/indian-express-bangla/media/media_files/2025/10/29/india-vs-australia-1st-t20i-live-2025-10-29-13-36-45.jpg)
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওভাল হোবার্টে টি-২০ সিরিজের তৃতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের হাত ধরে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) কামব্যাক করতে চাইবে। পাঁচ ম্য়াচের এই সিরিজে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সূর্যকুমার যাদবের দল এই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে। দুটো দল এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে।
টস আপডেট
অবশেষে টস জিতল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'দ্বিতীয় ইনিংসে এই উইকেটে ব্যাট করা সহজ হবে।' সঙ্গে তিনি এও জানিয়েছে, খুব বেশি পরিকল্পনা তিনি করেননি। আপাতত একটা করে ম্য়াচ ধরেই এগোতে চান। ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। জীতেশ, আর্শদীপ এবং ওয়াশিংটন দলে এসেছেন। বাদ পড়েছেন যথাক্রমে সঞ্জু স্যামসন, হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে অবশ্য একটাই পরিবর্তন করা হয়েছে। হ্যাজেলউডের জায়গায় এসেছেন সীন অ্যাবট। এখনও কোনও পাত্তা নেই গ্লেন ম্য়াক্সওয়েলের।
Ind vs Aus HIghlights Cricket Score, 2nd T20I: লজ্জার হার ভারতের, কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার?
কখন-কোথায় দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্য়াচ?
এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে বেলা পৌনে ২টো থেকে ওভাল হোবার্টে আয়োজন করা হবে। এই ম্য়াচটি সমর্থকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, জিও হটস্টারে উপভোগ করতে পারেন এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং। এর পাশাপাশি ডিডি স্পোর্টসে আপনারা একেবারে বিনামূল্যে এই ম্য়াচ দেখতে পারেন।
IND vs AUS 1st T20I Cancelled: বৃষ্টিতেই সলিল-সমাধি, ভেস্তে গেল প্রথম টি-২০ ম্য়াচ
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জস ইংলিশ (উইকেট কিপার), টিম ডেভিড, মিচেল আওয়েন, মার্কাস স্টোয়েনিস, ম্যাথিউ শর্ট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, সীন অ্যাবট, ম্যাট কুহেনম্যান।
IND vs AUS 1st T20I News Update: সিরিজ শুরুর আগেই 'ভয়ঙ্কর দুঃসংবাদ', মাথায় হাত টিম ইন্ডিয়ার
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত ৩৪ টি-২০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২০ ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া জিতেছে ১২ ম্য়াচে। ইতিমধ্যে ২ ম্য়াচ পরিত্যক্ত হয়ে গিয়েছে। গত পাঁচ ম্য়াচের মধ্যে ভারত জিতেছে তিনটে এবং অস্ট্রেলিয়া মাত্র একটায়। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।
- Nov 02, 2025 17:16 IST
IND vs AUS 3rd T20I: জয়ের সরণীতে ফিরল ভারত
IND vs AUS 3rd T20I: হোবার্টে আয়োজিত তৃতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করল। ওয়াশিংটন সুন্দর ২৩ বলে অপরাজিত ৪৯ রান করে ভারতকে ৫ উইকেটে জিতিয়ে দিলেন। সুন্দর ছাড়াও জীতেশ শর্মা ২২ রানে অপরাজিত রইলেন।
- Nov 02, 2025 17:00 IST
IND vs AUS 3rd T20I: প্যাভিলিয়নে ফিরল টিম ইন্ডিয়ার হাফ ব্যাটেলিয়ন
IND vs AUS 3rd T20I: ভারতীয় ক্রিকেট দলে পঞ্চম উইকেটের পতন হল। ফিরে গেলেন তিলক বর্মা। এই ম্য়াচে তিলক ২৬ বলে ২৯ রান করে জেভিয়ার বার্টলেটের বলে আউট হয়ে যান। ১৫ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে।
- Nov 02, 2025 16:47 IST
IND vs AUS 3rd T20I: ভারতের চতুর্থ উইকেটের পতন
IND vs AUS 3rd T20I: ভারতীয় ক্রিকেট দলের চতুর্থ উইকেটের পতন হল। অক্ষর প্যাটেল ১২ বলে ১৭ রান করে নাথান এলিসের তৃতীয় শিকার হলেন। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে।
- Nov 02, 2025 16:29 IST
IND vs AUS 3rd T20I: এবার আউট সূর্যকুমার যাদবও
IND vs AUS 3rd T20I: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিরতেই তৃতীয় উইকেটের পতন হল। ক্যাপ্টেন সূর্যকুমার ১১ বলে ২৪ রান করেছেন। মার্কাস স্টোয়েনিস তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। টিম ইন্ডিয়া ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রান করেছে।
- Nov 02, 2025 16:26 IST
IND vs AUS 3rd T20I: আরও একবার ব্যর্থ হলেন শুভমান গিল
IND vs AUS 3rd T20I: ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার শুভমান গিল আরও একবার ব্যর্থ হয়ে গেলেন। তৃতীয় টি-২০ ম্য়াচে তিনি ১২ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। অভিষেক শর্মার পর শুভমান গিলকেও প্যাভিলিয়নে ফেরত পাঠালেন নাথান এলিস। টিম ইন্ডিয়া ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে।
- Nov 02, 2025 16:07 IST
IND vs AUS 3rd T20I: ভারতের প্রথম উইকেটের পতন
IND vs AUS 3rd T20I: ভারতীয় ক্রিকেট দল। ১৬ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন অভিষেক শর্মা। টিম ইন্ডিয়া ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান করেছে।
- Nov 02, 2025 16:00 IST
IND vs AUS 3rd T20I: ব্যাট করতে নামল ভারত
IND vs AUS 3rd T20I: বড় রানের টার্গেট তাড়া করতে নামল ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামলেন শুভমান গিল এবং অভিষেক শর্মা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে প্রস্তুত জেভিয়ার বার্টলেট।
- Nov 02, 2025 15:57 IST
IND vs AUS 3rd T20I: টিম ইন্ডিয়ার সামনে ১৮৭ রানের টার্গেট
IND vs AUS 3rd T20I: টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৮৬ রান করে। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন আর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার হয়ে টিম ডেভিড ৭৪ এবং মার্কাস স্টোয়েনিস ৬৪ রানের ইনিংস উপহার দেন।
- Nov 02, 2025 15:30 IST
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন
IND vs AUS 3rd T20I: শেষ ওভারে আর্শদীপ সিং তৃতীয় উইকেট শিকার করলেন। মার্কাস স্টোয়েনিস ৩৯ বলে ৬৪ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। টিম ডেভিডের ইনিংস মান বাঁচাল অস্ট্রেলিয়ার। ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে।
- Nov 02, 2025 15:28 IST
IND vs AUS 3rd T20I: ধামাকাদার হাফসেঞ্চুরি মার্কাস স্টোয়েনিসের
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিস দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে হাফসেঞ্চুরি হাঁকালেন। ১৮ ওভার শেষে স্টোয়েনিস ৩৩ বলে ৫৬ রান করেছেন। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে করেছে ১৭০ রান।
- Nov 02, 2025 15:26 IST
IND vs AUS 3rd T20I: অল্পের জন্য রক্ষা পেলেন মার্কাস স্টোয়েনিস
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়া ইনিংসের ১৮ ওভারের প্রথম বলটা আকাশে তুলেছিলেন মার্কাস স্টোয়েনিস। অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে রিঙ্কু সিং বলটা ধরার চেষ্টা করেন। কিন্তু, শেষপর্যন্ত বল মাটিতে স্পর্শ করে। সেকারণে অল্পের জন্য় বেঁচে যান মার্কাস।
- Nov 02, 2025 14:36 IST
IND vs AUS 3rd T20I: ব্যাক টু ব্যাক ধাক্কা খেল অস্ট্রেলিয়া
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ব্যাক টু ব্যাক ধাক্কা খেল। অধিনায়ক মিচেল মার্শ ১১ রান করে এবং মিচেল আওয়েন প্রথম বলেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। এই দুটো উইকেট শিকার করলেন বরুণ চক্রবর্তী। আপাতত ৮.৩ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে।
- Nov 02, 2025 14:19 IST
IND vs AUS 3rd T20I: পাওয়ার প্লে'তে রাজত্ব টিম ইন্ডিয়ার
IND vs AUS 3rd T20I: টস জেতার পর টিম ইন্ডিয়া পাওয়ার প্লে'তে কার্যত রাজত্ব করল। অস্ট্রেলিয়া ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান করেছে। টিম ইন্ডিয়ার হয়ে দুটো উইকেটই শিকার করেছেন আর্শদীপ সিং।
- Nov 02, 2025 14:07 IST
IND vs AUS 3rd T20I: দ্বিতীয় ধাক্কা খেল অস্ট্রেলিয়া
IND vs AUS 3rd T20I: তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন হল। জস ইংলিশ ৭ বলে মাত্র ১ রান করে আর্শদীপ সিংয়ের শিকার হলেন। অস্ট্রেলিয়া ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান করেছে।
- Nov 02, 2025 14:05 IST
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন
IND vs AUS 3rd T20I: প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ওপেনিং ব্যাটার ট্রাভিস হেড ৪ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর্শদীপ তাঁর কামব্যাক ম্য়াচের চতুর্থ বলেই উইকেট শিকার করলেন। ১ ওভার শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৬ রান করেছে।
- Nov 02, 2025 13:52 IST
IND vs AUS 3rd T20I: শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস
IND vs AUS 3rd T20I: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হোবার্টে তৃতীয় টি-২০ ম্য়াচ শুরু হয়ে গেল। অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড এবং মিচেল মার্শ ব্যাট করতে নেমেছেন। ভারতের হয়ে প্রথম ওভার করতে আসছেন আর্শদীপ সিং।
- Nov 02, 2025 13:41 IST
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
IND vs AUS 3rd T20I: মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জস ইংলিশ (উইকেট কিপার), টিম ডেভিড, মিচেল আওয়েন, মার্কাস স্টোয়েনিস, ম্যাথিউ শর্ট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, সীন অ্যাবট, ম্যাট কুহেনম্যান।
- Nov 02, 2025 13:29 IST
IND vs AUS 3rd T20I: টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একাধিক পরিবর্তন
IND vs AUS 3rd T20I: শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
- Nov 02, 2025 13:26 IST
IND vs AUS 3rd T20I: টস আপডেট
IND vs AUS 3rd T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচে টস জিতল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন।
- Nov 02, 2025 13:21 IST
IND vs AUS 3rd T20I: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্য়াচ
IND vs AUS 3rd T20I: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্য়ে তৃতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি হোবার্ট ওভালে খেলা হবে। সিরিজের প্রথম ম্য়াচ জেতার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us