Advertisment

Rashid Khan: ভারতের বিপক্ষে নামার আগেই ব্যাপক দুঃসংবাদের ঝটকা! দলের সেরা অস্ত্র-ই খেলবে না আফগানদের

IND vs AFG T20I Series: আরব আমিরশাহির বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও খেলেননি রশিদ খান। পিঠের চোটের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি রশিদ। সেই কারণে বিগ ব্যাশেও খেলতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rashid Khan, IND vs AFG T20 Series, Afghanistan cricket team

India vs Afghanistan: রশিদকে হারিয়ে বিপদে পড়ে গেল আফগানিস্তান (টুইটার)

Rashid Khan ruled out of T20 series: বুধবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ। সেই সিরিজের তিন ম্যাচ থেকেই ছিটকে গেলেন রশিদ খান। আরব আমিরশাহির বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও খেলেননি রশিদ খান। পিঠের চোটের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি রশিদ। সেই কারণে বিগ ব্যাশেও খেলতে পারেননি।

Advertisment

ক্যাপ্টেন জাদরান ম্যাচের আগের দিনেই বলে দিয়েছেন, "রশিদ পুরোপুরি ফিট নয়। তবে ও দলের সঙ্গে রয়েছে। ও এখন রিহ্যাব সারছে। আশা করব ও দ্রুত ফিট হয়ে উঠবে। ওঁকে আমরা গোটা সিরিজে মিস করব।"

তবে রশিদের অভাব মিটিয়ে দেওয়ার মত স্পিনার আফগানিস্তান দলে রয়েছে, এমনটাই মনে করছেন জাদরান। বলছেন, "রশিদের মত অভিজ্ঞ স্পিনারকে ছাড়া আমাদের ভুগতে হবে। তবে ওঁর অনুপস্থিতিতেও আমাদের হাতে কোয়ালিটি স্পিনার রয়েছে, মুজিব রয়েছে, নবি, নূর-কোয়েইস আহমেদ রয়েছে আমাদের দলে। সকলেরই ভালো মত ক্রিকেট খেলা হয়ে গিয়েছে। সকলের ওপরেই আমাদের ভরসা রয়েছে।"

বোলিং নয়, জাদরান জানাচ্ছেন ব্যাটিং ভাবাচ্ছে তাঁকে। "আমাদের দলে কোয়ালিটি স্পিনার, সিমার রয়েছে। তবে ব্যাটিং বিভাগে আমাদের উন্নতি করতে হবে। এই বিষয়ে আমাদের আরও আগ্রাসী হতে হবে।" বলছেন তিনি।

এমনকি জাদরান নিজের-ও ২৭ টি২০ ম্যাচ খেলার পর স্ট্রাইক রেট মাত্র ১০৩.১৮। মূলত ইনিংস গড়ার দায়িত্ব পালন করেন তিনি। আক্রমণাত্মক ভূমিকা নেন জাদরানের ওপেনিং পার্টনার রহমনউল্লাহ গুরবাজ। তরুণ আফগান অধিনায়ক জানাচ্ছেন, পুরো ইনিংস জুড়ে ব্যাট করাই তাঁর লক্ষ্য। "ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট থেকে টি২০ আলাদা। গোটা ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এঙ্করের ভূমিকা পালন করতে চাই। তবে নিজের স্ট্রাইক রেট উন্নতি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে পুরোটাই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। কারণ সবসময় চমকপ্রদ শট খেলার উপযুক্ত পরিস্থিতি থাকে না।" বলছেন তিনি।

Indian Team Afghanistan Afghanistan Cricket Team Rashid Khan Indian Cricket Team
Advertisment