Advertisment

ধোনিদের ছুঁয়ে রেকর্ড ভারতীয় মহিলা দলের! ১৬ বছর আগের কাণ্ড ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইন্ডিয়া

কোহলি-রোহিতরা পারেননি এখনও! বাঙালি বোঝাই ভারতীয় মহিলারা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিলেন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই মহিলাদের আইপিএল সাড়ম্বরে ঘোষণা করেছে। সেই আইপিএল ঘোষণার সঙ্গেই সঙ্গতি রেখে এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। মহেন্দ্র সিং ধোনিদের কীর্তি স্পর্শ করে অনুর্দ্ধ-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল মহিলাদের যুব টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেল। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেরার সেরা মুকুট পড়লেন জাতীয় যুব দলের মহিলা তারকারা।

Advertisment

২০০৭ সালে টি২০ বিশ্বকাপের প্ৰথম সংস্করণেই মহেন্দ্র সিং ধোনিরা ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপরে কেটে গিয়েছে ১৬ বছর। টি২০ বিশ্বকাপে আর জয়ের শিরোপা পায়নি ভারত। সেই আক্ষেপ ঘুচিয়েই এবার মহিলাদের অনুর্দ্ধ-১৭ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের প্ৰথম সংস্করণেই রেকর্ড গড়ে জয় পেল শেফালি ভার্মাদের টিম ইন্ডিয়া। মহিলাদের যুব টি২০ বিশ্বকাপের আসর বসেছে এবার দক্ষিণ আফ্রিকায়। ফাইনালে পচেফস্ট্রুমের সোয়েনেস পার্কে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ইংরেজদের দুরমুশ করে সাত উইকেটে হারাল ভারত।

ফাইনালে ভারতের জয়ের পুরো কৃতিত্বই প্রাপ্য বোলারদের। টসে জিতে ফিল্ডিং নেন ভারতীয় ক্যাপ্টেন শেফালি ভার্মা। প্ৰথমে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ ভারতের বোলিং আক্রমণের মুখে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ ধসে গিয়েছিল মাত্র ৬৮ রানে। বল হাতে আগুনে পারফরম্যান্স করে যান তিতাস সান্ধু। প্ৰথম ওভারেই তুলে নেন ফর্মে থাকা লিবার্টি হোপকে। অফস্পিনার অর্চনা দেবীর ঘূর্ণি বলও সামলাতে ব্যর্থ ইংরেজ মহিলারা।

তিতাস সান্ধু, অর্চনা দেবী, পরশভি চোপড়া প্রত্যেকেই দুটো করে উইকেট নেন। শেফালি ভার্মা, মন্নত কাশ্যপ, সোনম যাদবও একটি করে উইকেট নিয়েছেন।

তবে সামান্য এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয়দের শুরুটাও ভালো হয়নি। ক্যাপ্টেন শেফালি (১৫) এবং শ্বেতা শেরাওয়াত শুরুতেই অথ্যে যাওয়ায় বিপদে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ভারতকে উদ্ধার করে সৌম্য তিওয়ারি (২৪) এবং গঙ্গাদি তৃষার (২৪) পার্টনারশিপ। এই পার্টনারশিপে ভর করেই ভারত শেষ পর্যন্ত ৬ ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে নেয়।

মহিলাদের ক্রিকেটে এই প্ৰথমবার ভারত বিশ্বচ্যাম্পিয়ন হল। এর আগে ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে সিনিয়র পর্যায়ে ভারত তিনবার ফাইনালে উঠেও শেষ রক্ষা করতে পারেনি। ২০০৫ এবং ২০১৭-য় মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত ফাইনালে উঠেও রানার্স হয়। ২০২০-তে ভারত টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও শেষপর্যন্ত আয়োজক দেশ অস্ট্রেলিয়ার কাছে হার হজম করেছিল।

BCCI Indian Cricket Team Women Cricket
Advertisment