Advertisment

India vs Afghanistan 2024 T20 Series: চূড়ান্ত কোহলি-রোহিতের টি২০ ভবিষ্যৎ! আফগানিস্তান সিরিজে একাধিক তারকাকে বাতিল করল BCCI

India T20 Squad: বিশ্বকাপের আগেই ঠিক ফেরানো হল দুই মহারথীকে। এতেই স্পষ্ট বিশ্বকাপে দুজনেরই জায়গা হতে চলেছে। টি২০ ওয়ার্ল্ড কাপে দুজনের ভবিষ্যৎ নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের পরে। দুজনেই বোর্ডকে জানিয়েছিলেন তাঁরা টি২০ ফরম্যাট এবং বিশ্বকাপে খেলতে ইচ্ছুক।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Afghanistan 2024 Test Series | India Cricket Team Full Squad |  India Cricket Players List

India vs Afghanistan 2024 Test Series: বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষেই শেষ টি২০ সিরিজ খেলবে ভারত (বিসিসিআই, টুইটার)

India Cricket Team Full Squad, Players List: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রোহিত শর্মাকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে নেতা রেখে দল ঘোষণা করল বিসিসিআই। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও টি২০ স্কোয়াডে ফেরানো হয়েছে। টি২০ ওয়ার্ল্ড কাপে শেষবার দুজনে খেলেছিলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর কেটে গিয়েছে ১৪ মাস। এর মধ্যে কোনও আন্তর্জাতিক টি২০ খেলেননি দুজনে।

Advertisment

Virat Kohli rohit Sharma Returns in t20

তবে বিশ্বকাপের আগেই ঠিক ফেরানো হল দুই মহারথীকে। এতেই স্পষ্ট বিশ্বকাপে দুজনেরই জায়গা হতে চলেছে। টি২০ ওয়ার্ল্ড কাপে দুজনের ভবিষ্যৎ নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের পরে। দুজনেই বোর্ডকে জানিয়েছিলেন তাঁরা টি২০ ফরম্যাট এবং বিশ্বকাপে খেলতে ইচ্ছুক। শেষমেষ দুজনকে রেখেই তাঁদের ইচ্ছাকে মান্যতা দেওয়া হল।

আরও পড়ুন- Sourav Ganguly on Rohit-Kohli: রোহিত-কোহলিকে যেন বিশ্বকাপে বাদ না পড়তে হয়, বোর্ডকে সওয়াল এবার সৌরভের

বিশ্বকাপের আগে ভারত কেবলমাত্র আফগানিস্তান সিরিজেই খেলবে টি২০ সিরিজে। দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তাঁকে বাইরে রাখা হয়েছে আফগানিস্তান সিরিজে।

তবে তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে রাখা হলেও টি২০ স্কোয়াডে জায়গা পাননি সঞ্জু স্যামসন। তাঁকে ফের একবার ফেরানো হয়েছে টি২০ সেট আপে। একইভাবে শিবম দুবে দক্ষিণ আফ্রিকা সফরে না থাকলেও তাঁকে নেওয়া হয়েছে আফগান সিরিজে। চোটের কারণে এই সিরিজে রাখা হয়নি রুতুরাজ গায়কোয়াড, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে।

টানা খেলার ধকল এড়াতে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরা খেলবেন আফগানিস্তান সিরিজে। সম্ভবত দুজনকেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হবে। দক্ষিণ আফ্রিকাকে কেপটাউনের মাটিতে শুইয়ে হারানোর নেপথ্যে ছিলেন জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। দুজনের বোলিং বিক্রমেই ভারত সিরিজে সমতা ফেরাতে সমর্থ হয়।

জানুয়ারির ১১, ১৪ এবং ১৭ তারিখে ভারত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলবে যথাক্রমে মোহালি, ইন্দোর এবং বেঙ্গালুরুতে। এরপরে পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে- জানুয়ারির ২৫ তারিখ থেকে। শেষ হবে মার্চের ১১-য়। প্ৰথম টেস্ট হবে হায়দরাবাদে। ফেব্রুয়ারির ২-৬ দ্বিতীয় টেস্টের আসর বসবে বিশাখাপত্তনমে। ফেব্রুয়ারির ১৫-১৯ তৃতীয় টেস্ট হবে রাজকোটে। শেষ দুই টেস্ট হবে রাঁচি (ফেব্রুয়ারি ২৩-২৭) এবং ধর্মশালায় (মার্চ ৭-১১)।

India T20I squad: রোহিত শর্মা (C), শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (wk), সঞ্জু স্যামসন (wk), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল,, রবি বিশ্নোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার

Indian Team india vs afghanistan live score Afghanistan BCCI Afghanistan Cricket Team India vs Afghanistan Live Cricket Score India vs Afghanistan Indian Cricket Team
Advertisment