/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Virat-Kohli-1.jpg)
ছবি টুইটার)
শুক্রবার পার্থে প্রথম দিনের শেষে ছ'উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শনিবার আর মাত্র ৪৯ রান যোগ করেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৬ রানে টিম পেইন ও ১১ রানে প্যাট কামিন্স অপরাজিত থেকে মাঠে নামেন। এদিন ৩৮ রান করে যসপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হয়ে যান। ১৯ রানে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে যান কামিন্স। মিচেল স্টার্ক (৬) ও জোশ হেজেলউডকে দ্রুত প্যাভিলিয়নের রাস্তা দেখান ইশান্ত শর্মা।
Stumps on Day 2 of the 2nd Test.
A solid 90-run partnership between @imVkohli and @ajinkyarahane88 as #TeamIndia end Day 2 on 172/3, trail Australia (326) by 154 runs.
Scorecard - https://t.co/kN8fhHfivo#AUSvINDpic.twitter.com/cJ6xp2yTLg
— BCCI (@BCCI) December 15, 2018
জবাবে ভারত শুরুতেই বড় ধাক্কা খায়। ৩২ রানের মধ্যে দলের প্রথম তিন ব্যাটসম্যান ফিরে যান। দুই ওপেনার লোকেশ রাহুল (২) ও মুরলী বিজয় (০) বোল্ড হয়ে যান। রাহুলকে ফেরান হ্যাজেলউড। স্টার্কের শিকার হন বিজয়। গত ম্যাচের সেরা চেতেশ্বর পূজারাও এদিন ক্রিজে বেশি সময় কাটাতে পারেননি। স্টার্কের বলে পেইনের হাতে ২৪ রানে ক্যাচ আউট হয়ে যান তিনি।
আরও পড়ুন:পার্থে প্রথম দিন: অজিদের খাতায় ২৭৭, ভারতের ঝুলিতে ৬
এরপর ডিসাস্টার ম্যানেজমেন্টের কাজে ব্রতী হন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। অজি বোলারদের আর মাথার ওপর চড়তে দিলেন না টিমের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। ৯০ রানের পার্টনারশিপ গড়লেত তাঁরা। দিনের শেষে কোহলি ব্যাট করছেন ৮২ রানে। রাহানে অপরাজিত ৫১ রানে। ভারতের হাতে রয়েছে সাত উইকেট। ঝুলিতে ১৭২ রান। ভারত এখনও ১৫৪ রানে পিছিয়ে।
গতবার অস্ট্রেলিয়া সফরেও এই জুটি সফল হয়েছিল। আগামিকাল পার্থে চোখ থাকবে কোহলি-রাহানের ব্যাটের দিকেই। কোহলির হাত থেকে আরও একটা সেঞ্চুরির অপেক্ষায় দেশবাসী। দেখা যাক কোহলি আর অস্ট্রেলিয়ার রোম্যান্স অটুট থাকে কি না!