scorecardresearch

বড় খবর

বাইরে আয়, তোকে দেখে নেব! মাঠে দাঁড়িয়েই সানিয়ার বর শোয়েবকে ভয়ঙ্কর হুমকি দেন সৌরভ

শাসানি দিয়ে শোয়েবের পিলে চমকে দেন সৌরভ

বাইরে আয়, তোকে দেখে নেব! মাঠে দাঁড়িয়েই সানিয়ার বর শোয়েবকে ভয়ঙ্কর হুমকি দেন সৌরভ

ভারত পাকিস্তান ম্যাচের পুরোনো ঘটনা এবার শেয়ার করলেন কামরান আকমল। শোয়েব মালিকের মাইন্ড গেমের শিকার হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ২০০৫-এ ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ঘটনা।

সেই সিরিজের না জানা কথা এবার প্রকাশ্যে আনলেন কামরান আকমল। নাদির আলি পডকাস্টে। “২০০৫-এ মোহালি টেস্ট ম্যাচে দানিশ কানেরিয়া বোলিং করছিলেন। সিলি মিড অনে ফিল্ডিং করছিলেন শোয়েব মালিক। সিলি মিড অফে ছিল সালমান বাট। দানিশ একটা বলের লেংথ মিস করে বসে। সৌরভও সুযোগের সদ্ব্যবহার করে বাউন্ডারি হাঁকিয়ে দেয়।”

এরপরেই মাইন্ড গেমের আশ্রয় নেন শোয়েব মালিক। তিনি সৌরভকে শুনিয়ে শুনিয়ে কামরানকে বলতে থাকেন, “কামরান দেখেছ, দাদার ওপর কত চাপ! ছক্কা হাঁকানোর বলে বাউন্ডারি মারল দাদা। পরের বলে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে গিয়ে সৌরভ স্ট্যাম্পড আউট হয়ে যায়।”

আউট হয়ে রাগে গজগজ করতে করতে সৌরভ প্যাভিলিয়নে যাওয়ার সময় কার্যত হুমকি দিয়ে যান, “তুই অনেক চালাক। বাইরে আয়, তোকে ছাড়ব না।”

সেই সিরিজ ১-১ ড্রয়ে শেষ হয়। মোহালিতে দুই দল ড্র করার পর কলকাতা টেস্টে ভারত দুর্ধর্ষ জয় পায়। তবে তৃতীয় টেস্টে পাকিস্তান দারুণভাবে কামব্যাক করে জয় ছিনিয়ে নেয়।

গোটা সিরিজেই সৌরভ ব্যাট হাতে অফফর্মে ছিলেন। পাঁচ ইনিংসে ৯.৬ গড়ে ৪৮ রান করেন। দানিশ কানেরিয়া সৌরভকে দু-বার সিরিজে আউট করেছিলেন। সেই সিরিজে বীরেন্দ্র শেওয়াগ ছয় ইনিংসে ৯০.৬৭ গড়ে ৫৪৪ রান করে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India va pakistan 2005 sourav ganguly shoaib malik kamran akmal nadir ali podcast