Advertisment

Adam Gilchrist: সৌরভের টিম ইন্ডিয়ার জন্য ভারতে যেতে কাঁপছিলাম! মহারাজের দল নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি গিলক্রিস্টের

India vs Australia 2001, Border Gavaskar Trophy: রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া ছিল দুর্দমনীয়। তবে সেই দলও ভারতে খেলতে এসে কেঁপে গিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়ার সামনে পড়ে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Adam Gilchrist:

Adam Gilchrist: ভারত সফরে এসে দুঃস্বপ্নের সাক্ষী থেকেছিলেন গিলক্রিস্ট (আইসিসি)

Adam Gilchrist on 2001 India Tour, 2001 Border-Gavaskar Series: ২০০১-এ বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের জয়রথ রুখে গিয়েছিল ভারতে এসে। প্ৰথম টেস্ট জিতে লিড নিয়েও শেষমেশ অপ্রতিরোধ্য সেই অজি দলকে নাকানিচোবানি খাইয়ে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। সেই ঘটনার আতঙ্ক দীর্ঘদিন তাড়া করেছিল প্রবাদপ্রতিম উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টকে।

Advertisment

এতটাই যে ২০০৪-এ দ্বিতীয়বার ভারত সফরে তিনি খেলতে প্রস্তুত ছিলেন না। এমনটাই জানিয়েছেন তিনি। সেই সিরিজের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়া ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয়। গিলক্রিস্ট সেই ম্যাচে শতরান হাঁকান। গোটা সিরিজে গিলক্রিস্টের শতরানই শেষমেশ অজিদের একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ায়।

কলকাতা টেস্টের সেই ঐতিহাসিক ফলোঅন হজম করার পর ভারতীয় দলের রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন, ভিভিএস লক্ষ্মণ-রাহুল দ্রাবিড়ের সেই অতিমানবীয় পারফরম্যান্স এবং তারপর হরভজন সিংয়ের হ্যাটট্রিকের ধাক্কা- অজিদের দুমড়ে মুচড়ে দিয়েছিল।

২০০৪-এ অস্ট্রেলিয়া দল যখন পুনরায় ভারতএ সফরে এসেছিল, সেই সময় গিলক্রিস্টকে আগের সিরিজ হারের স্মৃতি তাড়া করে বেড়াত। রিকি পন্টিং আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সেই সিরিজে আবার গিলক্রিস্টকে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেনের ভূমিকাও পালন করতে হয়েছিল।

'স্টোরিজ আফটার স্ট্যাম্পস' পডকাস্টে গিলক্রিস্ট বলে দিয়েছেন, "ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় রিকি পন্টিং আঙুলে চোট লাগানোর পর আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। চোট কতটা গুরুতর, সেটা সমস্যা ছিল না। ও ওখানে রয়ে গিয়েছিল। আমাদের মনের মধ্যে তখন বেশ কয়েকটা বিষয় ঘুরপাক খাচ্ছিল- ১) ও টুর্নামেন্টের বাইরে। ২) যদি আঙ্গুল ভেঙে যায়, তাহলে ভারতে যেতে পারবে না। এবং অবশ্যই শুরুর দিকে থাকতে পারবে না।"

"তাই আমি রীতিমতো নার্ভাস হয়ে পড়ছিলাম। বিশেষ করে ২০০১-এর স্মৃতি ঘুরেফিরে আসার জন্য। যেটা একটা মহাকাব্যিক সিরিজ ছিল। ব্যক্তিগতভাবে আমার কাছে অন্যতম সেরা সিরিজ ছিল। ওয়াংখেড়েতে শতরান হাঁকিয়ে উত্তুঙ্গ অবস্থায় সিরিজ শুরু করার পর সিরিজ শেষ করি ইডেন গার্ডেন্সে কিংস পেয়ারের (দুই ইনিংসেই শূন্য) মাধ্যমে। এবং শেষ টেস্টে দুই ইনিংসে জোড়া ১ করে।"

"তাই সেই সিরিজের আতঙ্ক মানসিকভাবে আমার অবচেতনে রয়ে গিয়েছিল। সত্যি কি আমি পরের সিরিজে যেতে চেয়েছিলাম? আমি নিশ্চিত ছিলাম না। তারপর আবার আমাকে ক্যাপ্টেনের দায়িত্ব নিতে হয়েছিল। আরও সংশয়ে পড়ে যাই।"

তবে ২০০১-এর ভয়াল স্মৃতি আর ফিরে আসেনি গিলক্রিস্টের মনে। গিলক্রিস্ট-এর অধিনায়কত্বেই অস্ট্রেলিয়া ৩৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয় সম্পন্ন করে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Cricket Australia Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment