/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Virat-Kohli.jpg)
আইসিসি পুরস্কারে বিরাট ঝড়, উজ্জ্বল কিং কোহলির মুকুট (ছবি-টুইটার)
মেলবোর্নে দুর্দান্ত জয়ের সুবাদে সিরিজে ২-১ এগিয়ে বিরাট কোহলির ভারত। আগামিকাল থেকে সিডনি শুরু হচ্ছে ফাইনাল টেস্ট। আর এই টেস্ট জিততে পারলেই কোহলি লিখবেন নয়া ইতিহাস। অধিনায়ক হিসেবে একসঙ্গে চারটি রেকর্ড ভাঙার হাতছানি তাঁর সামনে।
দেখে নেওয়া যাক কী কী রেকর্ড ভাঙতে পারেন ক্যাপ্টেন হট:
১) সিডনি টেস্ট জিততে পারলে কোহলি অ্যান্ড কোং প্রথম ভারতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পাবে। শেষ ১১ বারের চেষ্টায় কোনও ভারতীয় দল তা করে উঠতে পারেনি। ১৯৭৭-৭৮ সালে প্রথমবার ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। বিষেন সিং বেদী ছিলেন অধিনায়ক। ২০০৩-০৪ মরসুমে টেস্ট ড্র হয়েছিল।
২) সিডনি জয়ের সঙ্গেই কোহলি হয়ে যাবেন প্রথম ভারত অধিনায়ক, যিনি ভারতের বাইরেj দু’টি দেশে টেস্ট জেতার নজির গড়বেন। এর আগে গতবছর কোহলির দল শ্রীলঙ্কায় গিয়ে তাদের হোয়াইটওয়াশ করেছিল। ৭৬ বছরের রেকর্ড ভাঙবেন তিনি।
আরও পড়ুন: সিডনির জন্য দল বেছে নিল ভারত, অনিশ্চিত অশ্বিন, বাদ ইশান্ত
৩) মনসুর আলি খাল পতৌদি ১৯৬৭-৬৮ সালে নিউজিল্যান্ডে গিয়ে তাদের বিরুদ্ধে ৩-১ সিরিজ জিতেছিল। পতৌদির পর বিরাট কোহলি দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এশিয়ার বাইরে এক সিরিজে তিনটি টেস্ট জেতার নজির গড়বেন।
৪) সিডনিতেই কোহলির সামনে সুযোগ থাকছে বিদেশের মাটিতে সবচেয়ে সফল অধিনায়ক হয়ে ওঠার। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত বিদেশের মাটিতে ১১টি টেস্ট জিতেছিল। কোহলির সামনে সুযোগ থাকছে সৌরভকে টপকে যাওয়ার। একই সঙ্গে বিষেন সিং বেদী, মুস্তাক মহম্মদের সঙ্গে এশিয়ার তৃতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টেস্ট জয়ের সাক্ষী থাকবেন তিনি।