বছরের শুভারম্ভ করছে ভারত। লাসিথ মালিঙ্গারা ফিরে যাওয়ার পর পাঁচ দিনের বিরতি পাবেন রবি শাস্ত্রীর শিষ্য়রা। তারপরেই ভারতে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে অ্য়ারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।
এই সিরিজ শেষ করেই ভারত উড়ে যাবে নিউজিল্য়ান্ডে। কেন উইলিয়ামসনদের ঘরের মাঠে ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই বিরাট কোহলিদের পরীক্ষা। টিম ইন্ডিয়ার বছরের প্রথম বিদেশ সফর ও দুর্দান্ত ক্রিকেটীয় অ্যাকশনের জন্য় মুখিয়ে রয়েছেন ফ্য়ানেরা। ২৪ জানুয়ারিতে থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে ইন্দো-কিউয়ি সিরিজ।
আরও পড়ুন-শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কবে আর কোথায় খেলবে? দেখে নিন সূচি
দেখে নিন কবে আর কোথায় হবে ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচ
পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ
২৪ জানুয়ারি, শুক্রবার, ভারত-নিউজিল্য়ান্ড প্রথম টি-২০ ম্য়াচ, ইডেন পার্ক, অকল্য়ান্ড।
২৬ জানুয়ারি, রবিবার, ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টি-২০ ম্য়াচ, ইডেন পার্ক, অকল্য়ান্ড।
২৯ জানুয়ারি, বুধবার, ভারত-নিউজিল্য়ান্ড, তৃতীয় টি-২০ ম্য়াচ, সেডান পার্ক, হ্য়ামিলটন।
৩১ জানুয়ারি, শুক্রবার, ভারত-নিউজিল্য়ান্ড, চতু্র্থ টি-২০ ম্য়াচ, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন।
২ ফেব্রুয়ারি, রবিবার, ভারত-নিউজিল্য়ান্ড, পঞ্চম টি-২০ ম্য়াচ, বে ওভাল, মাউন্ট মাউনগানুই।
তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ
৫ ফেব্রুয়ারি, বুধবার, ভারত-নিউজিল্য়ান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ, সেডান পার্ক, হ্য়ামিলটন।
৮ ফেব্রুয়ারি, শনিবার, ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ, ইডেন পার্ক, অকল্য়ান্ড।
১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ভারত-নিউজিল্য়ান্ড, তৃতীয় ওয়ানডে ম্য়াচ, বে ওভাল, মাউন্ট মাউনগানুই।
তিন দিনের প্রস্তুতি ম্য়াচ: ১৪-১৬ ফেব্রুয়ারি, নিউজিল্য়ান্ড একাদশ বনাম ভারত, সেডান পার্ক, হ্য়ামিলটন।
দুই ম্য়াচের টেস্ট সিরিজ
২১-২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ভারত-নিউজিল্য়ান্ড প্রথম টেস্ট ম্য়াচ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।
২৯ ফেব্রুয়ারি- ৪ মার্চ, বুধবার, ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচ, হেগলে ওভাল, ক্রায়স্টচার্চ।
আরও পড়ুন- এক দশকের সেরা একাদশ: টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে ক্য়াপ্টেন ধোনি
ভারতের থেকে ৭ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে নিউজিল্য়ান্ড। ফলে বোঝাই যাচ্ছে যে, ভারতীয় ফ্য়ানেদের খেলা দেখার জন্য় যেমন ভোরেও উঠতে হবে, তেমনই রাতও জাগতে হবে। টি-২০ ম্য়াচগুলি ভারতে দেখা যাবে রাত ১২টা ৩০ মিনিট থেকে। ওয়ানডে দেখা যাবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে। টেস্ট ম্য়াচগুলি ভোর ৪টে থেকে।