/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/Lathi-charge.jpg)
করোনার কারণে মাঠে বসে গত দু-বছর ক্রিকেট খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন সমর্থকরা। এবার করোনা-পর্ব মিটতেই চেনা ছন্দে সমর্থকদের উন্মাদনা। ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে দর্শকরা টিকিট কিনতে গিয়ে এতটাই লাগামছাড়া হয়ে গেলেন যে পুলিশ লাঠি চালাতে বাধ্য হল। হায়দরাবাদে তৃতীয় টি২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা রবিবার। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্যই টিকিটের হাহাকার তুঙ্গে উঠেছিল জিমখানা স্টেডিয়ামে।
জিমখানা গেটে পেটিএমের অফলাইন কাউন্টারের বাইরে বিশাল জনস্রোত জড়ো হয়েছিল। অনেকে গেটের বেড়া টপকেও কাউন্টারে আসতে চাইছিলেন।
#Update: 20 injured. 7 Shifted to yashoda Hospital Secunderabad. They have minor injuries. Treated at out patient level and kept for observation.
Paytm on Thursday opened counter at Gymkhana grounds- to sell tickets for the #IndiaAustralia match on 25th Sept
@NewsMeter_Inpic.twitter.com/U0r1ejd7F4— @Coreena Enet Suares (@CoreenaSuares2) September 22, 2022
পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠি চার্জ করে। তবে হুড়োহুড়ি করতে গিয়ে তারপরেই পদপিষ্ঠ হওয়ার মত অবস্থা তৈরি হয়। রিপোর্ট অনুযায়ী, লাঠি চার্জে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন বছর পর হায়দরাবাদ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করছে। চলতি সিরিজের প্ৰথম ম্যাচে মোহালিতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৪ উইকেটে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us