Advertisment

Team India playing XI against Australia for Gabba Test: অস্ট্রেলিয়ায় অভিষেক বাংলার পেসারের! জোড়া বদল ঘটিয়ে ব্রিসবেন টেস্টে ভারত, সেরা ১১ টিম ইন্ডিয়ার

Border Gavaskar Trophy, Australia vs India 3rd test: হর্ষিত রানা এবং রবিচন্দ্রন অশ্বিন দিন রাতের টেস্টে মোটেও নজর কাড়তে পারেননি। তাই ব্রিসবেন টেস্টে একাধিক বদল ঘটাল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ind vs aus

India vs Australia: ব্রিসবেন টেস্টে টসে জিতল ভারত (টুইটার)

India vs Australia Playing XI for Gabba Test: প্রত্যাশা মতই জোড়া বদল ঘটাল টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দল ঘোষণার সময় ক্যাপ্টেন রোহিত শর্মা জানালেন, মেঘলা আবহাওয়ার পুরোপুরি ফায়দা তুলতেই শুরুতে বল করার সিদ্ধান্ত।

Advertisment

এডিলেড টেস্টের পরেই ভারতের একাদশে জোড়া বদলের সম্ভবনা ছিল। সেটাই হল। রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানাকে বসতে হচ্ছে ব্রিসবেনের বাউন্সি ট্র্যাকে। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরার সঙ্গে তৃতীয় পেসার হিসাবে যোগ দিচ্ছেন আকাশ দীপ। স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাটিংয়ের লেজ বাড়ানোর জন্য জাদেজাকে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া আবার তাঁদের একাদশে একটি মাত্র পরিবর্তন ঘটিয়েছে। এডিলেডে দুরন্ত বোলিং করেও বসতে হচ্ছে স্কট বোল্যান্ডকে। জস হ্যাজেলউড ফিরে আসার কারণে। কামিন্স জানালেন, স্কোরবোর্ডে ভালো পুঁজি খাড়া করাই আপাতত টার্গেট তাঁদের। জানালেন, পুরো প্যাকড স্টেডিয়ামে দর্শকদের সামনে পাটফর্ম করতে মুখিয়ে তাঁরা।

Advertisment

এমনিতেই গাব্বায় অজিদের দম্ভ ভারত গুঁড়িয়ে দিয়েছিল ২০২১-এর ঐতিহাসিক বর্ডার গাভাসকার ট্রফিতে। ঋষভ পন্থ থেকে শুভমান গিল সেই অভিজ্ঞতা নিয়েই ফের একবার গাব্বায় নামবেন। গাব্বায় ভারতের সৌধ আরও একবার ওড়ে কিনা, সেটাই আপাতত দেখার।

আরও পড়ুন: গাব্বা টেস্ট ভেস্তে যেতে পারে ৫ দিন-ই, চরম আশঙ্কার পূর্বাভাস ম্যাচ শুরুর ঠিক আগেই

ভারত প্ৰথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া প্ৰথম একাদশ: নাথান ম্যাকসোয়েনি, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড

Cricket Australia Australia Team India Team-India Border-Gavaskar Trophy Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment