Advertisment

পার্থে প্রথম দিন: অজিদের খাতায় ২৭৭, ভারতের ঝুলিতে ৬

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাটিতে ১০ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত। অ্যাডিলেডে ৩১ রানে জিতেই চার ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পার্থে প্রথম দিন: অজিদের খাতায় ২৭৭, ভারতের ঝুলিতে ৬ (ছবি টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাটিতে ১০ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত। অ্যাডিলেডে ৩১ রানে জিতেই চার ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। শুক্রবার থেকে শুরু হয়েছে পার্থে সিরিজের দ্বিতীয় টেস্ট। যে চার ভেন্যুতে বর্ডার-গাভাস্কর ট্রফির টেস্ট, তার মধ্যে পার্থই সবচেয়ে ভয়ঙ্কর। অত্যান্ত ফাস্ট এবং বাউন্সি পিচেই ইন্দো-অজি মহারণ।

Advertisment

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল টিম পেইনের অস্ট্রেলিয়া। দিনের প্রথম সেশনটা থাকল তাদের জন্য়। লাঞ্চের আগে তাদের ধাক্কা দিতে পারেনি ভারতের বোলাররা। ওপেনিং উইকেট পার্টনারশিপে অজিরা তোলে ১১২ রান। দুরন্ত ব্যাট করলেন মার্কাস হ্যারিস (৭০) ও অ্যারন ফিঞ্চ (৫০)। মধ্যাহ্ণ ভোজের বিরতির পর ভারতকে প্রথম সাফল্য এনে দেন যসপ্রীত বুমরা। ফিঞ্চকে এলবিডব্লিউ করেন তিনি। খেলা দেখার ফাঁকে টুইট করলেন শচীন তেন্ডুলকরও। প্রথম উইকেট পতনের পর বাইশ গজের কিংবদন্তি লেখেন, “আমার মনে হচ্ছে উইকেট এখন আরও একটু দ্রুত হয়েছে। সময়ের সঙ্গেই শক্ত হবে। পেস আর বাউন্স বাড়বে।” মাস্টারব্লাস্টারের টুইটের পরেই ভারও দ্রুত জোড়া উইকেট তুলে নেয় অল্প সময়ের ব্যবধানে। চার রানের মধ্যে দুই উইকেট হারায় অজিরা। উমেশ যাদবের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ আউট হয়ে যান উসমান খোয়াজা (৫)। খোয়াজাকে হারানোর পর ওপেনার হ্যারিসকে ফেরান হনুমা বিহারী। অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন: দেখুন উড়ে গিয়ে এক হাতে ক্যাচ নিলেন বিরাট

তিন উইকেট হারিয়ে অজিরা বেশ কিছুটা চাপে পড়ে যায়। শন মার্শের সঙ্গে জুটি বেঁধে অজিদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ক্রিজে আসেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু তাঁকে সাত রানে ফেরান ইশান্ত শর্মা। অফস্টাম্পের বাইরের শর্ট পিচ বল কাট করার চেষ্টা করেন হ্যান্ডসকম্ব। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন ক্যাপ্টেন কোহলি। উড়ে গিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন তিনি। বিহারীর সৌজন্যে অজিদের পঞ্চম উইকেটটিও চলে আসে ভারতের দখলে। মার্শকে (৪৫) ফেরান তিনি। অজিদের ছ'নম্বর উইকেটটা নেন ইশান্ত। ট্র্যাভিস হেডকে (৫৮) তিনি। দিনের শেষে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৬ রানে টিম পেইন ও ১১ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স। পার্থে প্রথম ইনিংসে ২০০ প্লাস রানটাকেই ভাল হিসেবে ধরা হয়। সেখানে কোহলিদের ওপর রানের পাহাড় চাপানোর কাজ শুরু করে দিল অজিরা। আগামিকাল অজিদের বাকি উইকেট দ্রুত ফেলতে না-পারলে ভারতের ওপর রীতিমতো চাপ বাড়বে।

cricket Virat Kohli Cricket Australia BCCI
Advertisment