Advertisment

India vs Australia 3rd ODI Live: কোহলিকে ওয়ান-ডে সিরিজ দিলেন ধোনি

India vs Australia 3rd ODI Live Cricket Score Updates: অস্ট্রেলিয়ায় ইতিহাস ভারতের। টেস্টের পর এবার ওয়ান-ডে সিরিজও জিতে নিল বিরাট কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia 3rd ODI Live Cricket Scorecard

India vs Australia 3rd ODI Live Cricket Scorecard

India vs Australia 3rd ODI Live Cricket Score:  টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজও ২-১ ছিনিয়ে নিল বিরাট কোহলি অ্যান্ড কোং। শুক্রবার মেলবোর্নে চার বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত। 

Advertisment

India vs Australia 3rd ODI Live Cricket Scorecard ভারতের জয়ের দুই নায়ক যুজবেন্দ্র চাহাল ও মহেন্দ্র সিং ধোনি (ছবি-টুইটার/বিসিসিআই)

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। যুজবেন্দ্র চাহালের ছয় উইকেটের সৌজন্যে ভারত ২৩০ রানে অজিদের অলআউট করে দেয়। জবাবে ভারত এই কম রানা তাড়া করতে নেমেই রোহিত শর্মা (৯), শিখর ধাওয়ান (২৩) ও বিরাট কোহলিকে (৪৬) হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে মহেন্দ্র সিং ধোনি (৮৭*) ও কেদার যাদবের (৩৫*) জুটি ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যায়।এবার মিশন নিউজিল্যান্ড। সেখানে পাঁচটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ খেলবেন কোহলিরা।

H2- Ind vs Aus 3rd ODI Live Score

4.22pmচার বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারত।

4.58pm: ১২ বলে ভারতের প্রয়োজন ১৪ রান। ধোনি (৮২*) ও কেদার (৫০*)

3.58pm: ১৮ বলে ভারতের প্রয়োজন ২৭ রান। ধোনি (৭৪*) ও কেদার (৪৬*)

3.51pm: ২৪ বলে ভারতের প্রয়োজন ৩৩ রান। ধোনি (৭১*) ও কেদার (৪৩*)

3.43pm: ৩০ বলে ভারতের প্রয়োজন ৪৪ রান ধোনি। (৭০*) ও কেদার (৩৫*)

3.38pm: ৩৬ বলে ভারতের প্রয়োজন ৫২ রান। ধোনি (৬৪*) ও কেদার (৩৩*)

3.30 pm: ৪৮ বলে ৫৮ রান প্রয়োজন ভারতের। ধোনি ৫৯ রানে ও কেদার ৩২ রানে ক্রিজে রয়েছেন। ভারতের জয়ের আশায় ফ্যানেরা। ধোনি-কেদার দু'জনেই সেই স্বপ্ন দেখাচ্ছেন।

3.10 pm: টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন ধোনি! কিন্তু এই মুহূর্তে ভারতের ওভার পিছু অন্তত ৭-৮ রান করে প্রয়োজন। নাহলে এই ম্যাচে চাপ বাড়বে দলের। এখন সুযোগ বুঝেই চার-ছয়ের পথে এগোতে হবে ধোনি-কেদারদের। ৬৬ বলে ভারতের দরকার ৭২ রান। ধোনি ৫৩ রানে ও কেদার ২৪ রানে ব্যাট করছেন।

2.48 pm: ধোনি-কেদার দু'জনেই মন্থর ব্যাটিং করছেন। পাশাপাশি ডটও ফেস করছেন তাঁরা। ফলে জেতার জন্য ওভার পিছু রান রেট ক্রমেই বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কোনও একজনকে অ্যাটাকিং অবতারে উত্তীর্ণ হতেই হবে। নাহলে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাবে। এরপর ব্যাটসম্যান বলতে দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর ও রবীন্দ্র জাদেজা রয়েছেন। এখন ভারতের দরকার রান। ৩৪ ওভার শেষে ভারতের রান তিন উইকেট হারিয়ে ১২৯।

2.28 pm: কোহলি আউট (৪৬)! ধোনি-কোহলির জুটি ভারতকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের ৫০ রানের পার্টানারশিপের পাশাপাশি ভারতও শতরানের গণ্ডী পার করে গিয়েছিল। দু'জনেই স্ট্রাইক রোটেট করছিলেন। সুযোগ পেলেই চালাচ্ছিলেন। কিন্তু ২৯ ওভারের শেষ বলে কোহলি খোঁচা দিয়ে রিচার্ডসনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে দিলেন। ৩০ ওভার শেষে ভারতের স্কোর তিন উইকেট হারিয়ে ১১৩। ধোনি অপরাজিত ৩৫ রানে। কেদার যাদব এলেন তাঁকে সঙ্গ দিতে।

1.59 pm: বর্তমান ও প্রাক্তন অধিনায়কের জুটি প্রায় সেট হয়ে গিয়েছে। কোহলি (৩৪) ও ধোনি (১৭) রানে ব্যাট করছেন। ২৩ ওভারের খেলা শেষ। ভারতের ঝুলিতে ৮৩ রান। এখন প্রয়োজন ১৪৭ রান। এই যুগলবন্দির ওপরেই দেশের প্রত্যাশা। দু'জনেই ছন্দে আছেন।

1.31 pm: ধাওয়ান আউট! স্টোয়নিসের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বসলেন ধাওয়ান। সেট হয়ে গিয়েও উইকেটটা দিয়ে আসলেন তিনি। চার নম্বরে নামলেন মহেন্দ্র সিং ধোনি। ফের একবার ধোনি-কোহলির যুগলবন্দির আশায় ফ্যানেরা। ১৭ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৬০। কোহলি ব্যাট করছেন ২৭ রানে।

1.24 pm: ১৫ ওভার শেষে ভারতের রান এখন এক উইকেট হারিয়ে ৫৪। ধাওয়ান (২০)-কোহলির (২৫) ব্যাটে ভর করে ভারত ধীরে ধীরে জয়ের মঞ্চ তৈরি করছে। দু'জনেই বেশ কিছুটা সময় ক্রিজে কাটিয়ে ফেলেছেন। ধরে নিয়েছেন খেলাটা। এভাবে এগিয়ে গেলেই ভারতের জয় বেশি দূরে নয়।

1.০4 pm: ১০ ওভার শেষ! ভারতের ঝুলিতে ২৬ রান। হাতে ৯ উইকেট। ক্রিজে ধাওয়ান (১২)-কোহলি (৫)। রোহিতকে খুইয়ে আপাতত ক্রিজে সেট হতে একটু সময় নিচ্ছেন দুই ব্যাটসম্যানই।

12.52 pm: রোহিত আউট! ভুল শট নেওয়ার খেসারত দিলেন রোহিত শর্মা। পিটার সিডলের ভেতরে ঢুকে আসা ফুল লেন্থ বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে গেলেন রোহিত। প্রথম স্লিপে শন মার্শের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ভারত ১৫। ক্রিজে ধাওয়ানের সঙ্গে কোহলি।

12.46 pm: পাঁচ ওভার শেষ। ভারতের স্কোর ১০। রোহিত-শিখর একদম ধরে ধরেই খেলছেন। কোনওরকম ঝুঁকির রাস্তায় হাঁটছেন না তাঁরা। অন্যদিকে ফিঞ্চ আপাতত বোলিংয়ে ভরসা রেখেছে রিচার্ডসন ও সিডলের ওপরেই। ভারতের ওভার পিছু প্রয়োজনীয় রান রেট ৪.৯২। সুতরাং রোহিত-শিখররা যে মোডে ক্রিকেট খেলছেন। সেভাবেই খেললেও ভারতের জয় প্রত্যাশিত।

12.40 pm: ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগরা চাহালের প্রশংসায় পঞ্চমুখ। ভারতীয় বোলারদের এই প্রয়াসকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। টুইটারে নিজেদের মত ব্যক্ত করেছেন বীরু- লক্ষ্মণরা।

12.33 pm: ২৩১ রানের টার্গেট মাথায় নিয়ে নেমেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। আধুনিক ওয়ান-ডে ক্রিকেটে এটাকে কোনও টার্গেট না-বললেই চলে। ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে এই রান তাড়া করে জয় প্রত্যাশিত। রোহিত-শিখর প্রথম দু'টো ওভার একটু দেখেই খেললেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১।

11.50 am: অস্ট্রেলিয়া শেষ হয়ে গেল ২৩০ রানে। স্ট্যানলেক শামির বলে ক্লিন বোল্ড হতেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ল্যাজ।ভারতের সিরিজ জয়ের জন্য প্রয়োজন ২৩১ রান।

11.46 am: আরও একটি উইকেট নিলেন চাহাল! ১০ ওভার হাত ঘুরিয়ে পেলেন হাফ ডজন উইকেট। ৪.২০-র ইকনমি রেটে দিলেন ৪২ রান। তাঁর ছ'নম্বর শিকার হলেন জাম্পা (৮)। এটাই শুধুই চাহালের কেরিয়ারে সেরা পরিসংখ্যান নয়। অস্ট্রেলিয়ার মাটিতে যুগ্ম ভাবে এটাই সেরা পরিসংখ্যান। এর আগে ঠিক ১৫ বছর আগে এই দেশেই চাহালের পরিসংখ্যান ছিল আরেক ভারতীয় বোলারের। অজিত আগরকরও পেয়েছিলেন ১০ উইকেট। চাহাল প্রথম স্পিনার হিসেবে এই দেশে ওয়ান-ডে ম্যাচে হাফ ডজন উইকেট নেওয়ার নজির গড়লেন।

yuzvendra-chahal-759 চাহালকে শুভেচ্ছা কোহলির (ছবি-টুইটার/বিসিসিআই)

11.41 am: মেলবোর্নে নিজের নাম খোদাই করে নিলেন চাহাল। তুলে নিলেন পাঁচ উইকেট। সাম্প্রতিক শিকার হলেন হ্যান্ডসকম্ব (৫৮)। প্লাম এলবিউব্লিউ হলেন হ্যান্ডসকম্ব। তবুও আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নিয়েছিলেন। লাভ কিছুই হল না। মাঠের জায়ান্ট স্ক্রিন বলে দিল যে, এবার বিদায় নিতে হবে হ্যান্ডসকম্বকে। ৪৬ ওভারে আট উইকেট হারিয়ে অজিদের স্কোরবোডে ২১৯। জাম্পার সঙ্গে টিকে থাকার লড়াইয়ে পিটার সিডল।



11.23 am: আজ চাহালের দিন। চার নম্বর উইকেট পেলেন তিনি। ফেরালেন রিচার্ডসনকে (১৬)। কেদার যাদবের হাতে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি। অন্যদিকে পিটার হ্যান্ডসকম্বের (৫১) সৌজন্য অস্ট্রেলিয়া ২০০ রান পার করতে সক্ষম হয়েছে। নিজের উইকেট আগলে রাখার কৃতিত্ব তাঁকে দিতে হবেই। অজিদের হাতে আর ছ'ওভার। স্কোরবোর্ডে ২০৭ রান। রয়েছে তিন উইকেট। এখন ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাডাম জাম্পা।

10.52 am: ম্যাক্সওয়েল আউট! স্টোয়নিস ফেরার পরেই ক্রিজে এসেছিলেন ম্যাক্সওয়েল। ক্রিজে সেট হতে কোনও সময় নেননি তিনি। রান বাড়ানোর কাজেই নেমেছিলেন ম্যাড ম্যাক্স। একেবার টি-২০-র মেজাজেই খেলছিলেন তিনি। ১৯ বলে ২৬ রানের ইনিংসে ছিল পাঁচটা চার। রীতিমতো মারকুটে মেজাজে খেলার রংটাই বদলে দিচ্ছিলেন তিনি। কিন্তু শামির বলে হুকটা ঠিক মতো কানেক্ট করতে পারলেন না। থিক এজ হয়ে ডিপ মিড উইকেটে। ভুবনেশ্বর বলটা ফলো করে প্রথম দৌড়ান। তারপর ঝাঁপিয়ে ক্যাচটা নিয়ে নেন। ভারতীয় শিবিরে তখন সেলিব্রেশনের মুড। ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৬২। অজিদের হাতে আর চার উইকেট। ক্রিজে পিটার হ্যান্ডসকম্ব ও জে রিচার্ডসন।

10.28 am: আবার চাহাল! বিষাক্ত লেগ স্পিনে মার্কাস স্টোয়নিসের (১০) উইকেটটা তুলে নিলেন তিনি। স্টোয়নিস ক্যাচ আউট হয়ে গেলেন স্লিপে রোহিত শর্মার হাতে। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও পিটার হ্যান্ডসকম্ব। ৩০ ওভারের খেলা শেষ। অজিদের স্কোরবোর্ডে ১২৪ রান। ম্যাচের রাশ এখন ভারতের হাতেই।

10.07 am: এক ঢিলে দু'পাখি মারলেন কোহলি। শন মার্শ আর খোয়াজার জুটি ভাঙতেই যুজবেন্দ্র চাহালকে ২৪ নম্বর ওভারে আনেন ভারত অধিনায়ক। প্রথম দু'টো ওয়ান-ডে ম্যাচে সুযোগ না-পাওয়া চাহাল এসেই কামাল করলেন। তিন বলের ব্যবধানে তুলে নিলেন এই দুই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানকেই। ধোনির ধুরন্ধর কিপিংয়ে মার্শ (৩৯) হলেন স্টাম্প আউট। খোয়াজা (৩৪) সরাসরি চাহালের হাতেই ক্যাচ তুলে মাঠ ছাড়লেন। অস্ট্রেলিয়া চার উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে। ২৩ ওভারের শেষে ১০১ রান তুলেছে অজিরা।

9.48am: গত ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন শন মার্শ। আজও কিন্তু ভাল ছন্দে আছেন তিনি। মার্শকে সঙ্গ দিচ্ছেন খোয়াজা। অজিরা ধীরে ধীরে খেলাটা ধরছে।  দু'জনের যুগলবন্দিতে ৫০ রান উঠল স্কোরবোর্ডে মার্শ সুযোগ পেলেই চালাচ্ছেন। কোহলি চাইছেন স্পিনারদের দিয়ে কাঁটা তুলতে। ২০ ওভার শেষে অজিরা তুলল ৮০ রান। মার্শ ৩০ ও খোয়াজা ২৫ রানে ব্যাট করছেন। এই জুটিটাই ভাঙতে চাইছে ভারত।

9.21am: ১৪ ওভারের খেলা শেষ। স্যাঁতস্যাঁতে পিচে প্রথমে বল করার পুরো ফায়দা তুলছে ভারত। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিয়েছে তারা। ভুবি আর শামি ছাড়াও কোহলি ব্যাবহার করেছেন বিজয় শঙ্কর ও কেদার যাদবকে। অজি ব্যাটসম্যানদের ধাতস্থ হওয়ারই সময় দিচ্ছেন না কোহলির বোলাররা। কোহলিদের টার্গেটই থাকবে ভারতকে কম রানে বেঁধে রাখার। অজিদের স্কোর ৪২।

9.08am: আবার ভুবির ঝটকা! ফিরে গেলেন অজি অধিনায়ক ফিঞ্চ (১৪)। ভুবির ইনসুইং বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। অস্ট্রেলিয়া ৮.৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭। এখন খোয়াজার সঙ্গে ক্রিজে শন মার্শ।

8.51am: পাঁচ ওভার শেষ। অজিদের স্কোরবোর্ডে ১৫ রান। ওপেনার অ্যালেক্স ক্যারিকে হারিয়েছে তারা। এখন ফিঞ্চ (৬) আর খোয়াজা (৪) খেলছেন। খেলার গতিটা ধরতে কিছুটা হলেও সময় লাগবে। কারণ বৃষ্টির জন্য় এমনিতেই খেলা শুরুতে বন্ধ হয়েছিল। মনোনিবেশ করার বিষয়টাও থেকে যায়।

8.37am: অ্যালেক্স ক্যারি আউট! ভারতের ঝুলিতে প্রথম উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের বলে দ্বিতীয় স্লিপে খোঁচা দিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে বসলেন অজি ওপেনার। ১১ বলে ৫ রান করে ফিরলেন তিনি। ক্রিজে এলেন উসমান খোয়াজা। অস্ট্রেলিয়া ৮/১।

8.24am: ফের ম্যাচ শুরু!

8.13am: আবহাওয়ার পূর্বাভাস: মেলবোর্নের হাওয়া অফিস বলছে যে, এদিন দুপুরে ও সন্ধ্যের শুরুতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে এখনই। ফলে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খেলা যদি না-হয় সেক্ষেত্রে সিরিজ ড্র হয়ে যাবে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের টেস্টের পর ওয়ান-ডে সিরিজ হারানোর সুযোগ হাতছাড়া হবে ভারতের। ভারতের ক্যাঙারুর দেশের সফর টি-২০ সিরিজ দিয়ে শুরু হয়েছিল। সেটিও ড্র হয়েছিল।

Melbourne weather report মেলবোর্নের আবহাওয়া দফতরের পূর্বাভাস। (ছবি-অস্ট্রেলিয়া সরকারের ব্যুরো অফ মিটিওরলজির অফিসিয়াল সাইট থেকে প্রিন্টস্ক্রিন নেওয়া হয়েছে)

8.02am: আবার বৃষ্টি! ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলের পরেই বৃষ্টিতে বন্ধ হল খেলা। প্যাভিলিয়নে ফিরলেন কোহলি-ফিঞ্চরা।

8.00am: ম্যাচ শুরু! ক্রিজে দুই চেনা ওপেনার অ্যালেক্স ক্যারি ও অ্যারন ফিঞ্চ। বল হাতে ভুবনেশ্বর কুমার। বৃষ্টির জন্য খেলা দশ মিনিট দেরিতে শুরু হল।

7.44am: আজ ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেদার যাদব, দীনেশ কার্তিক, এমএস ধোনি, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।

7.32am: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। সেঁতসেঁতে পিচের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিরাটের। অন্য়দিকে অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চও জানালেন যে, টস জিতলে তিনিও ফিল্ডিং করতেন। এদিন দলে তিনটি পরিবর্তন এনেছে ভারত। বিরাট জানিয়ে দিলেন, মহম্মদ সিরাজের বদলে এসেছেন বিজয় শঙ্কর। যিনি আজ ওয়ান-ডে অভিষেক করবেন। আম্বাতি রায়াডুর জায়গায় সুযোগ পেলেন কেদার যাদব। দলের স্পেশালিস্ট লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল খেলছেন আজ।

7.09am: মেঘাচ্ছন্ন মেলবোর্ন! পিচে এখনও রয়েছে কভার। সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টিও হয়েছে। যদিও বেলায় আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আর বৃষ্টি না-হলে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী দুপুর একটায় টস হবে। খেলা শুরু হবে নির্ধারিত সময়।

India Australia Cricket Australia
Advertisment