Advertisment

India vs Afghanistan Test Updates: ধাওয়ান-মুরলীর জোড়া সেঞ্চুরি, বেলাশেষে চমক আফগানদের

India vs Aghanistan 1st Test , Ind vs Afg Test Match Cricket Score: ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে ভারতের স্কোর ৩৪৭/৬, রাহানেদের সঙ্গে টক্কর দিতে মরিয়া রশিদরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Aghanistan 1st Test Live Cricket Score Streaming, india vs afghanistan, india vs afghanistan live score, ভারত-আফগানিস্তান লাইভ ক্রিকেট স্কোর, shikhar dhawan, শিখর ধাওয়ান

India vs Aghanistan 1st Test Cricket Score Streaming: লাঞ্চব্রেকের আগে সেঞ্চুরি করে রেকর্ড শিখর ধাওয়ানের। ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

India vs Aghanistan 1st Test, Ind vs Afg Test Match Cricket Score: একদিকে যখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা তুঙ্গে, ঠিক  সেই মাহিন্দ্রক্ষণেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে মাঠে নামল ভারতীয় ক্রিকেট দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ প্রথম বার টেস্টে হাতেখড়ি হল আফগান ক্রিকেটারদের।ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে মারমুখী রূপ দেখালেন শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কে এল রাহুলরা। প্রথম দিনে লাঞ্চব্রেকের আগেই সেঞ্চুরি করে নজির গড়লেন ধাওয়ান। ধাওয়ান-মুরলীর ঝোড়ো পার্টনারশিপের কাছে রীতিমতো হিমশিম খেতে হল রশিদ খানদের।

Advertisment

ধাওয়ানের মতো শতরান করলেন মুরলী বিজয়ও। ১০৭ রান করে শিখরের প্য়াভেলিয়নে ফেরার পর রাহুলের সঙ্গে জুটি বেঁধে দুরন্ত গতিতে এগোচ্ছিলেন মুরলী। এরপরই ছন্দপতন ঘটল। ওয়াফাদারের বলে ১০৫ রানে আউট হয়ে যান মুরলী। এর পর পরই, ৫৪ রান করে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ফিরে যান রাহুলও। রাহুলের উইকেটের পরই তাল কাটে টিম ইন্ডিয়ার ব্য়াটে। প্রথম দিকে বেসামাল অবস্থা হলেও, বেলাশেষে পর পর উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর ঢঙে খেলতে থাকেন আফগান বোলাররা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৪৭/৬। ১০ রানে অপরাজিত রয়েছেন হার্দিক, ৭ রানে অপরাজিত অশ্বিন।

তবে, বৃষ্টির জন্য়, দু'বার কিছুক্ষণের জন্য় খেলা বন্ধ ছিল।

India vs Afghanistan Cricket Score: Read in ENGLISH

6.02 PM: ঐতিহাসিক টেস্টের প্রথম দিনের খেলা শেষ।  ভারতের স্কোর ৩৪৭/৬, ১০ রানে অপরাজিত হার্দিক, ৭ রানে অপরাজিত অশ্বিন।

5.48 PM: ষষ্ঠ উইকেট হারাল টিম ইন্ডিয়া। রান আউট হলেন দীনেশ কার্তিক(৪), ৭৪.৫ ওভারে ভারতের স্কোর ৩৩৪/৬, ক্রিজে হার্দিক ও অশ্বিন।

5.40 PM: পূজারার উইকেট শিকারী মুজিব

5.28 PM: ভারতের পঞ্চম উইকেট কেড়ে নিল আফগান টিম। ৩৫ রানে আউট হলেন চেতেশ্বর পূজারা। ৬৯.৫ ওভারে ভারতের স্কোর ৩২৮/৫, ক্রিজে কার্তিক ও হার্দিক পান্ডিয়া।

5.15 PM: ভারতের চতুর্থ উইকেটের পতন। ১০ রানে আউট অধিনায়ক রাহানে। ৬৬.৩ ওভারে  ভারতের স্কোর ৩১৮/৪, ক্রিজে পূজারা ও দীনেশ কার্তিক।

5.02 PM: ৬২ ওভারের শেষে ভারতের স্কোর  ৩০৬/৩, রাহানে- ৬, পূজারা - ২০

4.47 PM: ৩০০ রান ছুঁল টিম ইন্ডিয়া,  ৫৯ ওভারের শেষে ভারতের স্কোর  ৩০৪/৩, রাহানে - ৫, পূজারা- ১৯

4.29 PM: ৫৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৮৮/৩, রাহানে - ৪, পূজারা- ৪

4.12 PM: তিন নম্বর উইকেট খোয়ালো টিম ইন্ডিয়া। ইয়ামিন আহমদজাইয়ের বলে ৫৪ রানে আউট হলেন কে এল রাহুল। ৫২ ওভারের শুরুতে ভারতের স্কোর ২৮৪/৩, ক্রিজে রয়েছেন পূজারা ও রাহানে।

4.06 PM: ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ওয়াফাদারের বলে ১০৫ রানে আউট হলেন বিজয় মুরলী। ভারতের স্কোর ২৮০/২, ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও চেতেশ্বর পূজারা।

4.01 PM: হাফ সেঞ্চুরি করলেন কে এল রাহুল, ৬১ বলে ৫২ রানে অপরাজিত রাহুল, সঙ্গী মুরলী বিজয়, ১০৩ রানে অপরাজিত মুরলী, ৫০ ওভারের শেষে ভারতের স্কোর ২৭৭/১

3.53 PM: সেঞ্চুরি করলেন মুরলী বিজয়, ১০৩ রানে অপরাজিত মুরলী। ৫০ ওভারের শুরুতে ভারতের স্কোর ২৭২/১

3.51 PM: বৃষ্টির বাধা কাটিয়ে ফের খেলা শুরু, ৪৯ ওভারের শুরুতে ভারতের স্কোর ২৬৮/১

3.44 PM: কিছুক্ষণের মধ্য়ে ফের খেলা শুরু।

3.29 PM:  চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি পড়ার মুহূর্ত...

3.07 PM: আবার বৃষ্টি নামল বেঙ্গালুরুতে, ফের বন্ধ হয়ে গেল খেলা, ৪৮.৪ ওভারে ভারতের স্কোর ২৬৪/১, মুরলী বিজয় অপরাজিত ৯৯, কে এল রাহুল রয়েছেন ৪৪ রানে।

2.51 PM: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের ভারত-আফগান মহারণ শুরু।

2.42 PM: বৃষ্টিতে থমকে খেলা, চা বিরতির পরই সম্ভবত ফের খেলা শুরু।

2.33 PM: টেস্টে দলের হয়ে প্রথম উইকেট শিকারী আফগানিস্তানের ইয়ামিন আহমদজাই। আহমদজাইয়ের বলে আউট হন ধাওয়ান।

2.11 PM: নতুন করে বৃষ্টি শুরু না হলে কিছুক্ষণের মধ্য়েই ফের খেলা শুরু হবে। নির্ধারিত সময়ের আগেই চলছে চা চক্র।

1.56 PM: বৃষ্টিতে বিঘ্নিত ম্য়াচ

1.40 PM: ঐতিহাসিক টেস্টে ভিলেন বৃষ্টি। বৃষ্টির জন্য় এই মুহূর্তে বন্ধ রয়েছে খেলা।

1.31 PM: ৪৫ ওভারের শুরুতে ভারতের স্কোর ২৪৮/১, মুরলী বিজয়- ৯৪, কে এল রাহুল - ৩৩

12.51 PM:  ২০০ রান ছুঁল টিম ইন্ডিয়া। ৩৬.৩  ওভারে ভারতের স্কোর ২০০/১, মুরলী বিজয় ৭৪, কে এল রাহুল ৬ রানে ব্য়াট করছেন।

12.30 PM: ইয়ামিন আহমদজাইয়ের বলে আউট ধাওয়ান।

12.24 PM: হাফ সেঞ্চুরি করলেন মুরলী বিজয়। ৮১ বলে ৫৩ রানে ব্য়াট করছেন মুরলী, সঙ্গী কে এল রাহুল। ভারতের স্কোর ২৯.৩ ওভারে  ১৭৪/১

12.16 PM: ভারতের প্রথম উইকেটের পতন। ১০৭ রানে আউট শিখর ধাওয়ান। ২৮.৪ ওভারে ভারতের স্কোর ১৬৮/১, ক্রিজে মুরলী বিজয়(৪৮) ও কে এল রাহুল(১)।

12.10 PM: ধাওয়ানের রেকর্ড নিয়ে পরিসংখ্য়ান তুলে ধরে টুইট আইসিসি-র।

12 PM: লাঞ্চব্রেকের আগে ৭ ওভার বল করে ৫১ রান দিয়েছেন রশিদ খান, ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন মহম্মদ নবি।

11.45 AM: ঐতিহাসিক টেস্ট ম্য়াচে লাঞ্চব্রেকের আগের মুহূর্ত নিয়ে টুইট আফগান ক্রিকেট বোর্ডের।

11.41 AM: ধাওয়ানকে অভিনন্দন বিসিসিআই সিইও-র।

11.36 AM: ধাওয়ানের রেকর্ড নিয়ে টুইট বিসিসিআই-এর।

11.32 AM:  টেস্টে প্রথম দিন লাঞ্চব্রেকের আগে প্রথম ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ধাওয়ান। ৮৭ বলে সেঞ্চুরি শিখর ধাওয়ানের।

11.30 AM:  26 ওভারের  শেষে ভারতের স্কোর ১৫৮/০, ধাওয়ান- ১০৪, মুরলী বিজয়- ৪১

11.25 AM: সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। ৮৭ বলে ১০০ রানে অপরাজিত ধাওয়ান।

11.22 AM: ২৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৪/০, ধাওয়ান- ৯৬, মুরলী বিজয়- ৩৫

11.20 AM: ২৪ ওভারের শুরুতে ভারতের স্কোর ১৩১/০, ধাওয়ান- ৮৪, মুরলী বিজয়- ৩৪

11.14 AM: ২৩ ওভারের শুরুতে ভারতের স্কোর ১২৬/০, ধাওয়ান- ৮৪, মুরলী বিজয়- ২৯

11.12 AM: ২১ ওভারের শেষে ভারতের স্কোর ১২৪/০, ধাওয়ান- ৮২, মুরলী বিজয়- ২৯, রান রেট- ৫.৬৪

11.10 AM: ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১২২/০, ধাওয়ান- ৮১, মুরলী বিজয়- ২৮

11.05 AM: ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১০৯/০, ধাওয়ান- ৭৫, মুরলী বিজয়- ২১

11.01 AM: ১৮ ওভারের শুরুতে টিম ইন্ডিয়ার স্কোর  ৯৪/০, ধাওয়ান- ৬১, মুরলী বিজয়- ২০

10.58 AM: ১৭ ওভারের শুরুতে ভারতের স্কোর ৮৯/০, ধাওয়ান- ৫৭, মুরলী বিজয়- ১৯

10.56 AM: ১৬ ওভারের শুরুতে ভারতের স্কোর ৮১/০, ধাওয়ান- ৫২, মুরলী বিজয়- ১৮

10.47 AM: হাফ সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। এই মুহূর্তে ৪৮ বলে ৫১ রানে অপরাজিত ধাওয়ান।

10.39 AM: ১৩ ওভারের খেলা শুরু, ভারতের স্কোর ৬৩/০, শিখর ধাওয়ান ৩৯ রান, ১৪ রানে ক্রিজে মুরলী বিজয়

10.32 AM: টিম আফগানিস্তান: আসগার স্টানিকজাই (c), আফসার জাজাই, আমির হামজা, হাসমাতুল্লাহ শাহিদী, ইহ্সানুল্লাহ, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবি, মোহাম্মদ শাহ্জাদ (w), মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, রশিদ খান, সৈয়দ শিরজাদ, ওয়াফাদার, য়ামিন আহমেদজাই, জাহির খান

10.29 AM: টিম ইন্ডিয়া: আজিঙ্ক্য রাহানে (c), রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক (w), কুলদীপ যাদব, করুণ নায়ার, হার্দিক পান্ডিয়া, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা, শার্দুল ঠাকুর, মুরলি বিজয়, উমেশ যাদব

10.25 AM:  টস করার মুহূর্ত

10.21 AM: ওপেনিং করছেন মুরলী বিজয় ও শিখর ধাওয়ান। শিখর ৩৬ বলে অপরাজিত ৩১, মুরলী ২৭ বলে ৮ রানে অপরাজিত। টিম ইন্ডিয়ার স্কোর ১০.৩ ওভারে ৪৯

10.12 AM:  ম্য়াচ শুরুর আগের মুহূর্ত

10.05 AM:  টস জিতে প্রথমে ব্য়াটিং ভারতের, ৬.১ ওভারে ভারতের স্কোর ২৭/০

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে নিজেদের নাম খোদাই করার আগে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাইকে। তাঁর দাবি, ভারতের তুলনায় তাঁদের স্পিন আক্রমণ অনেক বেশি ধারাল। অভিজ্ঞতার পাল্লাতেই দু’টো দলকে তুলে স্ট্যানিকজাইয়ের মন্তব্য স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে পাঠালেন দীনেশ। তামিলনাড়ুর ক্রিকেটার বলেছেন, “ওদের সব স্পিনারের মিলিত অভিজ্ঞতাও আমাদের তরুণ স্পিনার কুলদীপ যাদবের (২৪টি প্রথম শ্রেণির ম্যাচ) থেকে কম। চারদিনের ক্রিকেটের কথাই ধরুন।''

India vs Afghanistan Live Cricket Score India vs Afghanistan
Advertisment