India vs Afghanistan Cricket Score: টিম রাহানের দুরন্ত জয়ের দৌলতে দু'দিনেই শেষ হয়ে গেল ঐতিহাসিক টেস্ট ম্য়াচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমবার টেস্ট খেলতে গিয়ে বেসামাল হতে হল নবাগত আফগানিস্তানকে। বল হাতে খানিকটা চমক দেখাতে পারলেও ব্য়াট হাতে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়লেন রশিদ খানরা। খুব সহজেই আফগানদের কুপোকাত করে ২৬২ রান ও এক ইনিংস নিয়ে ঐতিহাসিক টেস্ট ম্য়াচ নিজেদের দখলে রাখলেন রাহানেরা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে কার্যত ব্য়াটিং বিপর্যয়ের শিকার হতে হয় আফগানিস্তানকে। ২৭.৫ ওভারে মাত্র ১০৯ রান দিয়ে আফগানদের থামিয়ে দেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসের ভিত্তিতে ৩৬৫ রানে এগিয়ে থেকে আফগানদের ফলো-অন করায় টিম রাহানে। দ্বিতীয় ইনিংসেও ব্য়াট হাতে বেসামাল হতে হয় আফগানদের। মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
ব্য়াট হাতে তেমন কেরামতি দেখাতে না পারলেও বল হাতে কিছুটা চমক দেখিয়েছে টেস্ট ক্রিকেটের এই নবাগত দল। এর আগে, ৪৭৪ রানে অলআউট হয় টিম রাহানে। ভারতের মতো টেস্টে বৃহত্তম দলকে অলআউট করে চমক দেখায় নবাগত দল আফগানিস্তান। এদিন খেলার শুরুর দিকে হার্দিক পান্ডিয়ার মারমুখী ব্য়াটিংয়ে ভর করে ৪০০ রান টপকায় ভারত। হার্দিকের হাফ সেঞ্চুরির পর ভালই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু হার্দিকের উইকেট পতনের পর খানিকটা ছন্দপতন ঘটল। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন উমেশ যাদব।
You can also follow our coverage on India vs Afghanistan Test Match in ENGLISH
5.43 PM: প্লেয়ার অফ দ্য় ম্য়াচ হলেন শিখর ধাওয়ান।
For his memorable century before lunch on day one that set India on their way, @SDhawan25 is named Player of the Match! ???? #INDvAFG pic.twitter.com/zmk9es4K2N
— ICC (@ICC) June 15, 2018
5.35 PM: জয়ের মুহূর্ত...
Game! Set! Match!#TheHistoricFirst #INDvAFG pic.twitter.com/wjlmCYapuV
— BCCI (@BCCI) June 15, 2018
5.28 PM: বিসিসিআই-কে জয়ের অভিনন্দন আফগান ক্রিকেট বোর্ডের।
Congratulations to @BCCI for the 262 runs victory against Afghanistan in the Historic Test match at Bengaluru.#INDvAFG #HistoricTest
— Afghan Cricket Board (@ACBofficials) June 15, 2018
5.23 PM: ১০৩ রানে অলআউট আফগানরা। ২৬২ রান ও এক ইনিংসে জয়ী টিম রাহানে।
India win in Bengaluru! ????????
Afghanistan’s Test debut is over in just two days, 24 wickets falling today as the hosts cruise to their biggest ever innings win, by an innings and 262 runs.#INDvAFG scorecard ➡️ https://t.co/3XQ9WU3iSy pic.twitter.com/yF3Y6vae88
— ICC (@ICC) June 15, 2018
5.14 PM: নবম উইকেট খোয়ালো টিম আফগান। জাদেজার বলে মাত্র ৩ রান করে আউট হলেন মুজিব। ৩৫ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৯৮/৯, ক্রিজে শাহিদি ও ওয়াফাদার।
5.02 PM: অষ্টম উইকেটের পতন আফগানদের। মাত্র এক রান করে প্য়াভেলিয়নে ফিরলেন আহমেদজাই। ৩২.৫ ওভারে আফগানদের স্কোর ৮৫/৮, ক্রিজে রয়েছেন শাহিদি ও মুজিব।
4.43 PM: সপ্তম উইকেট হারাল আফগানিস্তান। জাদেজার বলে ১২ রানে আউট হলেন রশিদ খান। ২৯.২ ওভারে আফগানদের স্কোর ৮২/৭, ক্রিজে রয়েছেন শাহিদি ও আহমেদজাই।
A third wicket for Jadeja! Rashid Khan chops onto his stumps for 12. Afghanistan are 82/7, 283 runs behind.#INDvAFG LIVE ➡️ https://t.co/3XQ9WU3iSy pic.twitter.com/XI7zJrxIiQ
— ICC (@ICC) June 15, 2018
4.31 PM: ষষ্ঠ উইকেটের পতন আফগানদের। মাত্র এক রানে আউট হলেন জাজাই। ২৫.৩ ওভারে আফগানদের স্কোর, ৬২/৬ ক্রিজে রয়েছেন শাহিদি ও রশিদ খান।
Bowled! Jadeja wants this over tonight! Afsar Zazai goes for just 1. It's 62/6 and Rashid Khan is the next man in. Afghanistan trail by 303 runs.#INDvAFG LIVE ➡️ https://t.co/3XQ9WU3iSy pic.twitter.com/MUJLgPnMzE
— ICC (@ICC) June 15, 2018
4.23 PM: পঞ্চম উইকেট হারাল আফগানরা। জাদেজার বলে ২৫ রানে আউট হলেন স্টানিকজাই। ক্রিজে রয়েছেন শাহিদি ও জাজাই, ২৩ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৬১/৫
4.06 PM: ৫০ রান ছুঁল টিম আফগান, ১৮ ওভার শেষে স্কোর ৫২/৪, ক্রিজে রয়েছেন স্টানিকজাই(২১) ও শাহিদি(৭)।
3.56 PM: ১৪ ওভারের শেষে আফগানদের স্কোর ৩৯/৪, ক্রিজে রয়েছেন শাহিদি - ৩ , স্টানিকজাই - ১২
3.33 PM: খোশ মেজাজে টিম ইন্ডিয়া
When @DineshKarthik made the right DRS call ????#TheHistoricFirst @Paytm #INDvAFG pic.twitter.com/JtkAB9Dqgm
— BCCI (@BCCI) June 15, 2018
3.16 PM: আফগানদের চতুর্থ উইকেটের পতন। ইশান্ত শর্মার বলে মাত্র চার রানে আউট হলেন রহমত শাহ। ৬.৪ ওভারে আফগানদের স্কোর ২৪/৪, ক্রিজে শাহিদি ও স্টানিকজাই।
3.11 PM: দ্বিতীয় ইনিংসেও ব্য়াটিং বিপর্যয় অব্য়াহত আফগানদের। আফগানিস্তানের তিন নম্বর উইকেট ছিনিয়ে নিলেন ভারতীয় বোলাররা। শূন্য় রানে আউট হলেন নবি। মাত্র ৫.৫ ওভারে আফগানদের স্কোর ২২/৩, ক্রিজে শাহিদি ও রহমত।
Three down! Seven to go.@y_umesh is on fire here in Bengaluru as he picks up first three wickets. Afghanistan 22/3, trail by 343 runs. pic.twitter.com/wWSHjVaUVd
— BCCI (@BCCI) June 15, 2018
3.07 PM: দ্বিতীয় ইনিংসে আফগানদের দ্বিতীয় উইকেটের পতন। মাত্র তিন রান করে আউট আহমদি, আফগানিস্তানের স্কোর ৫.২ ওভারে ২২/২, ক্রিজে রহমত ও নবি।
3 PM: দ্বিতীয় ইনিংসে আফগানদের প্রথম উইকেটের পতন। উমেশ যাদবের বলে ১৩ রান করে আউট হলেন শাহজাদ, আফগানিস্তানের স্কোর ১৯/১
2.49 PM: ফের ব্য়াট হাতে আফগানরা। ওপেনিং করছেন শাহজাদ ও আহমদি। এক ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৯/০
2.36 PM: প্রথম ইনিংসের ভিত্তিতে ৩৬৫ রানে এগিয়ে থেকে আফগানদের ফলো-অন করতে বাধ্য় করল ভারত।
2.21 PM: মাত্র ২৭.৫ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেল আফগানিস্তান।
Innings Break!#TeamIndia bowlers dominate the second session on Day 2 of the one-off Test as they bowl out Afghanistan for 109 runs (trail by 365 runs).
India have enforced the follow on here in Bengaluru. #INDvAFG pic.twitter.com/ef8y2ekvrN
— BCCI (@BCCI) June 15, 2018
2.06 PM: আফগানদের অষ্টম উইকেট কেড়ে নিল টিম ইন্ডিয়া। ২৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৮৭/৮, ক্রিজে নবি ও রহমান।
1.54 PM: সপ্তম উইকেটের পতন আফগানদের। জাদেজার বলে সাত রানে আউট হলেন রশিদ, আফগানদের স্কোর ৭৮/৭, ক্রিজে নবি ও আহমদজাই।
1.52 PM: ২০ ওভারের শেষে আফগানদের স্কোর ৭৮/৬, রশিদ - ৭, নবি - ১৪
1.34 PM: ষষ্ঠ উইকেটের পতন আফগানদের। ১১ রানে আউট শাহিদি, ১৬ ওভারের শুরুতে আফগানদের স্কোর ৫৯/৬, ক্রিজে নবি ও রশিদ।
That's six! Ashwin has his second, Shahidi gone lbw for 11. The batsman queries the decision, but the umpire is correct and they lose a review. Afghanistan 59/6.#INDvAFG LIVE ➡️ https://t.co/3XQ9WU3iSy pic.twitter.com/pBldhPzUOc
— ICC (@ICC) June 15, 2018
1.16 PM: পঞ্চম উইকেটের পতন আফগানিস্তানের। অশ্বিনের বলে ১১ রান করে আউট স্টানিকজাই। আফগানদের স্কোর ৫০/৫, ক্রিজে শাহিদি ও মহম্মদ নবি।
1.06 PM: টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নিলেন উমেশ যাদব।
Smiles and handshakes all around.
Congratulations @y_umesh! pic.twitter.com/FrY9Qk8xc1
— BCCI (@BCCI) June 15, 2018
Congratulations to @y_umesh for reaching 100 Test wickets! ???? #INDvAFG pic.twitter.com/deidUlDVGx
— ICC (@ICC) June 15, 2018
1.01 PM: চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান, ইশান্ত শর্মার বলে ৬ রান করে আউট হলেন জাজাই, আফগানদের স্কোর ।৩৫/৪, ক্রিজে রয়েছেন শাহিদি ও স্টানিকজাই।
12.54 PM: তৃতীয় উইকেট খোয়ালো আফগানরা, ১৪ রান করে আউট হলেন রহমত শাহ, আফগানিস্তানের স্কোর ৩৫/৩, ক্রিজে জাজাই ও শাহিদি।
12.39 PM: আফগানদের দ্বিতীয় উইকেটের পতন। এক রান করে প্য়াভেলিয়নে ফিরলেন জাভেদ আহমদি, আফগানিস্তানের স্কোর ২১/২, ক্রিজে রহমত ও জাজাই।
12.30 PM: আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ১৪ রান করে আউট শাহজাদ, আফগানদের স্কোর ১৫/১, ক্রিজে জাভেদ আহমদি ও রহমত।
12.22 PM: এক ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১০/০, ওপেনিং করছেন মহম্মদ শাহজাদ ও জাভেদ আহমদি।
Mohammad Shahzad and Javed Ahmadi open the innings for Afghanistan.#INDvsAFG #HistoricTest pic.twitter.com/WgRc4u8tdS
— Afghan Cricket Board (@ACBofficials) June 15, 2018
12.10 PM: প্রথম ইনিংস নিয়ে টুইট আফগান ক্রিকেট বোর্ডের।
India are all out for 474 runs in the first innings of the Historic Test match. Yamin was the pick of the bowlers with three wickets followed by Wafadar and Rashid Khan who took two wickets each.#AFGvIND #INDvAFG #HistoricTest pic.twitter.com/pswKB9kbBd
— Afghan Cricket Board (@ACBofficials) June 15, 2018
11.52 AM: টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের ঝলক।
Innings Break!#TeamIndia all out for 474 in 104.5 overs (Dhawan 107, Vijay 105, Hardik 71).#TheHistoricFirst #INDvAFG pic.twitter.com/fb4k7ABNkN
— BCCI (@BCCI) June 15, 2018
11.31 AM: ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট টিম ইন্ডিয়া। ৮ রানে আউট ইশান্ত শর্মা।
11.29 AM: মারমুখী উমেশ যাদব, ভারতের স্কোর ৪৭২/৯
11.16 AM: সাড়ে ৪০০ রান পেরোল টিম রাহানে। ভারতের স্কোর ৪৫২/৯, ক্রিজে ইশান্ত ও উমেশ যাদব।
11.07 AM: নবম উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৭১ রানে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ভারতের স্কোর ৪৪০/৯, ক্রিজে ইশান্ত ও উমেশ যাদব।
There's nine! Pandya attempts a ramp behind but can only edge through to the keeper, he goes for 71, Wafadar gets his second wicket. India 440/9 - how long can the final wicket stand?#INDvAFG LIVE ➡️ https://t.co/3XQ9WU3iSy pic.twitter.com/lYl7rw28k8
— ICC (@ICC) June 15, 2018
11.02 AM: ভারতের অষ্টম উইকেটের পতন। ২০ রানে আউট হলেন জাদেজা। ভারতের স্কোর ৪৩৬/৮, ক্রিজে রয়েছেন হার্দিক ও ইশান্ত।
10.53 AM: হাফ সেঞ্চুরি করলেন হার্দিক পান্ডিয়া। ৫২ রানে অপরাজিত পান্ডিয়া, সঙ্গী জাদেজা(১৮), ৯৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪১৮/৭
FIFTY!@hardikpandya7 has been impressive with the bat today morning as he brings up his 3rd Test 50.#TheHistoricFirst #INDvAFG pic.twitter.com/ZaFY9QhKUo
— BCCI (@BCCI) June 15, 2018
10.42 AM: ৪০০ রান ছুঁল টিম ইন্ডিয়া। ৯৪ ওভারের শুরুতে ভারতের স্কোর ৪০০/৭, হার্দিক অপরাজিত ৪৫, জাদেজা ৭ রানে ব্য়াট করছেন।
10.14 AM: ৮৮ ওভারের শেষে ভারতের স্কোর ৩৮৯/৭, হার্দিক ৩৭, জাদেজা ৪
10.01 AM: দ্বিতীয় দিনের শুরুতে ভারতের উইকেট পতন। ১৮ রান করে প্য়াভেলিয়নে ফিরে গেলেন অশ্বীন। ৮৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭৩/৭, ক্রিজে হার্দিক ও জাদেজা।
First wicket of the day as Ahmadzai gets his reward for a fine, fine spell. Ashwin departs for 18 runs.#TeamIndia 369/7, follow the game here - https://t.co/RSfCL2ZQl6 #INDvAFG pic.twitter.com/UEaqn4nlyE
— BCCI (@BCCI) June 15, 2018
9.42 AM: খেলা শুরুর আগে ঈদের শুভেচ্ছা বিনিময়
Bringing in the festive fever on the ground are @ACBofficials players before start of play #EidMubarak #INDvAFG #TheHistoricFirst #Paytm pic.twitter.com/YisA2IQFJc
— BCCI (@BCCI) June 15, 2018
9.33 AM: ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ৭৮ ওভারের শেষে ভারতের স্কোর ৩৪৯/৬, ক্রিজে হার্দিক ১১, অশ্বিন ৮
ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে মারমুখী রূপ দেখালেন শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কে এল রাহুলরা। প্রথম দিনে লাঞ্চব্রেকের আগেই সেঞ্চুরি করে নজির গড়লেন ধাওয়ান। ধাওয়ান-মুরলীর ঝোড়ো পার্টনারশিপের কাছে রীতিমতো হিমশিম খেতে হয় রশিদ খানদের।