/indian-express-bangla/media/media_files/2024/12/15/IDwSpjpOnPODdg6HJHkD.jpg)
Mohammed Siraj bail switch and Labuschagne Wicket: বেল পাল্টে লাবুশেনের উইকেট শিকার সিরাজের (বিসিসিআই)
How Siraj's Bail Switch Impact Labuschagne's Wicket: এডিলেডে অস্ট্রেলিয়ার জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। মার্নাস লাবুশেন এবং ট্র্যাভিস হেডের সঙ্গে বিবাদের স্মৃতি এখনও টাটকা ক্রিকেট মহলের। তবে এখনই সেই ঘটনায় লাগাম ফেলতে দিতে চাইছেন না মহম্মদ সিরাজ।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেও সিরাজ আলোচনায় উঠে এলেন লাবুশেনের সঙ্গে নতুনভাবে। দুজনে স্ট্যাম্প বদলা বদলির খেলায় মাতলেন। গাব্বায় দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। তারপরে ক্রিজে রীতিমত শক্তপোক্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন লাবুশেন এবং স্মিথ।
বুমরার ওপেনিং স্পেলের ধাক্কা সয়ে দুজনে ক্রিজে জমাট পার্টনারশিপ গড়ার লক্ষণ দেখাচ্ছিলেন। ৩৮ রান যোগও করে ফেলেছিলেন তাঁরা। সেই জুটিকে ভাঙতেই এবার অন্য কৌশলের সাহায্য নিলেন সিরাজ। অজি ইনিংসের ৩৩ তম ওভারে সিরাজ বল করার সময় সরাসরি লাবুশেনের সঙ্গে কথা বলে স্ট্যাম্পের বেল পাল্টে দেন।
How good is this exchange between Siraj and Labuschange? #AUSvINDpic.twitter.com/GSv1XSrMHn
— cricket.com.au (@cricketcomau) December 15, 2024
লাবুশেন-ও সিরাজ বোলিংয়ে যাওয়ার সময় বেল পুনরায় স্বস্থানে রেখে দেন। সিরাজের এই কৌশলই শেষমেশ ভারতকে তৃতীয় উইকেট এনে দেয়। সাময়িকভাবে ফোকাস নড়ে যায় লাবুশেনের। সিরাজ নিজে উইকেট না পেলেও পরের ওভারে নীতিশ কুমার ফুল লেন্থের সুইং মেশানো ডেলিভারিতে পরাস্ত হন অজি ব্যাটার।
It's all happening here at the Gabba.
— BCCI (@BCCI) December 15, 2024
Siraj switches the bails, Marnus departs in the next over.
Nitish Kumar Reddy with his first wicket here at the Gabba as Marnus Labuschagne is caught at slips.
Virat Kohli with a fine catch!
Live - https://t.co/dcdiT9NAoa… #AUSvINDpic.twitter.com/7y9MczcZVE
আবার সিরাজ-ও বেশিক্ষণ সেই ঘটনার পর মাঠে থাকতে পারেননি। বল করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লেগে যাওয়ায় সঙ্গেসঙ্গেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় তারকাকে। প্ৰথম দিন ১৩ ওভারের বেশি খেলা হয়নি। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান যোগ করে প্ৰথম দিনে।
দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া ধাক্কা নিয়ে হাজির হন বুমরা। দিনের চতুর্থ ওভারেই বুমরার নিখুঁত লেন্থের বল ব্যাটের হালকা কানায় লেগে পন্থের গ্লাভসে জমা হয়। কিছুক্ষণ পরেই বুমরা ফেরান অন্য ওপেনার নাথান ম্যাকসুইনিকে। স্পিডস্টারের লেন্থ বল যুব তারকার ব্যাটে লেগে দ্বিতীয় স্লিপে কোহলির কাছে জমা হয়।