/indian-express-bangla/media/media_files/2025/10/31/1bd0d155-0f93-4693-aa34-80a5d6770798-2025-10-31-14-23-17.jpg)
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্য়াচ চলছে
India vs Australia 2nd T20I Live Updates: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি মেলবোর্নে খেলা হচ্ছে। সিরিজের প্রথম টি-২০ ম্য়াচটি ক্যানবেরায় আয়োজন করা হয়েছিল। কিন্তু, বৃষ্টির কারণে ম্য়াচটি ভেস্তে যায়।
দ্বিতীয় টি-২০ ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মিচেল মার্শ টস জিতলেন। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটাররা কেমন পারফরম্য়ান্স করেন, আপাতত সেটাই দেখার।
- Oct 31, 2025 20:50 IST
IND vs AUS 2nd T20I Live Updates: হারের পর কী বললেন সূর্যকুমার?
IND vs AUS 2nd T20I Live Updates: এই ম্য়াচে পাওয়ার প্লে চলাকালীন জস হ্যাজেলউড যেভাবে বল করেছে, তা এককথায় অসাধারণ। পাওয়ার প্লে চলাকালীন আমরা ৪ উইকেট হারিয়ে ফেলি। আর এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন। হ্যাজেলউড সত্যিই ভাল বল করেছে। অভিষেককে নিয়ে আলাদা করে কী বলব। গত কয়েক মাস ধরে এই কাজটাই ও করে যাচ্ছে। ও নিজেকে এবং নিজের খেলাটা খুব ভাল করে জানে। সেটা ও বদলাতে চায় না। আশা করব, আগামীদিনেও ও এই কথাটা মাথায় রাখবে। এমন ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে আরও উপহার দেবে। আমরা প্রথম ম্য়াচে যেমন খেলেছিলাম, তেমনই পারফরম্য়ান্স করা উচিত। প্রথমে ব্যাট করতে নামলে, ব্যাটিংটা ভাল করে করতে হবে। তারপর ফিল্ডিং করতে নেমে সেটা ডিফেন্ড করা দরকার।
- Oct 31, 2025 17:08 IST
IND vs AUS 2nd T20I Live Updates: লজ্জার হার ভারতের
IND vs AUS 2nd T20I Live Updates: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষপর্যন্ত ৪ উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া। এই সিরিজে অজ়িরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
- Oct 31, 2025 17:00 IST
IND vs AUS 2nd T20I Live Updates: ফের উইকেট নিলেন বুমরাহ
IND vs AUS 2nd T20I Live Updates:ম্যাথিউ শর্টকে ক্লিন বোল্ড করে দিলেন জসপ্রীত বুমরাহ। তিনি রানের খাতা খুলতে পারলেন না। হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন জসপ্রীত।
- Oct 31, 2025 16:59 IST
IND vs AUS 2nd T20I Live Updates: অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন
IND vs AUS 2nd T20I Live Updates: জসপ্রীত বুমরাহের বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মিচেল আওয়েন ১০ বলে ১৪ রান করলেন তিনি।
- Oct 31, 2025 16:56 IST
IND vs AUS 2nd T20I Live Updates: অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন
IND vs AUS 2nd T20I Live Updates: কুলদীপ যাদব দ্বিতীয় উইকেট শিকার করলেন। ২০ রান করে আউট হলেন জস ইংলিশ। ১১২ রানে ক্যাঙারু ব্রিগেড চতুর্থ উইকেট হারাল।
- Oct 31, 2025 16:42 IST
IND vs AUS 2nd T20I Live Updates: অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন
IND vs AUS 2nd T20I Live Updates: টিম ডেভিডকে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন বরুণ চক্রবর্তী। ৯০ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
- Oct 31, 2025 16:37 IST
IND vs AUS 2nd T20I Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন মিচেল মার্শ
IND vs AUS 2nd T20I Live Updates: মিচেল মার্শ ২৬ বলে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেললেন মিচেল মার্শ। কুলদীপ যাদব ২০ রান খরচ করার পর একটা উইকেট শিকার করলেন।
- Oct 31, 2025 16:36 IST
IND vs AUS 2nd T20I Live Updates: শুরুতেই আউট হেড
IND vs AUS 2nd T20I Live Updates: ১৫ বলে ২৮ রান করে ফিরে গেলেন ট্রাভিস হেড। বরুণ চক্রবর্তী তাঁর উইকেট শিকার করলেন। ৫১ রানে ক্যাঙারু ব্রিগেড প্রথম ধাক্কা খেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে তিলক বর্মা ক্যাচ ধরলেন।
- Oct 31, 2025 16:33 IST
IND vs AUS 2nd T20I Live Updates: ব্যাটিং শুরু হল অস্ট্রেলিয়ার
IND vs AUS 2nd T20I Live Updates: শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস। ট্রাভিস হেড এবং মিচেল মার্শ ব্যাট করতে নামলেন।
- Oct 31, 2025 16:32 IST
IND vs AUS 2nd T20I Live Updates: ১২৫ রানে অলআউট টিম ইন্ডিয়া
IND vs AUS 2nd T20I Live Updates: মাত্র ১২৫ রানে অলআউট হয়ে গেল ভারত। ৬৮ রান করলেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়াকে জিততে হলে ১২৬ রান করতে হবে।
- Oct 31, 2025 15:09 IST
IND vs AUS 2nd T20I Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি অভিষেক শর্মার
IND vs AUS 2nd T20I Live Updates: টিম ইন্ডিয়ার হয়ে কার্যত একাই লড়াই চালাচ্ছেন অভিষেক শর্মা। ২৩ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ভারতীয় সমর্থকরা চাইছেন, অভিষেক যেন বড় রানের ইনিংস খেলতে পারেন।
- Oct 31, 2025 14:55 IST
IND vs AUS 2nd T20I Live Updates: ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৬৯/৫
IND vs AUS 2nd T20I Live Updates: ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৬৯ রান। অভিষেক শর্মাকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি মাত্র ১৯ বলে ৪৯ রান করেছেন। অন্যদিকে হর্ষিত রানা ৭ রানে ব্যাট করছেন।
- Oct 31, 2025 14:53 IST
IND vs AUS 2nd T20I Live Updates: রান আউট হলেন অক্ষর
IND vs AUS 2nd T20I Live Updates: রান চুরি করতে গিয়ে অক্ষর প্যাটেল নিজের উইকেটটা খুইয়ে বসলেন। অক্ষর মাত্র ৭ রান করে ফিরে গেলেন। টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটেলিয়ন প্যাভিলিয়নে ফিরে গেল। স্কোর বোর্ডে আপাতত ৪৯ রান টিমটিম করছে।
- Oct 31, 2025 14:29 IST
IND vs AUS 2nd T20I Live Updates: ডাক হয়ে গেলেন তিলক বর্মা
IND vs AUS 2nd T20I Live Updates: তিলক বর্মা খাতাও খুলতে পারলেন না। প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। টিম ইন্ডিয়া ব্যাপক চাপে পড়ে গেল। চতুর্থ উইকেট ৩২ রানে পড়ল।
- Oct 31, 2025 14:28 IST
IND vs AUS 2nd T20I Live Updates: সূর্যকুমার যাদব আউট
IND vs AUS 2nd T20I Live Updates: টিম ইন্ডিয়ার শুরুটা একেবারে খারাপ হল। এবার অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন। জস হ্যাজেলউড ভারতীয় ক্রিকেট অধিনায়কের উইকেট শিকার করলেন।
- Oct 31, 2025 14:26 IST
IND vs AUS 2nd T20I Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু
IND vs AUS 2nd T20I Live Updates: সঞ্জু স্যামসনকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত একেবারে ভুল প্রমাণিত হল। সঞ্জু মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া মাত্র ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল।
- Oct 31, 2025 14:07 IST
IND vs AUS 2nd T20I Live Updates: আউট হয়ে গেলেন শুভমান গিল
IND vs AUS 2nd T20I Live Updates: শুভমান গিল ৫ রান করে আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া একটা বড়সড় ধাক্কা খেল। জস হ্যাজেলউড সাফল্য পেলেন। অস্ট্রেলিয়ার ঝুলিতে এল প্রথম উইকেট।
- Oct 31, 2025 14:06 IST
IND vs AUS 2nd T20I Live Updates: হাত খুলতে শুরু করলেন অভিষেক শর্মা
IND vs AUS 2nd T20I Live Updates: ম্যাচের দ্বিতীয় ওভারেই অভিষেক শর্মা হাত খুলতে শুরু করেন। টিম ইন্ডিয়ার স্কোর বোর্ডে ১৮ রান যোগ হয়ে গিয়েছে। অভিষেক ৪ বলে ১৪ রান করেছেন।
- Oct 31, 2025 14:04 IST
IND vs AUS 2nd T20I Live Updates: প্রথম বলে অল্পের জন্য বেঁচে গেলেন গিল
IND vs AUS 2nd T20I Live Updates: এই ম্য়াচে প্রথম বলেই অল্পের জন্য বাঁচলেন শুভমান গিল। বলটা তাঁর প্যাডে এসে লেগেছিল। অজ়ি ক্রিকেটাররা জোরদার আপিল করেন। অন-ফিল্ড আম্পায়ার আঙুল আকাশের দিকে তুলে দেন। গিল রিভিউ নেন। তখন দেখা যায়, বলটা উইকেটের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল।
- Oct 31, 2025 13:46 IST
IND vs AUS 2nd T20I Live Updates: সূর্যকে নিয়ে ঠাট্টা
IND vs AUS 2nd T20I Live Updates: সূর্যকুমার যাদব টস হারতেই রবি শাস্ত্রী এবং ম্য়াচ রেফারি হেসে ফেললেন। স্কাই নিজেই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর বোধহয় এবার পুজো দেওয়ার দরকার আছে।
- Oct 31, 2025 13:45 IST
IND vs AUS 2nd T20I Live Updates: অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
IND vs AUS 2nd T20I Live Updates: মিচেল মার্শ, ট্রাভিস হেড, জস ইংলিশ, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, মিচেল আওয়েন, মার্কাস স্টোয়েনিস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথিউ কুহেনম্য়ান, জস হ্যাজেলউড।
- Oct 31, 2025 13:43 IST
IND vs AUS 2nd T20I Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND vs AUS 2nd T20I Live Updates: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
- Oct 31, 2025 13:42 IST
IND vs AUS 2nd T20I Live Updates: টস আপডেট
IND vs AUS 2nd T20I Live Updates: টসে জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টিম ইন্ডিয়াকে তারা প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। ভারতীয় ব্যাটাররা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।
- Oct 31, 2025 13:40 IST
IND vs AUS 2nd T20I Live Updates: শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্য়াচ
IND vs AUS 2nd T20I Live Updates: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি মেলবোর্নে আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us