Indian Cricket Team: টিম ইন্ডিয়ায় চরম দুঃসংবাদ, ফিকে হল এশিয়া কাপ জয়ের আনন্দ

India vs Australia: আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। তবে এই সিরিজ শুরুর আগে একটি দুঃসংবাদ ভারতীয় শিবিরে আছড়ে পড়েছে।

India vs Australia: আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। তবে এই সিরিজ শুরুর আগে একটি দুঃসংবাদ ভারতীয় শিবিরে আছড়ে পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team

সম্প্রতি এশিয়া কাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। কোনও ম্যাচ না হেরে তারা এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। এশিয়া কাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খেলতে পারেননি। চোটের কারণে প্রথম একাদশ থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। ইতিমধ্যে তাঁর চোট নিয়ে নতুন একটি আপডেট সামনে এসেছে। আগামী মাসে আয়োজিত অস্ট্রেলিয়া সফরেও (India vs Australia) তিনি ভারতীয় ক্রিকেট দলে নাম লেখাতে পারবেন না। শোনা যাচ্ছে, চিকিৎসকরা নাকি তাঁকে আগামী ৪ সপ্তাহ ক্রিকেট ময়দান থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন।

Advertisment

Hardik Pandya: এশিয়া কাপ ফাইনালে কেন খেলছেন না হার্দিক? গোপন কথা ফাঁস করলেন সূর্যকুমার

সমস্যায় পড়ল টিম ইন্ডিয়া

দৈনিক জাগরণে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত সিরিজে হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না। এশিয়া কাপ টুর্নামেন্ট চলাকালীন তাঁর কোয়াড্রিশেপস ইনজুরি হয়েছে। সেই চোট সারতে কমপক্ষে ৪ সপ্তাহ সময় লাগবে। তবে যদি তিনি তার আগে সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে ৪ ম্য়াচের টি-২০ সিরিজে কয়েকটা ম্য়াচই তিনি খেলতে পারবেন। অস্ট্রেলিয়ার মতো দাপুটে ক্রিকেট দলের বিরুদ্ধে হার্দিকের না থাকাটা টিম ইন্ডিয়ার কাছে অবশ্যই একটা বড়সড় ধাক্কা হবে।

Advertisment

Hardik Pandya Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে হার্দিক, পাকিস্তানের বিরুদ্ধে মেটাতে চান গায়ের জ্বালা!

এশিয়া কাপে হার্দিকের দুর্দান্ত পারফরম্য়ান্স

২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া খেতাব জয় করেছে। আর এই জয়ের পিছনে হার্দিক পান্ডিয়ার অবদান অনস্বীকার্য। ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আর সেইসঙ্গে বল হাতেও শিকার করেন ৪ উইকেট। টি-২০ ক্রিকেটে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারকে যদি চোটের কারণে দলের বাইরে থাকতে হয়, তাহলে সেটাকে দুঃসংবাদ ছাড়া আর কীই বা বলা যাবে।

Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!

কবে থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ

আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর থেকে টি-২০ সিরিজ শুরু হবে। ৫ ম্য়াচের এই টি-২০ সিরিজ শেষ হবে আগামী ৮ নভেম্বর। শেষ ম্য়াচটি গাব্বায় আয়োজন করা হবে।

India vs Australia Hardik Pandya Asia Cup 2025 Indian Cricket Team